জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তোমরা যারা ইতোমধ্যেই উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্সে পদার্পণ করেছ, তোমাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। রাষ্ট্রবিজ্ঞান অনার্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রয়্যাল সাবজেক্ট। আজ আমরা কোর্সটিকায় তোমাদের জন্য অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা তুলে ধরবো। এখানে তোমরা তোমাদের বইগুলো সম্পর্কে জানতে পারবে।
শিক্ষার্থীরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তোমরা বিভিন্ন বিষয়ের বই পড়লেও এখন যেহেতু তোমরা অনার্সের শিক্ষার্থী, তাই তোমাদের নির্দিষ্ট একটি বিষয়ের বই পড়তে হবে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও ঠিক তোমাদের বিষেশায়িত বিষয়গুলো অধ্যায়ন করতে হবে।
অনার্স প্রথম বর্ষে রাষ্ট্রবিজ্ঞানে মোট ৫টি মেজর বিষয় রয়েছে। এই ৫টি বিষয় তোমাদের জন্য বাধ্যতামূলক। এর বাইরে আরো ৩টি বিষয় রয়েছে। যার মধ্যে থেকে তুমি যেকোন একটি বিষয় নিজের পছন্দমত বেছে নিতে পারবে। অর্থাৎ প্রথম বর্ষে তোমাকে মোট ৬টি বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে।
অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
তোমরা হয়তো অনেকেই জানো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোর্সটিকা তোমাদের অ্যাকাডেমিক বিষয়গুলোতে সফলতার সাথে সাহায্য করে আসছে। এখন তোমরা অনার্সের শিক্ষার্থী। পূর্বের ধারাবাহিকতায় একইভাবে তোমরা অনার্সেও কোর্সটিকা থেকে যথেষ্ট সাহায্য পাবে। কোর্সটিকায় আমরা অনার্সের সকল বর্ষের সকল বিষয়ের পূর্ণাঙ্গ নোট ও সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে।
মেজর অংশ
১. রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন – ২১১৯০১
২. পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা – ২১১৯০৩
৩ প্রধান বৈদেশিক সরকারসমূহ: যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স – ২১১৯০৫
৪. লোকপ্রশাসন পরিচিতি – ২১১৯০৭
৫. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – ২১১৫০১
নন মেজর অংশ
৬. সমাজবিজ্ঞান পরিচিতি – ২১২০০৯
৭. সমাজকর্ম পরিচিতি – ২১২১১১
৮. অর্থনীতি মৌলনীতি- ২১২১১১
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন
১. ‘Polis’ শব্দের অর্থ কি?
উত্তর: ‘Polis’ শব্দের অর্থ নগর বা নগর রাষ্ট্র।
২. ‘Man is born free but everywhere he is in Ricky chains.’- উক্তিটি কার?
উত্তর: উক্তিটি যে জ্যাক রুশোর উক্তি।
৩. রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর: রাষ্ট্রের প্রধান উদ্দেশ্যর জনগণের কল্যাণ সাধন করা।
৪. ‘রাষ্ট্র’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: ‘রাষ্ট্র’ শব্দটি নিকোলো মেকিয়াভেলি প্রথম ব্যবহার করেন।
৫. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহনযোগ্য মতবাদ কোনটি?
অথবা, রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
উত্তর: রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
৬. জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
উত্তর: জন অস্টিন ‘Lectures On jurisprudence’ গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন।
৭. ‘রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছেই হচ্ছে সার্বভৌমত্ব।’- এটি কার উক্তি?
উত্তর: সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা।- এটি উইলোবির উক্তি।
৮. ‘নিজের উপর নিজের দেহ ও মনের ওপর ব্যক্তির সার্বভৌম।’— কে বলেছেন?
উত্তর: ‘নিজের উপর নিজের দেহ ও মনের ওপর ব্যক্তির সার্বভৌম।’— জে. এস. মিল বলেছেন।
৯. সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে?
উত্তর: সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা অধ্যাপক লাস্কি।
১০. হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
উত্তর: হল্যান্ডের মধ্যে আইনের উৎস ৬টি।
পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
১. পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায়?
উত্তর: পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার সূত্রপাত প্রাচীন গ্রিসে।
২. গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর: গ্রীক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য হল যুক্তিকে প্রাধান্য দান।
৩. “সদগুণই জ্ঞান।”- উক্তিটি কার?
উত্তর: `Virtue is Knowledge.’- এ মূলনীতিটি সক্রেটিসের।
৪. প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কে?
উত্তর: প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে দার্শনিক রাজা।
৫. “শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন; আবার শাসক যখন দুর্নীতিপরায়ন আইন তখন নিরর্থক।”- উক্তিটি কার?
উত্তর: “শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন; আবার শাসক যখন দুর্নীতিপরায়ন আইন তখন নিরর্থক।”- উক্তিটি দার্শনিক প্লেটোর।
৬. ‘দ্যা রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম কি?
উত্তর: ‘দ্যা রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম `Concerning Justice.’
৭. প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন?
উত্তর: প্লেটো সম্পত্তি পারিবারিক ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন।
৮. অ্যারিস্টোটলের মতে উত্তম সরকার কোনটি?
অথবা, অ্যারিস্টোটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি?
উত্তর: এরিস্টটলের মতে উত্তম সরকার পলিটি বা মধ্যতন্ত্র।
৯. পলিটিক কি?
