শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য রসায়ন ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত রসায়ন প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
রসায়ন ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ব্লিচিং পাউডার এর সংকেত কী?
উত্তর: ব্লিচিং পাউডার এর সংকেত হলো Ca(OCl)।
২. ভিনেগারের রাসায়নিক নাম কী?
উত্তর: ভিনেগারের রাসায়নিক নাম ইথানয়িক এসিড।
৩. নির্দেশক কী?
উত্তর: যে সকল পদার্থ বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড বা ক্ষারের উপস্থিতি নির্দেশ করে, তাদেরকে নির্দেশক বলে।
৪. 1ppm মানে কী?
উত্তর: 1ppm মানে প্রতি লিটার দ্রবণে 1 মিলিগ্রাম দ্রব।
৫. কোন তরল নীল লিটমাসকে লাল করে?
উত্তর: এসিড নীল লিটমাসকে লাল করে।
৬. টিউবওয়েলের পানির গ্রহণযোগ্য আর্সেনিকের মাত্রা কত?
উত্তর: টিউবওয়েলের পানির গ্রহণযোগ্য আর্সেনিকের মাত্রা (0.01 মি. গ্রা./লিটার)।
৭. কাপড়কাচা সোডার রাসায়নিক নাম কী?
উত্তর: কাপড়কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট।
৮. রংধনু বিক্রিয়ায় কোন বিক্রিয়া সংঘটিত হয়?
উত্তর: রংধনু বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়।
৯. কেক তৈরিতে কী ব্যবহার করা হয়?
উত্তর: কেক তৈরিতে বেকিং পাউডার ব্যবহার করা হয়।
১০. বেকিং পাউডার কী?
উত্তর: বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট এবং টারটারিক এসিডের শুষ্ক মিশ্রণ।
১১. বৃষ্টির পানির pH মান কত?
উত্তর: বৃষ্ণির পানির pH মান 5.6।
১২. বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কী উৎপন্ন হয়?
উত্তর: বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়।
১৩. প্রশমন বিক্রিয়া কী?
উত্তর: এসিড ও ক্ষারের মধ্যে যে বিক্রিয়ার ফলে এসিড বা ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও পানি উৎপনু হয় সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে।
১৪. একটি নির্দেশকের নাম লেখ।
উত্তর: লিটমাস কাগজ একটি নির্দেশক।
১৫. কোন পানিতে সাবানের প্রচুর ফেনা হয়?
উত্তর: মৃদু পানিতে সাবানের প্রচুর ফেনা হয়।
১৬. ভারি ধাতুসমূহ মানবদেহে কী সৃষ্টি করে?
উত্তর: ভারি ধাতুসমূহ মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে।
শিক্ষার্থীরা, ওপরে রসায়ন ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post