রানার কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর : রানার কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনের চিঠি পৌছে দেওয়া । রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাজের বাধা হয়ে ওঠে না। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক – নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয়। চিঠি মানেই সুখে-আনন্দে, দুঃখে-শোকে ভরা সংবাদ।
এই সংবাদের জন্যেই অপেক্ষায় থাকে প্রিয়জনরা। প্রিয়জনদের কাছে যথাসময়ে এই খবর পৌছে দেওয়া অত্যন্ত জরুরি। রানারদের তাই ক্লান্তি নেই, অবসর নেওয়ার অবকাশ নেই। তারা ছুটছেন তো ছুটছেনই। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসেবে কতটা মহত, কবিতাটিতে এই ভাবনারই প্রতিফলন লক্ষ করা যায়।
রানার কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট আফিস স্থাপন করিয়াছেন। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে।
ক. রানারের কাঁধে কীসের বোঝা?
খ. রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়ার মত মনে হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের পোস্টমাস্টার এবং ‘রানার’ কবিতার রানারের অমিল তুলে ধর।
ঘ. “উদ্দীপকের পোস্টমাস্টার কোনোভাবেই ‘রানার’ কবিতার রানারের প্রতিনিধিত্ব করে না।”-উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সামাদ সাহেব ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে ৩০ বছর যাবৎ কর্মরত আছেন। সবার আগে অফিসে আসেন এবং সবশেষে অফিস ত্যাগ করেন। একদিন ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে অপরাহ্নে তিনি বাড়ি যান। পরদিন যথাসময়ে তিনি পুনরায় ফিরে আসেন। তার কারণে কারো এতটুকু কষ্ট যাতে না হয় সে ব্যাপারে তিনি বেশ সচেতন।
ক. রানার ভোরে কোথায় পৌঁছে যাবে?
খ. ‘রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে । রানার কেন ছোটে?
গ. উদ্দীপকের সামাদ সাহেবের মাঝে “রানার’ কবিতার রানার চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. “সামাদ সাহেব রানার চরিত্রের বিশেষ দিককে ধারণ করলেও রানার স্বতন্ত্র মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
সৃজনশীল প্রশ্ন ৩ :
আমি যেন সেই বাতিওয়ালা,
সে সন্ধ্যায় রাজপথে-পথে বাতি জ্বালিয়ে ফেরে
অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামাথ্য,
ডনজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার।
ক. রানার কী পিছনে ফেলে সামনে চলে?
খ.‘জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে’-কথাটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকটি ‘রানার’ কবিতার কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকে ‘রানার’ কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে, সম্পূর্ণ বিষয় নয়।”-উক্তিটির যথার্থতা প্রমান কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : কার জামাটা ময়লা হয়েছে, কে চা খাবে, কখন খালাআম্মাকে ওষুধ খাওয়াতে হবে-প্রায় সব কাজ একা সামলায় দশ বছরের ফুলি। বাড়িরর সকলের প্রতি তার সমান দায়িত্ব। বাইরের কোনো মানুষ দেখে বুঝতেই পারবে না যে সে এ বাড়িরর কাজের মেয়ে। বাড়ির সবাই তাকে অনেক আদর-যত্নে রেখেছে। ফুলির সামান্য সর্দি-জ্বরে সবাই অস্থিও হয়ে ওঠে। ফুলি নিজেকে খুব ভাগ্যবতী মনে করে।
ক. রানারের কাজ কী?
খ. রানার সূর্য ওঠাকে ভয় পায় কেন?
গ. উদ্দীপকের ‘ফুলি’ ও ‘রানার’ কবিতার রানারের সাদৃশ্য কাথায়? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের বাড়ির লোকজন যেন ‘রানার’ কবিতার কবির চেতনারই ধারক।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ :
সভ্যতা গড়েছি আমি / শ্রমে আর ঘামে
সভ্যতার পাঁজরে আমি / বুনেছি আমার নামে।
হে পৃথিবী শোন্ / পানির দামে বেচেছি আমি
শরীরের সব নূন। / আমি সেই হতভাগ্য শ্রমিক
আমি চাই, পৃথিবী আমার ঘামের মূল্য দিক ……।
ক. পৃথিবীটাকে রানারের কালো ধোঁয়া মনে হয় কেন?
