শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য রসায়ন ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত রসায়ন প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
রসায়ন ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সমাণু কী?
উত্তর: একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি যৌগকে পরস্পরের সমাণু বলে।
২. জারণ সংখ্যা কাকে বলে?
উত্তর: যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্বক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে ঐ মৌলের জারণ সংখ্যা বলে।
৩. মুক্ত মৌলের বা নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা কত?
উত্তর: মুক্ত মৌলের বা নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা শূন্য।
৪. জারক কাকে বলে?
উত্তর: জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে।
৫. বিয়োজন বিক্রিয়া কাকে বলে?
উত্তর: যে বিক্রিয়ার মাধ্যমে কোন যৌগকে ভেঙ্গে একাধিক যৌগ বা মৌলে পরিণত করা হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে।
৬. কেলাস পানি কি?
উত্তর: আয়নিক যৌগের কেলাস গঠনের সময় যুক্ত পানিকে কেলাস পানি বলে।
৭. জারণ কাকে বলে?
উত্তর: যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে জারণ বলে।
৮. দহন তাপ কী?
উত্তর: এক মোল পরিমাণ পদার্থকে দহন করলে যে তাপের উৎপন্ন হয় তাকে দহন তাপ বলে।
৯. উভয়মুখী বিক্রিয়া কাকে বলে?
উত্তর: যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং একই সাথে উৎপাদ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে।
১০. টলেন বিকারক কী?
উত্তর: আ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলে।
১১. তাপহারী বিক্রিয়া কাকে বলে?
উত্তর: যে বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে।
১২. পানিযোজন বিক্রিয়া কী?
উত্তর: আয়নিক যৌগের কেলাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির অণুর সাথে আয়নিক যৌগের যুক্ত হওয়ার প্রক্রিয়াকে পানিযোজন বিক্রিয়া বলে।
১৩. মরিচা কী?
উত্তর: একটি লোহার বস্তুকে দীর্ঘদিন আর্দ্র বাতাসে রেখে দিলে এটি অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন করে যা মরিচা নামে পরিচিত।
১৪. রাসায়নিক বিক্রিয়া কী?
উত্তর: যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু নতুন অপর এক বা একাধিক বস্তুতে রূপান্তরিত হয় তাকে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া বলে।
শিক্ষার্থীরা, ওপরে রসায়ন ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post