Grapes are Sour Once a hungry fox was searching for food in the forest. After a while, he came to...
কি শিক্ষা দিয়ে গেল ২০২০?
১। আমেরিকা পৃথিবীর দাদা নয়।
২। গুলি না ছুঁড়েও চীন পৃথিবীকে প্যাঁচে ফেলার ক্ষমতা রাখে।
৩। ইউরোপ-আমেরিকার মানুষদের যতটা সক্ষম মনে হয়, ততটা না।
৪। মানুষ ঘরে থাকলে পৃথিবী নিজেই তার ক্ষয়ক্ষতি মেরামত করে নিতে পারে।
৫। পশুপাখি খাঁচার ভিতরে থাকলে তাদের কষ্ট কেমন হয়।
৬। আমরা বেড়ানো, পার্টি, নাইট ক্লাব, সিনেমা কিংবা থিয়েটার এসব ছাড়াও বাঁচতে পারি।
৬। ধর্মগুরু আর জ্যোতিষীরা মানুষকে বাঁচাতে পারেন না।
৭। প্রয়োজন না থাকলে পেট্রোলের দাম পানির থেকেও কম।
৮। মানুষ বাড়ি থেকেও কাজ করতে পারে।
৯। স্বাস্থ্যবিধি মেনে বাঁচাটা খুব কঠিন নয়।
১০। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মূল্য নেতাদের থেকে বেশি।
১১। পুরুষরাও রান্না করতে বা বাসন মাজতে জানেন।
১২। অভিনেতারা কেবলমাত্র আনন্দ দেন, তারা রিয়েল লাইফের হিরো নন।
আপনার একটি ওয়েবসাইট থাকলে নিশ্চই সেটির এসইও করার প্রয়োজন রয়েছে? কোর্সটিকায় আমরা ওয়েবসাইট এসওই'র নানাবিধ দিকনির্দেশনা ইতোমধ্যে আলোচনা করেছি। যার...
Read moreকোর্সটিকাতে আপনাকে স্বাগতম। কোর্সটিকা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিক্ষামূলক একটি ওয়েবসাইট। এখানে আমরা শিক্ষা এবং প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল এবং টিপস শেয়ার করি।
আমরা বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীকে অনলাইন শিক্ষা দেওয়ার জন্য কাজ করছি। আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করে তাদের ক্যারিয়ার আলোকিত করা। কোর্সটিকা সম্পর্কে বিস্তারিত জানুন।
Courstika - All Rights Reserved Developed By Sarjan Faraby
Courstika - All Rights Reserved Developed By Sarjan Faraby