উত্তর: এরিস্টটলের মতে পলিটি হল সর্বোত্তম সরকার ব্যবস্থা।
১০. কোন দার্শনিক প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল?
উত্তর: সিসেরো প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল।
প্রধান বৈদেশিক সরকারসমূহ
১. ম্যাগনাকার্টা কি?
উত্তর: ম্যাগনাকার্টা হলো ব্রিটিশ গণতন্ত্র ও ব্যক্তি-স্বাধীনতার ভিত্তি।
২. কখন ব্রিটিশ পার্লামেন্ট অধিকারের বিল প্রণীত হয়?
উত্তর: 1689 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে অধিকারের বিল প্রণীত হয়
৩. ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
উত্তর: বৃটেনের গৌরবময় বিপ্লব 1688 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়।
৪. প্রিভি কাউন্সিল কি?
উত্তর: যুগে রাজাকে পরামর্শও শাসনকার্যে সাহায্যদানের জন্য ইউরিয়া রেজিস নামে যে ক্ষুদ্র পরিসরে ছিল এবং পরবর্তীতে এ পরিষদের বিভাগটি শাসন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে পারত তাই প্রিভি কাউন্সিল নামে পরিচিত।
৫. ‘‘আমরা একটি সংবিধানের অধীন কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান।’’- কে বলেছেন?
উত্তর: আমরা একটি সংবিধানের অধীন কিন্তু বিচারপতিরা যা বলে তাই সংবিধান বিচারপতি হিউজেস বলেছেন।
৬. কাকে তুলনামূলক রাজনীতির জনক বলা হয়?
উত্তর: তুলনামূলক রাজনীতির জনক বলা হয় গ্রিক দার্শনিক এরিস্টটলকে
৭. ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রয়েছে?
উত্তর: ব্রিটেনের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বই সমূহ
৮. লর্ড সভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর: লোকসভায় লর্ড সভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর
৯. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি?
উত্তর: ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল কমন্স সভা।
১০. ব্রিটেনে সর্বোচ্চ আপিল আদালত কি?
উত্তর: বৃটেনের সর্বোচ্চ আপিল আদালত।
লোকপ্রশাসন পরিচিতি
১. `Administration’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: `Administration’ শব্দটি ল্যাটিন `Ad’ এবং `Mimistiare’ শব্দদ্বয় থেকে এসেছে।
২. ল্যাটিন ‘Mimistiare’ শব্দটির অর্থ কী?
উত্তর: ল্যাটিন ‘Mimistiare’ শব্দটির অর্থ ব্যবস্থপনা।
৩. লোকপ্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লোকপ্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
৪. লোক প্রশাসনের জনক কে? তিনি কোন দেশের নাগরিক?
উত্তর: লোক প্রশাসনের জনক উড্রো উইলসন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
৫. ASPA এর পূর্ণরূপ কি?
উত্তর: ASPAএর পূর্ণরূপ হল- American Society for Public Administration.
৬. POSDCORB এর প্রবক্তা কে?
উত্তর: POSDCORB এর প্রবক্তা বলা হয় লুথার গুলিককে।
৭. CPA এর পূর্ণরূপ কি?
উত্তর: CPA এর পূর্ণরূপ হল Comparative Public Administration.
৮. ‘Interjection to The Study of Public Administration’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Interjection to The Study of Public Administration’ গ্রন্থটি রচয়িতা এল. ডি. হোয়াইট।
৯. ‘Administration Behavior’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Administration Behavior’ গ্রন্থটির রচয়িতা H. A. Simon.
১০. লোকপ্রশাসনে কে ক্লাসিক্যাল মতবাদে প্রবর্তন করেন?
উত্তর: লোকপ্রশাসনের লুথার গুলিক ক্লাসিক্যাল মতবাদের প্রবর্তন করেন।
অর্থনীতি মৌলনীতি
১. অর্থনীতির জনক কে?
উত্তর: অর্থনীতির জনক ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।
২. মিশ্র অর্থব্যবস্থা কি?
উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় একদিকে ব্যক্তিস্বাধীনতা বা বেসরকারি উদ্যোগ এবং অন্যদিকে সরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।
৩. চা ও কফি কি ধরনের দ্রব্য?
উত্তর: চাও কফি পরিবর্তক দ্রব্য।
৪. পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের উদাহরণ দাও।
উত্তর: চা ও কফি পরিবর্তক এবং চা ও চিনি পরিপূরক দ্রব্য।
অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
৫. কোন দ্রব্যের নাম স্থির থেকে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা কেন স্থানান্তর হয়?
উত্তর: ভোক্তার চাহিদা বৃদ্ধি পায়, যার ফলে চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হয়।
৬. চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি লেখ
উত্তর: স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি হল– (PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
৭. MRS কাকে বলে?
উত্তর: দুটি দ্রবের মধ্যে একটি অতিরিক্ত একক পাওয়ার জন্য আর একটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্পন হার (MRS) বলে।
৮. মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত?
উত্তর: শূণ্য।
৯. প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কত হবে?
উত্তর: প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হবে।
১০. উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি?
উত্তর: উৎপাদনের উপকরণ ৪টি। যথা- ১. ভূমি, ২. শ্রম, ৩. মূলধন ও ৪. সংগঠন।
শিক্ষার্থীরা, উপরে আমরা অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের নমুনা তুলে ধরেছি। তোমরা প্রতিটি বিষয়ের সাজেশন সংগ্রহ করতে পারবে। প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে তোমরা উক্ত বিষয়ের সাজেশন পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post