টপিক: অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান pdf
অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান pdf
বিষয় কোড: ২২২০০৯
ক. বিভাগ: অতি সংক্ষিপ্ত
১. Discovery of Bangladesh গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Discovery of Bangladesh গ্রন্থের রচয়িতা ড. আকবর আলী খান।
২. Political Elites in Bangladesh গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Political Elites in Bangladesh গ্রন্থের রচয়িতা ড. রঙ্গলার সেন।
৩. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাকে প্রবর্তন করেন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিষ্টাব্দে প্রথাকে প্রবর্তন করেন।
৪. ‘জমিদার প্রথা’ কত সালে বিলুপ্ত হয়?
উত্তর: ‘জমিদার প্রথা’ ১৯৫০ সালে বিলুপ্ত হয়
৫. কোন সালে বাংলা ভাষা আর্ন্তজাতিক মাতৃভাষা স্বীকৃতি লাভ করে?
উত্তর: ১৯৯৯ সালে বাংলা ভাষা আর্ন্তজাতিক মাতৃভাষা স্বীকৃতি লাভ করে।
৬. জনসংখ্যা কাঠামো কী?
উত্তর: জনসংখ্যা কাঠামো হল এমন একটি জনমিতিক সমন্বয় যা বিভিন্ন জনমিতিক হারের একটি পৃথক অর্থপূর্ণ ধারণা প্রদান করে।
৭. ক্ল্যান কী?
উত্তর: ক্লান বা গোত্র হল দু ইবা ততোধিক গোষ্ঠীর একটি জ্ঞাতিদল।
৮. অভিযোজন কী?
উত্তর: সাধারণত কোনো প্রতিকূল অবস্থা বা ভিন্ন পরিবেশের সাথে খাপখাওয়ানোই অভিযোজন।
৯. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লেখ।
উত্তর: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম হলেন- রাখাইন সম্প্রদায়।
১০. মর্গানের মতানুযায়ী জ্ঞাতি সম্পর্কের ধরণগুলো কী?
উত্তর: বিখ্যাত নৃবিজ্ঞানী এল. এইচ. মর্গান জ্ঞাতি সম্পর্ককে দুই ভাগে ভাগ করেছেন। যথা: ১. শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক ও ২. বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক।
১১. জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কী?
উত্তর: জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো হল: ১. রক্তসম্পর্কীয় বন্ধন; ২. বৈবাহিক বন্ধন; ৩. কাল্পনিক বন্ধন; ৪. প্রথাগত বন্ধন।
১২. লেভিরেট বিবাহ কী?
উত্তর: মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে কোনো বিধবা নারীর বিবাহ সম্পন্ন হওয়াই লেভিরেট বিবাহ।
১৩. স্থানান্তর গমন প্রধানত কত প্রকার?
উত্তর: স্থানান্তর গমন প্রধানত দুই প্রকার।
১৪. ‘পুল ফ্যাক্টর’ কী?
উত্তর: শহরের সুযোগ সুবিধা, বৈচিত্র্য ও চাকচিক্য ইত্যাদি যখন গ্রামের মানুষকে আকর্শণ করে তখন তারা আর্কষ্ট হয়ে শহরের দিকে ধঅবিত হয় তথন তাকে ‘পুল ফ্যাক্টর’ বলে।
১৫. SDG – এর পূর্ণরূপ কী?
উত্তর: SDG – এর পূর্ণরূপ হল: Sustainable Development Goals.
১৬. No society is classless or unstratified. – উক্তিটি কার?
উত্তর: No society is classless or unstratified. – উক্তিটি কিংসলে ডেভিস ও উইলবার্ট ই. ম্যুর এর।
১৭. Culture is what we are উক্তিটি কার?
উত্তর: Culture is what we are উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের।
১৮. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
১৯. বাংলাদেশে স্থায়ী সরকারের স্তর কয়টি?
উত্তর: বাংলাদেশে স্থায়ী সরকারের স্তর দুইটি। যেমন: ১. গ্রামীণ এলাকার স্থানীয় সরকার এবং ২. শহুরে এলাকার স্থানীয় সরকার।
২০. গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূলভিত্তি কী?
উত্তর: গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূলভিত্তি ভূমি।
২১. অতি নগরায়ণ কী?
উত্তর: সাধারণত অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়ণকে অতি নগরায়ণ বলে।
২২. বন উজাড়করণ কী?
