এসএসসি ২০২৬ রানার কবিতার mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের জন্য রানার কবিতার mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৬ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৬ রানার কবিতার mcq প্রশ্ন উত্তর
১. রানারের কাছে পৃথিবীটা ‘কালো ধোঁয়া’ মনে হয় কেন?
ক. মেঘাচ্ছন্ন থাকায়
খ. অভাবের তাড়নায়
গ. সূর্য না ওঠায়
ঘ. কলকারখানার কারণে
২. সুকান্ত ভট্টাচার্যের লেখায় কাদের কথা বলা হয়?
ক. রাজনৈতিক নেতাদের
খ. তরুণদের
গ. ছাত্র সমাজের
ঘ. নিপীড়িত গণমানুষের
৩. রানার কী বোঝাই করে চলেছে?
ক. নতুন খবর
খ. চিঠি আর সংবাদ
গ. টাকা-পয়সা
ঘ. শস্যকণা
৪. রানারের দুঃখ কে জানবে?
ক. পথের তৃণ
খ. অন্ধকার
গ. তারায় ভরা
ঘ. নির্জন
৫. ‘রানার’ কবিতায় রানার দস্যুর চেয়ে কাকে বেশি ভয় পায়?
ক. রাত্রিকে
খ. আঁধারকে
গ. দুঃখের প্রহরকে
ঘ. সূর্য ওঠা
৬. ‘রানার’ কবিতায় বিশালতা বোঝাতে রানারের বোঝাটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
ক. জাহাজের
খ. পাহাড়ের
গ. মেঘের
ঘ. পর্বতচূড়ার
৭. কী আকাশ ছুঁয়েছে?
ক. রানারের হতাশা
খ. রানারের ক্ষোভ
গ. রানারের স্বপ্ন
ঘ. রানারের ক্লান্ত শ্বাস
৮. ‘রানার’ কবিতায় ‘মেল’ শব্দটি কোন ভাষাজাত?
ক. ইংরেজি
খ. ফারসি
গ. আরবি
ঘ. বাংলা
৯. কিসে মাটি ভিজে গেছে?
ক. বৃষ্টিতে
খ. শিশিরে
গ. ঘামে
ঘ. অশ্রুতে
১০. ‘অল্প দাম’ শব্দটি ‘রানার’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. চিঠি
খ. খবর
গ. বেতন
ঘ. উপহার
১১. দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?
ক. চাকরি হারানোর জন্য
খ. ডাক না পাওয়ার ভয়ে
গ. বাড়ি ফেরার তাড়া থাকায়
ঘ. দায়িত্ববোধের কারণে
১২. কবি সুকান্ত ছিলেন-
ক. নাগরিক কবি
খ. মানবতাবাদী কবি
গ. রোমান্টিক কবি
ঘ. চারণ কবি
১৩. ‘ঘুম নেই’ কার রচিত গ্রন্থ?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. আল মাহমুদ
গ. মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ. শামসুর রাহমান
১৪. সুকান্ত ভট্টাচার্যের ‘হরতাল’ কোন জাতীয় গ্রন্থ?
ক. রাজনৈতিক
খ. সংগীত
গ. নাটক
ঘ. কাব্য
১৫. কত সালে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান?
ক. ১৩৫৪ বঙ্গাব্দে
খ. ১৩৫৫ বঙ্গাব্দে
গ. ১৩৬৪ বঙ্গাব্দে
ঘ. ১৩৬৫ বঙ্গাব্দে
১৬. ১৩৫৬ বঙ্গাব্দের কত তারিখে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান?
ক. ২৫ শে বৈশাখ
খ. ২৯ শে বৈশাখ
গ. ১১ জ্যৈষ্ঠ
ঘ. ২২ শে শ্রাবণ
১৭. কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন?
ক. ৪১ বছর বয়সে
খ. ৩১ বছর বয়সে
গ. ২১ বছর বয়সে
ঘ. ২০ বছর বয়সে
১৮. বাংলা সাহিত্যে কাকে ‘কিশোর কবি’ বলা হয়?
ক. সুকান্ত ভট্টাচার্যকে
খ. কাজী নজরুল ইসলামকে
গ. আল মাহমুদকে
ঘ. শামসুর রহমানকে
১৯. ‘রানার’ শব্দটি ‘রানার’ কবিতার কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. দৌড়বিদ
খ. ডাক হরকরা
গ. বোঝাই জাহাজ
ঘ. ভোরে সূর্য
২০. রানার কী জানে না?
ক. পড়ালেখা
খ. আদব-কায়দা
গ. কোনো নিষেধ
ঘ. পথ চলা
২১. ‘নিষেধ’ শব্দটি ‘রানার’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সতর্ক বার্তা
খ. প্রতিবন্ধকতা
গ. অশুভ লক্ষণ
ঘ. ভয়
২২. ‘দিগন্ত থেকে দিগন্তে ছোট রানার’ চিত্রকল্পে মূর্ত হয়েছে-
ক. দুরন্ত রানারের বহু দূরের পথ চলা
খ. রানারের সীমাহীন পথে ছোটা
গ. দিগন্ত পরিবহনে রানারের চলাফেরা
ঘ. এটি একটি কাব্যিক ব্যঞ্জনা
২৩. ‘নতুন খবর আনার’ কাজ নিয়েছে কে?
ক. রাজনীতিবিদ
খ. বুদ্ধিজীবী
গ. রানার
ঘ. ছাত্র সমাজ
২৪. ‘রাত’ শব্দটি ‘রানার’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. রাত্রি
খ. আঁধার
গ. অস্পষ্টতা
ঘ. দুঃখের প্রহর
২৫. ‘রানার’ কবিতায় ব্যবহৃত ‘সূর্য’ কিসের প্রতীক?
ক. সমৃদ্ধ ভবিষ্যতের
খ. ডাক পৌঁছার
গ. দিনের সূচনার
ঘ. কাজ শেষ হওয়ার
২৬. রানার পৃথিবীটাকে কী মনে করে?
ক. আলোকময়
খ. দুর্বিষহ
গ. পুষ্পকশয্যা
ঘ. কালো ধোঁয়া
২৭. রানারের পিঠে কিসের বোঝা?
ক. চিঠির
খ. খবরের
গ. টাকার
ঘ. দুঃখের
২৮. রানার তার পিঠের টাকা ছুঁতে পাবে না কেন?
ক. ভয়ে
খ. দায়িতবোধের কারণে
গ. ঘৃণায়
ঘ. শ্রদ্ধায়
২৯. রানারের পথ চলায় রাত কেমন?
ক. নির্জন
খ. অন্ধকার
গ. তারায় ভরা
ঘ. আলোকময়
৩০. ‘রানার’ কবিতায় ব্যবহৃত ‘কালো রাত্রির খাম’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. শোষণ বঞ্চনা
খ. ক্লান্তি হতাশা
গ. অবজ্ঞা অবহেলা
ঘ. দুঃখে শোকে
এসএসসি-২০২৬ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৬ রানার কবিতার mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post