কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম। কোর্সটিকায় আজকে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন ২০২৫ আলোচনা করা হবে। অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন-উত্তর এই সাজেশনে দেওয়া হবে। অধিকহারে কমনের জন্য অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাজেশন গুলো অনুশীলন করা হতে পারে উত্তম উপায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়টির নাম হচ্ছে– রাজনীতি অধ্যয়ন পদ্ধতি। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৯০৭। এখানে, তোমাদের ক-বিভাগে প্রশ্নের সাথে উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন ২০২৫
ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় কী?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় হলো রাষ্ট্র।
২. পরিভাষা (Terminology) কী?
উত্তর: যে শব্দ কোনো জ্ঞানক্ষেত্রে বিশেষার্থ পকাশ করে তাই পরিভাষা।
৩. টমাস এস. কুনের বইয়ের নাম কী?
উত্তর: টমাস এস. কুন রচিত বইয়ের নাম ‘The Structure of Scientific Revolution.’.
৪. ‘Method’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Method’ শব্দের অর্থ আলোচনা বা অধ্যয়নের পদ্ধতি।
৫. তত্ত্ব গঠনের প্রথম স্তর কোনটি?
উত্তর: তত্ত্ব গঠনের প্রথম স্তর হলো সমস্যা নির্বাচন।
৬. AGIL কী?
উত্তর: AGIL হলো ট্যালকট পারসন কর্তৃক উদ্ভাবিত একটি ব্যবস্থা, যেখানে তিনি চারটি কাজের কথা উল্লেখ করেছেন।
৭. ‘Political Behaviour’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: ‘Political Behaviour’ গ্রন্থটি লিখেছেন ডেভিড ইস্টন।
৮. গ্রেপ ভাইন কী?
উত্তর: গ্রেপ ভাইন হলো সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ কাঠামো।
৯. আউটপুটের দুটি দিক কী?
উত্তর: আউটপুটের দুটি দিক হলো- ১. বিধি প্রণয়ন ও ২. বিধি প্রয়োগ।
১০. প্রত্যয় কী?
উত্তর: প্রত্যয় বলতে কোনো ধারণা বা বিশ্বাসকে বুঝায়।
১১. রাজনীতি অধ্যয়নের একটি সনাতন পদ্ধতির নাম লেখ।
উত্তর: রাজনীতি অধ্যয়নের একটি সনাতন পদ্ধতির নাম হলো ঐতিহাসিক পদ্ধতি।
১২. তুলনামূলক পদ্ধতির জনক কে?
উত্তর: তুলনামূলক রাজনীতির বা পদ্ধতির জনক হলেন গ্রিক দার্শনিক এরিস্টটল।
১৩. তুলনামূলক রাজনীতি অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় কী?
উত্তর: তুলনামূলক রাজনীতি অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় সরকার।
১৪. রাজনীতি অধ্যয়নের আধুনিক পদ্ধতির সূচনা হয় কবে?
উত্তর: রাজনীতি অধ্যয়নের আধুনিক পদ্ধতির সূচনা হয় ১৯০৮ সালে।
১৫. পর্যবেক্ষণ ও পরীক্ষণনির্ভর পদ্ধতিকে কী বলে?
উত্তর: পর্যবেক্ষণ ও পরীক্ষণনির্ভর পদ্ধতিকে পরীক্ষণমূলক পদ্ধতি বলে।
১৬. আচরণবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: আচরণবাদের দুটি বৈশিষ্ট্য হলো- ১. নিয়মানুবর্তিতা ও ২. মূল্যবোধ।
১৭. ‘এলিট’ শব্দের ব্যুৎপত্তি লেখ।
উত্তর: ‘এলিট’ শব্দের ব্যুৎপত্তি হলো ফরাসি শব্দ ‘Choix’ যার ইংরেজি প্রতিশব্দ ‘Choice’ থেকে।
১৮. ‘New Aspects of Politics’- গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘New Aspects of Politics’- গ্রন্থের লেখক চার্লস মেরিয়াম।
১৯. কতিপয়ের লৌহবিধি (Iron Law of Oligarchy) ধারণাটি কার?
অথবা, ‘গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি’ মতবাদের প্রবক্তা কে?
উত্তর: কতিপয়ের লৌহবিধি (fron Law of Oligarchy) ধারণাটি রবার্ট মিশেলসের।
২০. “The Mind and Society” গ্রন্থের লেখক কে?
উত্তর: “The Mind and Society” গ্রন্থের লেখক ভিলফ্রেডো প্যারেটো।
২১. এলিট কাদেরকে বলা হয়?
উত্তর: সমাজে এলিট বলতে মূলত তাদেরকে বুঝায়, যারা তাদের সম্মান, প্রভাব-প্রতিপত্তির কারণে সমাজে একটি বিশেষ স্থান দখল করে আছেন।
২২. গায়েটানো মসকার বিখ্যাত গ্রন্থটির নাম লেখ?
