জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষার সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: মৌখিক পরীক্ষা, বিষয় কোড: ২৪১৯১৮।
রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষার সাজেশন
রাজনৈতিক তত্ত্ব : পরিবর্তন ও ধারাবাহিকতা -২৪১৯০১
১. তত্ত্ব কী?
উত্তর : তত্ত্ব হলো কোনো সামাজিক ঘটনা সম্পর্কে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হওয়ার বৈজ্ঞানিক উপায় বা কৌশল।
২. রাজনৈতিক তত্ত্ব কী?
উত্তর : রাজনৈতিক তত্ত্ব হলো রাষ্ট্র ও রাজনৈতিক বিষয়ানি সম্পর্কিত বিভিন্ন ধারণা বা মতামত।
৩. রাজনৈতিক তত্ত্ব সাধারণত কত প্রকার ও কী কী?
উত্তর : রাজনৈতিক তত্ত্ব সাধারণত দুপ্রকার। যথা: ১. অভিজ্ঞতামূলক ও ২. আদর্শমূলক।
৪. তত্ত্ব গঠনে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় কোনটি?
উত্তর : তত্ত্ব গঠনে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো গবেষণা।
৫. ‘The Political System’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘The Political System’ গ্রন্থের লেখক ডেভিড ইস্টন (David Easton)।
৬. সিস্টেম তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : সিস্টেম তত্ত্বের প্রবক্তা ডেভিড ইস্টন (David Easton)।
৭. প্রত্যয় কী?
উত্তর : প্রত্যয় হচ্ছে সার সংকলন, যা চিন্তা ও অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণযোগ্য মানসিক সত্তাকে সংগঠিত করে।
৮. পদ্ধতি কাকে বলে?
উত্তর : পদ্ধতি বলতে সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল কার্যপ্রণালিকে বুঝায়।
৯. ‘পদ্ধতির’ ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : ‘পদ্ধতির’ ইংরেজি প্রতিশব্দ Approach / Method.
১০. Approach অর্থ কী?
উত্তর : Approach অর্থ পদ্ধতি, পন্থা, অভিগমন ইত্যাদি।
বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন -২৪১৯০৩
১. স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম উল্লেখ কর।
উত্তর : স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম হলো— ১. ঐতিহাসিক পদ্ধতি ও ২. দার্শনিক পদ্ধতি।
২. স্থানীয় স্বায়ত্তশাসন কী?
উত্তর : একটি ক্ষুদ্র এলাকার জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এবং স্বীয় প্রক্রিয়ায় পরিচালিত শাসনই স্থানীয় স্বায়ত্তশাসন।
২. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ দাও।
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি উদাহরণ হলো- ১. ইউনিয়ন পরিষদ ও ২, উপজেলা পরিষদ।
৩. প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কী?
উত্তর : প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হলো স্থানীয় শাসন।
৪. স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
উত্তর : স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ।
৫. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কী?
উত্তর : একটি ক্ষুদ্র এলাকার জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এবং নিজস্ব প্রক্রিয়াতে পরিচালিত সরকারই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার।
৬. ১৯১৯ সালে কোন আইন পাস করা হয়?
উত্তর : ১৯১৯ সালে ‘বঙ্গীয় গ্রাম স্বায়ত্তশাসন আইন’ পাস করা হয়।
৭. কত সালে ‘মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করা হয়?
উত্তর : ১৯৫৯ সালের ২৭ অক্টোবর ‘মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ’ জারি করা হয়।
৮. ‘মৌলিক গণতন্ত্র’ প্রবর্তন করেন কে?
উত্তর : ‘মৌলিক গণতন্ত্র’ প্রবর্তন করেন জেনারেল আইয়ুব খান।
৯. কত সালে বাংলাদেশে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৭২ সালের ২০ জানুয়ারি বাংলাদেশে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়।
১০. বাংলাদেশে স্থানীয় সরকারের কয়টি স্তর?