খ. রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার – চরণটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের নিঃস্ব কাতরের সাথে ‘রানার’ কবিতার রানারের সাদৃশ্য কীসে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষ চরণ ‘রানার’ কবিতার বিশেষ একটি দিককে প্রতিফলিত করেছে – মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৬ :
রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে
রানার চলেছে রানার।
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার
দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার।
কাজ নিয়েছে সে নতুন খবর আনার।
ক. “ফটিক জল” শব্দের অর্থ কী?
খ. “সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আশেই” – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকটি ‘ঝর্ণার গান’ কবিতার সমগ্র ভাব ধারন করে না।” – মন্তব্যটির সত্যতা বিচার কর।
সৃজনশীল প্রশ্ন ৭. সভ্যতা গড়েছি আমি
শ্রমে আর ঘামে-
সভ্যতার পাঁজর আমি
বুনেছি আমার নামে।
পৃথিবী শোন,
পানির দামে বেচেছি আমি
শরীরের সব নুন।
আমি সেই নিঃস্ব কাতর হতভাগ্য শ্রমিক
আমি চাই, পৃথিবী আমার ঘামের মূল্য দিক।
ক. রানারের গন্তব্য কোথায়?
খ. রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকের সঙ্গে ‘রানার’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকের কবির মনোবাসনা ‘রানার’ কবিতায় সম্পূর্ণভাবে প্রফিলিত হয়নি’- মন্তব্যটি বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ৮. একটি সাদা ল্যান্ড ক্রুজার গাড়ির (ঢাকা মেট্রো-ঘ-১১-০৩৫৮) ধাক্কায় নিহত হয় মো. রাজ নামের ৯ বছরের এক স্কুলছাত্র। এ সময় ঘটনাস্থলে যাত্রাবাড়ী থানার এক উপপরিদর্শক পুলিশের একটি পিকআপসহ উপস্থিত ছিলেন। তিনিই গাড়িটিকে সেখান থেকে চলে যেতে সাহায্য করেন। রাজের পরিবার যাত্রাবাড়ী থানায় ল্যান্ড ক্রুজার গাড়িটির নম্বর দেয়। কিন্তু পুলিশ এ ঘটনায় কোনো মামলা নেয়নি। পুলিশের দায়িত্ব ও কর্তব্য যেখানে দুর্ঘটনাকবলিত মানুষকে উদ্ধার করা এবং দুর্ঘটনার তদন্ত করা, সেই পুলিশই দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার না করে অপরাধেেীদর পালানোয় সাহায্য করায় তাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজের স্বজন ও এলাকাবাসী বলছে, ঘটনাস্থলে পুলিশের দুটি গাড়ি ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তারা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সে প্রাণে বেঁচে যেত।
ক. দরদে কার চোখ মিটিমিটি কাঁপে?
খ. ‘এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও’ – উদ্ভিটি বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের পুলিশের সাথে ‘রানার’ কবিতার রানারের বৈসাদৃশ্য তুলে ধরো।
ঘ. ‘রানার’ কবিতার রানারের মতো মানুষ দেশের সম্পদ হলেও উদ্দীপকের পুলিশের মতো মানুষ দেশের জন্য অভিশাপ- মন্তব্যটি বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ৯. সিএনলিচালক বাদল মিয়া পরিশ্রমী মানুষ। সকাল থেকে মধ্যরাত অবধি সে যাত্রী আনা-নেওয়া করে। সে গাড়ির মিটার অনুযায়ী ভাড়া রাখে। একদিন সন্ধ্যায় এক যাত্রী নেমে যাওয়ার পর সে যাত্রীর আসনের নিচে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখে। মালিকের নামধাম জানতে সে মানিব্যাগটি খুললে তাতে এক হাজার টাকার দশটি নোট দেখতে পায়। সে এই টাকা নেয় না, বরং মানিব্যাগে পাওয়া কার্ডের নাম্বারে যোগাযোগ করে তা ফিরিয়ে দেয়।
ক. কার দুঃখের চিঠি কেউ কোনোদিনও পড়বে না?
খ. ‘এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ’- উদ্ভিটির তাৎপর্য কী?
