শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য রসায়ন ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত রসায়ন প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
রসায়ন ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. শুষ্ক কোষ কাকে বলে?
উত্তর: তরল তড়িৎ বিশ্লেষ্যের পরিবর্তে পেস্ট হিসেবে এবং ইলেক্ট্রোলাইট ব্যবহার করে যে কোষ গঠন করা হয় তাকে শুষ্ক কোষ বলে।
২. বন্ধন শক্তি কাকে বলে?
উত্তর: কোনো পদার্থের এক মোল পরিমাণে বিদ্যমান কোনো নির্দিষ্ট বন্ধনকে ভেঙে মুক্ত পরমাণু বা মূলকে পরিণত করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে ঐ পদার্থের বন্ধন শক্তি বলা হয়।
৩. তাপ রাসায়নিক সমীকরণের প্রমাণ তাপমাত্রা ও চাপ কত?
উত্তর: তাপ রাসায়নিক সমীকরণে প্রমাণ তাপমাত্রা 25⁰C বা 298K এবং প্রমাণ চাপ 1 atm বায়ুচাপ।
৪. ড্যানিয়াল কোষে ব্যবহৃত দ্রবণ দুটি কী কী?
উত্তর: ড্যানিয়াল কোষে ZnSO₄ ও CuSO₄ এ দ্রবণ দুটি ব্যবহৃত হয়।
৫. বিদ্যুৎ প্রবাহ কী?
উত্তর: কোনো পরিবাহীর মধ্য দিয়ে আয়ন বা ইলেকট্রনগুলোর একটি নির্দিষ্ট দিকে সঞ্চালিত হওয়ার ঘটনাকে বিদ্যুৎ প্রবাহ বলে।
৬. তড়িৎ বিশ্লেষ্য কোষ কোষ কী?
উত্তর: যে পাত্রে তড়িৎবিশ্লেষণ প্রক্রিয়া চালনা করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে।
৭. অর্ধকোষ কী?
উত্তর: দুটি তড়িতদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কোষ গঠিত হয়। এ ধরনের কোষের এক একটি তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্যের যুগলকে অর্ধকোষ বলা হয়।
৮. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শক্তি সঞ্চয় করে?
উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়।
৯. নিউক্লিয়ার ফিসন কী?
উত্তর: যে নিউক্লিয়ার বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়, তাকে নিউক্লিয়ার ফিসন বলে।
১০. সেলুলোজ কী?
উত্তর: উদ্ভিদ দেহের উপাদানসমূহকে সেলুলোজ বলে।
শিক্ষার্থীরা, ওপরে রসায়ন ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post