উত্তর : বাংলাদেশে স্থানীয় সরকারের স্তর তিনটি।
সরকার নীতি পরিচিতি -২৪১৯০৫
১. সরকারি নীতি কী?
উত্তর : সরকার তার দেশের বা জনগণের কল্যাণের জন্য যেসব পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ করে তাকে Public policy বা সরকারি নীতি বলে।
২. ‘নীতি’ শব্দের অর্থ কী?
উত্তর : নীতি শব্দের অর্থ সিদ্ধান্তের দিকনির্দেশনা, সংগতি ও ধারাবাহিকতা।
৩. ‘Public Policy’ এর বাংলা অর্থ কী?
উত্তর : Public Policy এর বাংলা অর্থ সরকারি নীতি।
৪. সরকারি নীতিতে মূল অ্যাক্টর কারা?
উত্তর : সরকারি নীতিতে মূল অ্যাক্টর হলো জনগণ।
৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তর : মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব।
৬. জননীতির মূল নিয়ামক কারা?
উত্তর : জননীতির মূল নিয়ামক জনগণ।
৭. সরকারি নীতি অধ্যয়নে তিনটি পদ্ধতির নাম উল্লেখ কর।
উত্তর : সরকারি নীতি অধ্যয়নে তিনটি পদ্ধতি হলো— ১. সিস্টেম পদ্ধতি, ২. গোষ্ঠী পদ্ধতি ও ৩. কার্যগত পদ্ধতি।
৮. বাংলাদেশের দুটি সেবা খাতের উল্লেখ কর।
উত্তর : বাংলাদেশের দুটি সেবা খাত হলো— ১. শিক্ষা ও ২. স্বাস্থ্য।
৯. ‘Understanding Public Policy’ কে লিখেছেন?
উত্তর : ‘Understanding Public Policy’ গ্রন্থটি লিখেছেন টমাস আর. ডাই (Thomas R. Dye )।
১০. ‘Public Policy Making’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘Public Policy Making’ গ্রন্থের রচয়িতা হলেন জে. ই এন্ডারসন।
পূর্ব এশিয়ায় সরকার ও রাজনীতি : চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া -২৪১৯০৭
১. চীনের রাষ্ট্রীয় নাম কী?
উত্তর : চীনের রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী চীন।
২. চীনের স্থানীয় নাম কী?
উত্তর : চীনের স্থানীয় নাম ঝুংঘু।
৩. কখন চীন স্বাধীনতা লাভ করে?
উত্তর : ১৯৪৯ সালের ১ অক্টোবর চীন স্বাধীনতা লাভ করে।
৪. কনফুসিয়াসের আসল নাম কী?
উত্তর : কনফুসিয়াসের আসল নাম হলো কুং ফু ঝু।
৫. প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে।
৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত।
৭. নানকিং কী?
উত্তর : নানকিং চীনের একটি প্রদেশ।
৮. ‘মাঞ্চুরিয়া’ কোথায় অবস্থিত?
উত্তর : ‘মাঞ্চুরিয়া’ চীনে অবস্থিত।
৯. তাওবাদ কী?
উত্তর : তাওবাদ হলো লাওসে প্রবর্তিত একটি মতবাদ।
১০. কত তারিখে চীনের বর্তমান সংবিধান গৃহীত হয়?
উত্তর : ১৯৮২ সালের ৪ ডিসেম্বর চীনের বর্তমান সংবিধান গৃহীত হয়।
পরিবেশ ও উন্নয়ন -২৪১৯০৯
১.. পরিবেশ শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : পরিবেশ শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ‘Environment’।
২. ‘Environment’ শব্দটি কোন ফরাসি শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর : ‘Environment’ শব্দটি ফরাসি শব্দ ‘Enviorner’ থেকে উৎপত্তি হয়েছে।
৩. ফরাসি শব্দ ‘Enviorner শব্দটির অর্থ বল।
উত্তর : ফরাসি শব্দ ‘Enviorner’ শব্দটির অর্থ ঘেরা।
৪. পরিবেশের ভারসাম্য রক্ষায় কতটুকু বনভূমি প্রয়োজন?