গ. উদ্দীপকের বাদল মিয়ার মাঝে ‘রানার’ কবিতার রানারের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দিষ্ট দিকটিই রানার চরিত্রের একমাত্র দিক নয় মন্তব্যটি বিচার করো।
সৃজনশীল প্রশ্ন ১০. প্রদীপ স্কুলের হোস্টেলের ধোপা। ছাত্রদের কাপড় ধোলাই করে ইস্ত্রি করে দেয়। প্রতিদিন কাপড় ধুয়ে রাতভর ইস্ত্রি করে ভোরে ছাত্রদের কক্ষে পৌঁছে দেয়। পরিষ্কার ধবধবে কাপড় পরে ছাত্ররা জাতীয় সঙ্গীতে সারিবদ্ধভাবে দাঁড়ালে তার খুব ভাল লাগে। সে বৃহস্পতিবার বাড়ি যায় এবং শুক্রবার বিকেলে চলে আসে। তার অবহেলার কারণে কাউকে যেন ময়লা কাপড়ে স্কুলে যেতে না হয় সে ব্যাপারে খুব সচেতন সে। একবার শীতের সময় খুব অসুস্থ অবস্থায় তাকে কাজ করতে দেখে হোস্টেল সুপার নিজে তাকে ছুটি দিয়ে দেন।
ক. রানার কী কাজ নিয়েছে?
খ. রানার সূর্য ওঠাকে ভয় পায় কেন?
গ. উদ্দীপকে প্রদীপের কাজে ‘রানার’ কবিতার রানার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের হোস্টেল সুপার কবির প্রত্যাশা পূরণ করেছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১১. কার জামাটা ময়লা হয়েছে, কে চা খাবে, কখন খালাম্মাকে ওষুধ খাওয়াতে হবে প্রায় সব কাজ একা সামলায় দশ বছরের ফুলি। বাড়ির সকলের প্রতি তার সমান দায়িত্ব। বাইরের কোনো মানুষ দেখে বুঝতেই পারবে না যে সে এ বাড়ির কাজের মেয়ে। বাড়ির সবাই তাকে অনেক আদর যতেœ রেখেছে। ফুলির সামান্য সর্দি-জ্বরে সবাই অস্থির হয়ে ওঠে। ফুলি নিজেকে খুব ভাগ্যবতী মনে করে।
ক. রানারের কাজ কী?
খ. রানারের কাছে পৃথিবীটা ‘কালো ধোঁয়া’ মনে হয় কেন?
গ. উদ্দীপকের ‘ফুলি’ ও ‘রানার’ কবিতার রানারের সাদৃশ্য কোথায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বাড়ির লোকজন যেন ‘রানার’ কবিতার রচয়িতার চেতনারই ধারক’- মন্তব্যটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১২. রোদ-বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া কোনো কিছুতেই বিরাম নেই ট্রাফিক পুলিশ হাশেম সাহেবের। রোদ-ঝড়-বৃষ্টি সব উপেক্ষা করে জনগণের জন্য যানজট ও নিরাপদ সড়ক রাখার আপ্রাণ চেষ্টা তার। পরিবারকে সময় দেওয়ার মতো সময় নেই তার, বেতন যা পান তাও নম আনতে পান্তা ফুরায় দৃশ্য। তার কলেজপড়–য়া ছেলে প্রায়ই আক্ষেপ করে বলে “বাবা, এবার একটু নিজের দিকে, স্ত্রী-সন্তানের দিকে মন দাও।”
ক. রানার কী হাতে চলেছে?
খ. শপথের চিঠি’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে হাশেম সাহেবের মধ্যে ‘রানার’ কবিতার কোন দিকটি ফুটে উটেছে? ব্যাখ্যা করো।
ঘ. হাশেম সাহেবের ছেলের কণ্ঠে যেন কবি সুকান্তের সুর ধ্বনিত হয়েছে বিশ্লেষণ করো।
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সুভা
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : ঝর্ণার গান
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বই পড়া
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : অভাগীর স্বর্গ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পয়লা বৈশাখ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমার পরিচয়
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পল্লিসাহিত্য
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শিক্ষা ও মনুষ্যত্ব
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নিমগাছ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মমতাদি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আম আঁটির ভেঁপু
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : প্রবাস বন্ধু
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বহিপীর
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কাকতাডুয়া
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : একাত্তরের দিনগুলি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পল্লি জননী
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : জীবন সঙ্গীত
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সেইদিন এই মাঠ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কপোতাক্ষ নদ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বঙ্গবাণী
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : রানার
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মানুষ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : জুতা আবিষ্কার
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : উপেক্ষিত শক্তির উদ্বোধন
এসএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post