উত্তর: গায়েটানো মসকার বিখ্যাত গ্রন্থটির নাম হলো- ‘The Ruling class’.
২৩. ‘গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি’ মতবাদের প্রবক্তা কে?
উত্তর: ‘গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি’ মতবাদের প্রবক্তা রবার্ট মিশেলস।
২৪. “ইতিহাস হলো অভিজাত শ্রেণির কবরক্ষেত্র।” উক্তিটি কার?
উত্তর: “ইতিহাস হলো অভিজাত শ্রেণির কবরক্ষেত্র।” উক্তিটি Vilfredo Pareto এর।
২৫. শ্রেণি কী?
উত্তর: শ্রেণি বলতে ভাগ বা বিভাজনকে বুঝায়।
২৬. ‘ফিডব্যাক’ কী?
উত্তর: ফিডব্যাক হচ্ছে এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রতিক্রিয়া ইনপুট আকারে ফিরে আসে।
২৭. ‘The Politics of the Developing Areas” গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Politics of the Developing Areas” গ্রন্থের লেখক অ্যালমন্ড ও কোলম্যান।
২৮. কাঠামো যা করে তা কী?
উত্তর: কাঠামো যা করে তা হলো কার্য।
২৯. অ্যালমন্ড ‘রাষ্ট্রের’ পরিবর্তে কী শব্দ ব্যবহার করেন?
অথবা, ‘রাষ্ট্র’ শব্দটির পরিবর্তে অ্যালমন্ড কোন শব্দটি ব্যবহার করেছেন?
উত্তর: অ্যালমন্ড ‘রাষ্ট্রের’ পরিবর্তে “রাজনৈতিক ব্যবস্থা” কথাটি ব্যবহার করেছেন।
৩০. ডেভিড ইস্টনের বিখ্যাত বইয়ের নাম কী?
উত্তর: ডেভিড ইস্টনের বিখ্যাত বইয়ের নাম হলো A Framework for Political Analysis.
৩১. ‘The Political Development and Political Decay’ -গ্রন্থটি কে লিখেছেন।
উত্তর: ‘The Political Development and Political Decay’ -গ্রন্থটি S.P. Huntington লিখেছেন।
৩২. ‘The Civic Culture’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Civic Culture’ গ্রন্থের লেখক হলেন অ্যালমন্ড ও ভারবা।
৩৩. সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম লেখ।
উত্তর: সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম হলো- ১. পরিবার ও ২. শিক্ষাপ্রতিষ্ঠান।
৩৪. গণমাধ্যমের দুইটি উদাহরণ দাও।
উত্তর: গণমাধ্যমের দুইটি উদাহরণ হলো- ১. সংবাদপত্র ও ২. টেলিভিশন।
৩৫. গণমাধ্যমের দুইটি উদাহরণ দাও।
উত্তর: গণমাধ্যমের দুইটি উদাহরণ হলো- ১. সংবাদপত্র ও ২. টেলিভিশন।
৩৬. ‘Aspects ‘of Political Development’ গ্রন্থটির প্রণেতা কে?
উত্তর: ‘Aspects of Political Development’ গ্রন্থটির প্রণেতা লুসিয়ান ডব্লিউ. পাই।
৩৭. CCP এর পূর্ণরূপ কী?
উত্তর: CCP-এর পূর্ণরূপ হলো Committee on Compantis Politics.
৩৮. রাজনৈতিক উন্নয়নের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ধারণা প্রদান করেছেন কে?
উত্তর: রাজনৈতিক উন্নয়নের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ধারণা প্রদান করেছেন লুসিয়ান ডব্লিউ. পাই।
৩৯. নব্য প্রতিষ্ঠানবাদ কী?
উত্তর: নব্য প্রতিষ্ঠানবাদ এমন একটি সমাজতান্ত্রিক ধারণা, যার মূল কথা হচ্ছে রাজ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা দ্বারাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. গবেষণা কী?
২. পদ্ধতির সংজ্ঞা দাও।
৩. তত্ত্ব বলতে কী বুঝ?
৪. রাজনৈতিক তত্ত্ব বলতে কী বুঝ?
৫. প্রকল্প বলতে কী বুঝ?
অথবা, প্রকল্প কী?
অথবা, অনুমিত সত্য কী?
৬. মডেল বলতে কী বুঝ?
৭. তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য লেখ।
৮. তুলনামূলক পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা কর।
৯. আদর্শবাদী ও অভিজ্ঞতাবাদী তত্ত্বের মধ্যে প্রার্থক্য নির্ণয় কর।
১০. রাজনীতি অধ্যয়নের আধুনিক পদ্ধতিগুলো কী কী?
১১. আচরণবাদ কী?
অথবা, আচরণবাদের সংজ্ঞা দাও।
অথবা, আচরণবাদ বলতে কী বুঝায়?
১২. স্বার্থ একত্রীকরণ বলতে কী বুঝ?