উত্তর : পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫% বনভূমি প্রয়োজন।
৫. বৈশ্বিক পরিবেশগত দুটি ইস্যু বল।
উত্তর : বৈশ্বিক পরিবেশগত দুটি ইস্যু হলো— ১. টেকসই উন্নয়ন ও ২. সবুজ বিপ্লব।
৬. ‘Ecology’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘Ecology’ শব্দের অর্থ হলো প্রতিবেশ।
৭. ‘Ecology’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
উত্তর : ‘Ecology’ শব্দটি গ্রিক শব্দ ‘Oikos’ থেকে উদ্ভূত হয়েছে।
৮. সামাজিক পরিবেশের প্রধান উপাদান কী?
উত্তর : সামাজিক পরিবেশের প্রধান উপাদান সমাজ।
৯. পরিবেশবাদী আন্দোলনের প্রথম চিন্তাবিদ কে?
উত্তর : পরিবেশবাদী আন্দোলনের প্রথম চিন্তাবিদ জন রাসকিন।
১০. বাপা কী?
উত্তর : পরিবেশের রক্ষায় পরিবেশসংক্রান্ত একটি আন্দোলন হচ্ছে বাপা।
বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক -২৪১৯১১
১. পররাষ্ট্রনীতি কী?
উত্তর : যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক বা বন্ধুত্ব স্থাপন করে তাকে পররাষ্ট্রনীতি বলে।
২. ‘বিসমার্ক’ কে?
উত্তর : বিসমার্ক ছিলেন জার্মানির বিখ্যাত কূটনৈতিক ও রাজনীতিবিদ।
৩. ‘The extension of domestic policy is foreign policy.’ উক্তিটি কার?
উত্তর : ‘The extension of domestic policy is foreign policy.’ উক্তিটি প্রিন্স অটোভন বিসমার্কের।
৪. পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রধান উদ্দেশ্য জাতীয় স্বার্থ পূরণ।
৫. পররাষ্ট্রনীতির মূল উপাদানগুলো কী?
উত্তর : পররাষ্ট্রনীতির মূল উপাদানগুলো হচ্ছে অভ্যন্তরীণ নিয়ামক, জাতীয় শক্তি এবং আন্তর্জাতিক পরিস্থিতি।
৬. পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক কী কী?
উত্তর : পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক হলো- ১. সামরিক শক্তি ও সামর্থ্য এবং ২. অর্থনেতিক উপাদান ও রাষ্ট্রীয় মতাদর্শ।
৭. পররাষ্ট্রনীতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : পররাষ্ট্রনীতি প্রধানত ২ ভাগে ভাগ করা যায়।
৮. জাতীয় শক্তি কাকে বলে?
উত্তর : জাতীয় অস্তিত্ব ও মর্যাদার ভিত্তিকে জাতীয় শক্তি বলে।
৯. পররাষ্ট্র সচিব কে?
উত্তর : পররাষ্ট্র সচিব হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পররাষ্ট্র দপ্তরের প্রধান কর্মকর্তা।
১০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বের কোন কোন পরাশক্তির সক্রিয় ভূমিকা ছিল?
উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বের পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সক্রিয় ভূমিকা ছিল।
বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া -২৪১৯১৩
১. আইনসভার উদ্ভব কোথায়?
উত্তর : আইনসভার উদ্ভব ব্রিটেনে।
২. কোন দেশের আইনসভাকে ‘Mother of the Parliaments’ বলা হয়?
উত্তর : ব্রিটেনের আইনসভাকে ‘Mother of the Parliaments’ বলা হয়।
৩. কোন আইনে প্রথম বঙ্গীয় আইনসভা গঠিত হয়?
উত্তর : ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনে প্রথম বঙ্গীয় আইনসভা গঠিত হয়।
৪. বঙ্গীয় আইনসভা কত সালে গঠিত হয়?
উত্তর : বঙ্গীয় আইনসভা ১৮৬২ সালে গঠিত হয়।
৫. কত সালে প্রথম বঙ্গীয় আইনসভার অধিবেশন বসে?
