কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম। কোর্সটিকায় আজকে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৫ আলোচনা করা হবে। অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন-উত্তর এই সাজেশনে দেওয়া হবে। অধিকহারে কমনের জন্য অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাজেশন গুলো অনুশীলন করা হতে পারে উত্তম উপায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়টির নাম হচ্ছে– রাজনৈতিক সমাজবিজ্ঞান। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৯১৫। এখানে, তোমাদের ক-বিভাগে প্রশ্নের সাথে উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. Sociology শব্দটির উৎসমূল কী?
উত্তর: Sociology শব্দটির উৎসমূল Latin শব্দ ‘Socious’ ও ‘Logos’।
২. রাজনৈতিক সমাজতত্ত্বের জনক কে?
উত্তর: রাজনৈতিক সমাজতত্ত্বের জনক ম্যাক্স ওয়েবার (Max Weber)।
৩. তিনজন রাজনৈতিক সমাজবিজ্ঞানীর নাম লেখ।
উত্তর: তিনজন রাজনৈতিক সমাজবিজ্ঞানী হলেন- ১. ইবনে খালদুন, ২. ডুর্খেইম ও ৩. মর্গান।
৪. ‘Democracy’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Democracy’ গ্রন্থের লেখক Henry Adams.
৫. ‘Political order in changing societies’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Political order in changing societies’ গ্রন্থের লেখক S. P. Huntington.
৬. ফ্লুয়েড হান্টার কে?
উত্তর: ফ্লুয়েড হান্টার আমেরিকার একজন সমাজকর্মী ও প্রশাসক।
৭. “Society means co-operation”- উক্তিটি কার?
উত্তর: “Society means co-operation”- উক্তিটি ম্যাকাইভারের।
৮. ‘Principles of Sociology’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Principles of Sociology’ গ্রন্থের লেখক সমাজবিজ্ঞানী গিডিংস (F.H. Giddings)।
৯. আদিবাসী সমাজ বলতে কী বুঝ?
উত্তর: আদিবাসী সমাজ বলতে এমন এক সামাজিক গোষ্ঠীকে বুঝায় যার মধ্যে বিভিন্ন উপজাতি, যাযাবর দল ও নানা উপগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে।
১০. দাসপ্রথা কত প্রকার ও কী কী?
উত্তর: দাসপ্রথা দুই প্রকার। যথা: গৃহদাস ও শিল্পদাস।
১১. সনাতন সমাজ কী?
উত্তর: যে সমাজ প্রাচীন প্রন্থা ও রীতিনীতি আঁকড়ে ধরে সেই সমাজকে সনাতন সমাজ হিসেবে অভিহিত করা হয়।
১২. আধুনিক সমাজের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: আধুনিক সমাজের দুটি বৈশিষ্ট্য হলো: যুক্তিভিত্তিক আইন, উন্নত প্রযুক্তি।
১৩. বাংলাদেশ কোন সমাজের অন্তর্ভুক্ত?
উত্তর: বাংলাদেশ রূপান্তরশীল সমাজের অন্তর্ভুক্ত।
১৪. প্রাতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ দাও।
অথবা, তিনটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর নাম লেখ।
উত্তর: প্রাতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ হলো- ১. আইনসভা ২. আমলাতন্ত্র, ৩. রাজনৈতিক দল।
১৫. দুইটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ দাও।
উত্তর: দুইটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ হলো -১. আইনসভা ও ২. রাজনৈতিক দল।
১৬. সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কোনটি?
উত্তর: সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন পরিবার।
১৭. এলিট কারা?
উত্তর: সমাজের একটি শ্রেণি যারা প্রাচীন ঐতিহ্য, দৈহিক শক্তি, সম্পদ, অর্থনৈতিক পদমর্যাদা, শিক্ষা ইত্যাদির মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব ভোগ করে তারাই এলিট।
১৮. এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন ভিলফ্রেডো প্যারেটো।
১৯. ক্ষমতার ভিত্তিতে এলিটকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর: ক্ষমতার ভিত্তিতে এলিটকে দুই ভাগে ভাগ করা যায় যথা: ১. শাসক এলিট, ২. অশাসক এলিট।
২০. ‘The Ruling Class’ -গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘The Ruling Class’ গ্রন্থটির লেখক মসকা।
২১. জন লকের একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: জন লকের একটি গ্রন্থের নাম হলো Treaties on Civil Government.