১৩. এলিট তত্ত্বের উপযোগিতা বর্ণনা কর।
১৪. এলিটের শ্রেণিবিভাগ কর।
১৫. গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি কী?
১৬. রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝ?
অথবা, রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দাও।
অথবা, রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দাও।
১৭. রাজনৈতিক ব্যবস্থায় ‘দাবি’ ও সমর্থন কাকে বলে?
১৮. মিশ্র সংস্কৃতির সংজ্ঞা দাও।
১৯. রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বুঝ?
২০. রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কী বুঝ?
২১. লেস বিংগার সংকটের শ্রেণিবিভাগ লেখ।
২২. রাজনৈতিক আধুনিকীকরণের বৈশিষ্ট্যগুলো লেখ।
২৩. নব্য প্রতিষ্ঠানবাদ কী?
২৪. যোগাযোগ নেটওয়ার্ক ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. একটি উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
অথবা, অনুমিত সত্য ও সাধারণীকরণ বলতে কী বুঝ? উত্তম অনুমিত সত্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
২. সমালোচনাসহ গতানুগতিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, সনাতন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। কেন এ পদ্ধতি যথেষ্ট নয়?
৩. রাজনীতি অধ্যয়নে গতানুগতিক পদ্ধতি ও আধুনিক পদ্ধতির মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য নির্ণয় কর।
৪. আধুনিক পদ্ধতির সংজ্ঞা দাও। আধুনিক পদ্ধতির উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।
অথবা, আধুনিক পদ্ধতি কী? আধুনিক পদ্ধতির উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা কর।
৫. আচরণবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, আচরণবাদ কী? আচরণবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, ডেভিড ইস্টন বর্ণিত আচরণবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৬. রাজনীতি বিশ্লেষণে ‘গ্রুপ তত্ত্বের’ গুরুত্ব ব্যাখ্যা কর।
৭. গোষ্ঠী তত্ত্ব ও শ্রেণি তত্ত্বের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যসমূহ লেখ।
৮. এলিটবাদ কী? গায়েটানো মস্কার এলিটবাদ সম্পর্কে আলোচনা কর।
৯. উন্নয়নশীল দেশসমূহে এলিটের ভূমিকা আলোচনা কর।
অথবা, এলিটের সংজ্ঞা দাও। উন্নয়নশীল দেশসমূহে এলিটের ভূমিকা আলোচনা কর।
১০. প্যারেটোর ‘এলিট আবর্তন তত্ত্বটি’ ব্যাখ্যা কর।
অথবা, এলিট আবর্তন কী? প্যারেটোর এলিট আবর্তন তত্ত্বটি আলোচনা কর।
১১. ডেভিড ইস্টনের রাজনৈতিক ব্যবস্থা তত্ত্বের মডেল আলোচনা কর।
অথবা, ডেভিড ইস্টনের রাজনৈতিক ব্যবস্থার মডেল বিশ্লেষণ কর।
১২. অ্যালমন্ডের কাঠামো ও কার্যগত তত্ত্বের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
১৩. রাজনৈতিক সংস্কৃতি কী? অ্যালমন্ড ও পাওয়েল এর রাজনৈতিক সংস্কৃতির শ্রেণিবিভাগ লেখ।
১৪. রাজনৈতিক সংস্কৃতি কী? রাজনীতি অধ্যয়নে রাজনৈতিক সংকটসমূহ আলোচনা কর।
১৫. রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমসমূহ আলোচনা কর।
অথবা, রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমসমূহের ভূমিকা আলোচনা কর।
১৬. রাজনৈতিক সামাজিকীকরণের সাথে রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক আলোচনা কর।
১৭. রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা কর।
অথবা, রাজনৈতিক উন্নয়ন বলতে কী বুঝ? রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ আলোচনা কর।
অথবা, এল, ডব্লিউ, পাই বর্ণিত রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ আলোচনা কর।
১৮. লুসিয়ান পাইয়ের মতে রাজনৈতিক উন্নয়নের পূর্বশতসমূহ লেখ।
১৯. রাজনৈতিক উন্নয়ন কী? রাজনৈতিক আধুনিকায়ন ও রাজনৈতিক উন্নয়নের সম্পর্ক চিহ্নিত কর।
অথবা, রাজনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক আধুনিকীকরণের মাঝে তুলনা কর।
২০. যৌক্তিক পছন্দ কী? যৌক্তিক পছন্দ তত্ত্বটি বিশ্লেষণ কর।
২১. হার্বার্ট সাইমনের ‘যৌক্তিক সিদ্ধান্তগ্রহণ তত্ত্ব’ ব্যাখ্যা কর।
কোর্সটিকায় আজকে রাজনীতি অধ্যয়ন পদ্ধতি সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনাকৃত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলো চর্চার মাধ্যমে তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে বলে আমরা আশাবাদী। এখানে তোমরা ক-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে। খ ও গ-বিভাগের উত্তরগুলো বইয়ে খুঁজলেই পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post