উত্তর : ১৮৬১ সালের ১ ফেব্রুয়ারি প্রথম বঙ্গীয় আইনসভার অধিবেশন বসে।
৬. কত সালে বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়?
উত্তর : ১৯৩৭ সালে বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়।
৭. পাকিস্তানের প্রথম সংবিধান কবে প্রণীত হয়?
উত্তর : ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়।
৮. দ্বিতীয়বার কবে পাকিস্তানের সংবিধান প্রণীত হয়?
উত্তর : ১৯৬২ সালের ১ মার্চ দ্বিতীয়বারের মতো পাকিস্তানের সংবিধান প্রণীত হয়।
৯. বাংলাদেশের আইনসভার নাম কী?
উত্তর : বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
১০. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।
বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান -২৪১৯১৫
১. ‘Globalization’ এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : ‘Globalization’ এর বাংলা প্রতিশব্দ বিশ্বায়ন।
২. বিশ্বায়নকে Global Village বলেছেন কে?
উত্তর : বিশ্বায়নকে Global Village বলেছেন মার্শাল ম্যাকলুহান।
৩. কখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
উত্তর : ২৮ জুলাই ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
৪. কখন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে?
উত্তর : ১১ নভেম্বর ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
৫. কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?
উত্তর : ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
৬. স্নায়ুযুদ্ধ কী?
উত্তর : দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন দুই শিবিরের মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠায় রাজনৈতিক মতাদর্শিক লড়াই যখন চরম উত্তেজনা সৃষ্টি করে, তাই স্নায়ুযুদ্ধ নামে পরিচিত।
৭. স্নায়ুযুদ্ধের শুরু হয় কখন থেকে?
উত্তর : স্নায়ুযুদ্ধের শুরু হয় ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর থেকে।
৮. স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ কী?
উত্তর : স্নায়ুযুদ্ধের অন্যতম কারণ আদর্শগত বিরোধ।
৯. স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায়ের ব্যাপ্তিকাল কত?
উত্তর : স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায়ের ব্যাপ্তিকাল ১৯৪৫-৫০ সাল পর্যন্ত।
১০. স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্যায়ের ব্যাপ্তিকাল কত?
উত্তর : স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্যায়ের ব্যাপ্তিকাল ১৯৫০-৫৩ সাল পর্যন্ত।
আধুনিক রাষ্ট্রচিন্তা -২৪১৯১৭
১. রাষ্ট্রচিন্তা কী?
উত্তর : রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ ও এর নানা সংগঠন সম্পর্কে আলাপ-আলোচনাই হলো রাষ্ট্রচিন্তা।
২. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ম্যাগনাকার্টা ১২১৫ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
৩. কত সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়?
উত্তর : ১৬৮৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়।
৪. ফ্যাসিবাদের জনক কে?
উত্তর : ফ্যাসিবাদের জনক বেনিটো মুসোলিনি।
৫. নাৎসিবাদের প্রবক্তা কে?
উত্তর : নাৎসিবাদের প্রবক্তা এডলফ হিটলার।
৬. জাতিরাষ্ট্র কাকে বলে?
উত্তর : জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রব্যবস্থাকে জাতিরাষ্ট্র বলে।
৭. ‘রেনেসাঁ’ কী?
উত্তর : রেনেসাঁ হলো মূলত একটি সাংস্কৃতিক আন্দোলন।
৮. ‘রেনেসাঁ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘রেনেসাঁ’ শব্দের অর্থ পুনর্জন্ম বা নবজাগরণ।
৯. রেনেসাঁ বলতে কী বুঝ?
উত্তর : রেনেসাঁ বলতে একটি বিশেষ সংগ্রামকে বুঝায়, যা মানুষের ব্যক্তিত্ব ও বিবেককে পুনর্জাগরিত করে।
১০. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর : আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো ম্যাকিয়াভেলি।
আরো দেখো : রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষার সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post