২২. ইবনে খালদুন কে?
উত্তর: ইবলে খালদুন মধ্যযুগের একজন বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী।
২৩ ‘Asabiya’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘Asabiya’ শব্দটির অর্থ সামাজিক সংহতি।
২৪. “The history of hitherto existing society is the history of class struggle.”- উক্তিটি কার?
উত্তর: “The history of hitherto existing society is the history of class struggle.”- উক্তিটি কার্ল মাকর্সের।
২৫. একটি সমাজের মানুষের জীবন প্রণালিকে এককথায় কী বলে?
উত্তর: একটি সমাজের মানুষের জীবন প্রণালিকে এককথায় রাজনৈতিক সামাজিকীকরণ বলে।
২৬. সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
উত্তর: সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার।
২৭. রাজনৈতিক সামাজিকীকরণের দুটি দৃশ্যমান মাধ্যমের নাম লেখ।
উত্তর: রাজনৈতিক সামাজিকীকরণের দুটি দৃশ্যমান মাধ্যমের নাম হলো- ১. টেলিভিশন ও ২. সংবাদপত্র।
২৮. সামাজিক মূল্যবোধ কী?
উত্তর: সামাজিক মূল্যবোধ বলতে সেসব রীতি-নীতির সমষ্টিকে। বুঝায়, যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে।
২৯. গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্তের উল্লেখ কর।
উত্তর: গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্ত ১. গতিশীল নেতৃত্ব, ২. জাতীয় স্বার্থের প্রাধান্য, ৩. জনমতের গুরুত্ব।
৩০. সামাজিকীকরণ কোন ধরনের প্রক্রিয়া?
উত্তর: সামাজিকীকরণ একটি গতিশীল সামাজিক প্রক্রিয়া।
৩১. সামাজিক স্তরবিন্যাস কী?
উত্তর: সামাজিক যে ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি, গোষ্ঠী, উঁচু-নিচু, ধনী-গরিব ও মর্যাদার ভিত্তিতে প্রভেদমূলক পদবিন্যাস সৃষ্টি করা হয় তাকে সামাজিক স্তরবিন্যাস বলে।
৩২. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?
উত্তর: রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলো ক্ষমতা লাভ করা।
৩৩. “সব রাজনৈতিক দলই স্বল্প ব্যক্তির দ্বারা গঠিত হয়।” উক্তিটি কার?
উত্তর: “সব রাজনৈতিক দলই স্বল্প ব্যক্তির দ্বারা গঠিত হয়।” উক্তিটি রবার্ট মিশেলসের।
৩৪. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য ১. গঠনমূলক সমালোচনা, ২. নির্দিষ্ট স্বার্থ হাসিল।
৩৫. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
৩৬. ‘Bureaucracy’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ‘Bureaucracy’ শব্দটি ফরাসি ‘Bureau’ এবং গ্রিক শব্দ ‘Kratein’ থেকে উৎপত্তি হয়েছে।
৩৭. ম্যাক্স ওয়েবার কোন গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন?
উত্তর: ম্যাক্স ওয়েবার ‘Essays in Sociology’ গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন।
৩৮. আমলাতন্ত্রের তিনটি সীমাবদ্ধতা লেখ।
উত্তর: আমলাতন্ত্রের তিনটি সীমাবদ্ধতা হলো- ১. জনস্বার্থ সম্পর্কে উদাসীন, ২. দীর্ঘসূত্রতা, ও ৩. অমানবিকতা।
৩৯. ‘Colore’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Colore’ শব্দের অর্থ কর্ষণ বা চাষ করা।
৪০. “আমরা যা তাই আমাদের সংস্কৃতি।”- উক্তিটি কার?
উত্তর: “আমরা যা তাই আমাদের সংস্কৃতি”- উক্তিটি ম্যাকাইভারের।
৪১. ‘A Contemporary Critique of Historical Materialism’ গ্রন্থটি কার রচনা?
উত্তর: ‘A Contemporary Critique of Historical Materialism’ গ্রন্থটির রচনা গিভেন্সের।
৪২. উপ-সংস্কৃতি কী?