উত্তর: বন উজাড়করণ হচ্ছে নির্বিচারে উদ্ভিদ ও বনভূমি ধ্বংসের মাধ্যমে প্রকৃতিতে বনশূন্য করার একটি প্রক্রিয়া বিশেষ।
২৩. অপরাধ কী?
উত্তর: সমাজ বা রাষ্ট্রের রীতি বা আইন অমান্যকারী কাজই অপরাধ।
২৪. ‘‘অপরাধ হচ্ছে ঐ সকল কাজ যা আইন ভঙ্গকরে’’ – উক্তিটি কার?
উত্তর: ‘‘অপরাধ হচ্ছে ঐ সকল কাজ যা আইন ভঙ্গকরে’’ – উক্তিটি অপরাধ বিজ্ঞানী ই. এইচ. সাদারল্যান্ডের।
২৫. অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গিরর প্রবক্তা কে?
উত্তর: অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গিরর প্রবক্তা হলেন অপরাধবিজ্ঞানী সিজার লম্ব্রোসো।
২৬. Parole’ শব্দের অর্থ কী?
উত্তর: Parole’ শব্দের অর্থ শর্তাধীনে মুক্তি।
২৭. Labeling Model এর প্রবক্তা কে?
উত্তর: Labeling Model এর প্রবক্তা অপরাধবিজ্ঞানী হাওয়ার্ড বেকার।
২৮. কার্ল মার্কস সংস্কৃতিকে কী নামে আখ্যায়িত করেছেন?
উত্তর: বিশিষ্ট্য জার্মান সমাজ দার্শনিক কার্ল মার্কস সংস্কৃতিকে উপরিকাঠামো বলে আখ্যায়িত করেছেন।
২৯. Culture শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: Culture শব্দটি ইংরেজ মনীষী ফ্যান্সিস বেকন ষোল শতকের শেষার্ধে) ব্যবহার করেন।
৩০. ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ণ কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর: ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ণ কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবীর চৌদুরী।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. উপনিবেশবাদ কী?
২. ভাষা আন্দোলন বলতে কী বোঝ?
৩. জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যগুলো কী?
৪. মরণশীলতা কী?
৫. জ্ঞাতি সম্পর্ক কী?
৬. টোটেম ও ট্যাবু’র সংজ্ঞা দাও।
৭. গ্রামীণ অর্থনীতি কী?
৮. সামাজিক অসমতা কাকে বলে?
৯. সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা কর।
১০. ‘দারিদ্রের দুষ্টচক্র’ কী?
১১. সুশাসন বলতে কী বোঝায়?
১২. স্থানীয় সরকার বলতে কী বোঝ?
১৩. গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
১৪. কৃষি কাঠামো বলতে কী বোঝ?
১৫. অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখ।
১৬. প্যারোল কী?
১৭. বিশ্বায়নের ইতিবাচক দিক আলোচনা কর।
১৮. শিক্ষানীতি কী?
১৯. সামাজিক গতিশীলতা বলতে কী বোঝ?
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা কর।
২. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর।
৩. স্বাধীনতা উত্তর বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণির বিকাশ সম্পর্কে আলোচনা কর।
৪. বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৫. সাঁওতাল নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনধারা আলোচনা কর।
৬. সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর।
৭. জ্ঞাতি সম্পর্ক কি উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
৮. বাংলাদেশের কৃষির আধুনিকীকরণের পথে বাধাসমূহ আলোচনা কর।
৯. বাংলাদেশের সামাজিক অসমতার কারণগুলো আলোচনা কর।
১০. বাংলাদেশের গ্রামীণ দারিদ্রের স্বরূপ আলোচনা কর।
১১. উন্নয়নশীল দেশে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
১২. বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি আলোচনা কর।
১৩. বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতা কাঠামো আলোচনা কর।
১৪. বাংলাদেশে অপরাধের কারণসমূহ আলোচনা কর।
১৫. বাংলাদেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন কর।
১৬. সংস্কৃতির বিশ্বায়ন কী? বিশ্বায়নের ফলে বাংলাদেশের যে সাংস্কৃতিক নির্ভরশীলতা তৈরি হয়েছে তা আলোচনা কর।
১৭. বাংলাদেশের সমাজ কাঠামোর ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
১৮. শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বর্ণনা কর।
এখানে ক্লিক করে অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন (PDF) ডাউনলোড করে নাও। অনার্স রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post