উত্তর: উপ-সংস্কৃতি হলো বৃহত্তর সংস্কৃতির পরিমন্ডলে অপেক্ষাকৃত ক্ষুদ্রতর সংস্কৃতি।
৪৩. ‘The Civic Culture’ গ্রন্থের লেখক কে?
উত্তর: “The Civic Culture’ গ্রন্থের রচয়িতা জি.এ অ্যালমন্ড ও এস ভারবা (G.A Almond and S. Verba)
৪৪. ‘Ancient Society’ এর রচয়িতা কে?
উত্তর: ‘Ancient Society’ এর রচয়িতা লুইস হেনরি মর্গান।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. রাজনৈতিক সমাজবিজ্ঞান বলতে কী বুঝ?
২. সমাজের বৈশিষ্ট্যসমূহ লেখ।
৩. কৃষি সমাজের বৈশিষ্ট্য লেখ।
৪. সনাতন সমাজের বৈশিষ্ট্যসমূহ লেখ।
৫. আধুনিক সমাজ বলতে কী বুঝ?
৬. এলিটের শ্রেণিবিভাগ সংক্ষেপে আলোচনা কর।
অথবা, এলিটের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
৭. এলিট আবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
৮. কল্যাণমূলক রাষ্ট্র বলতে কী বুঝায়?
অথবা, কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা দাও।
৯. ‘আসাবিয়া’ বলতে কী বুঝ?
১০. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ওপেনহেইমারের ধারণা লেখ।
১১. উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কী?
১২. রাজনৈতিক সামাজিকীকরণ কী?
অথবা, রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কী বুঝ?
১৩. গণমাধ্যম কী?
১৪. রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বুঝ?
১৫. বর্ণ প্রথা বলতে কী বুঝ?
১৬. সামাজিক বৈষমোর ধারণাটি ব্যাখ্যা কর।
১৭. সামাজিক মূল্যবোধ বলতে কী বুঝ?
১৮. ক্ষমতা কী?
অথবা, ক্ষমতার সংজ্ঞা দাও।
১৯. সংস্কৃতির উপাদানসমূহ লেখ।
২০. রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক দলের সম্পর্ক কী?
২১. সভ্যতা কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
২. রাজনৈতিক সমাজবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
৩. রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৪. রাজনৈতিক সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
৫. পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।
৬. সনাতন ও আধুনিক সমাজের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
অথবা, সনাতন ও আধুনিক সমাজের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা কর।
৭. উত্তর আধুনিক সমাজের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৮. উন্নয়নশীল রাষ্ট্রে এলিট এর ভূমিকা পর্যালোচনা কর।
অথবা, উন্নয়নশীল রাষ্ট্রে এন্সিটের ভূমিকা মূল্যায়ন কর।
৯. বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণে এলিট তত্ত্বের পুরত্ব নিরূপণ কর।
১০. এমিল ডুর্খেইমের শ্রম বিভাজন তরুটি বর্ণনা কর।
১১. রাষ্ট্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা আলোচনা কর।
১২. রাজনৈতিক সামাজিকীকরণের বাধাসমূহ বর্ণনা কর।
১৩. বাংলাদেশের রাজনৈতিক সামাজিকীকরণের প্রকৃতি ব্যাখ্যা কর।
১৪. বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের ধরণসমূহ আলোচনা কর।
১৫. শ্রেণি ও শ্রেণিসংগ্রাম সম্পর্কে কার্ল মার্কসের ধারণা আলোচনা কর।
১৬. রাজনীতি বিশ্লেষণে গোষ্ঠী তত্ত্বের গুরুত্ব আলোচনা কর।
১৭. রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপন কর।
অথবা, চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের পার্থক্য আলোচনা কর।
১৮. আমলাতন্ত্র কী? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।
অথবা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।
১৯. “অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ।”- ব্যাখ্যা কর।
২০. আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা আলোচনা কর।
২১. ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা কর।
২২. সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য বর্ণনা কর।
অথবা, সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য আলোচনা কর।
২৩. রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা কর
২৪. বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
কোর্সটিকায় আজকে রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনাকৃত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলো চর্চার মাধ্যমে তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে বলে আমরা আশাবাদী। এখানে তোমরা ক-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে। খ ও গ-বিভাগের উত্তরগুলো বইয়ে খুঁজলেই পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post