রাষ্ট্রীয় ব্যবসায় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৭ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : অমিত রবীন্দ্রনাথের ছোট গল্পটি পড়েছে। তৎকালীন সময় তথ্য ব্রিটিশ আমল থেকে অদ্যবধি এ সার্ভিস চালু আছে। তবে মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস ইত্যাদির উদ্ভবের কারণে এর গুরুত্বকে হ্রাস করেছে। বাংলাদেশে ব্রিটিশ আমল থেকে চলে আসা আরেকটি নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন সার্ভিস রয়েছে সহজ ও আরামদায়ক সেবা হওয়ায় এর চাহিদা বেশি। এ প্রতিষ্ঠানকে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হয় না। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়নি।
ক. BTTB কি?
খ. বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে প্রথমত কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে পরবর্তীতে যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার গ্রাহকসেবার মান বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : সরকার চায় দেশের সর্বত্র শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার সাশ্রয়ী মূল্যে মানুষ ও পণ্য পরিবহনের কথা চিন্তা করে সারাদেশে গণপরিবহন পরিচালনা করে আসছে। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন গণপরিবহন গণমানুষের সেবা দিতে আগ্রহী হলেও তাদের বাস ও ট্রাকের সংখ্যা প্রয়োজনের তুলনায় একবারেই কম বলে তা সম্ভব হচ্ছে না।
ক. বিআরটিসি কী?
খ. কোন ব্যবসায়ের উদ্দেশ্য জনকল্যাণ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত শিল্প গড়ার ক্ষেত্রে সরকারের কোন উদ্দেশ্যের প্রতিফলন ঘটছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত গণপরিবহন জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবে কি? তোমার মতামত ব্যক্ত করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : প্রযুক্তি এবং প্রযুক্তিগত জ্ঞানের অভাবের কারণে একটি দেশের সরকার একটি বিদেশি নির্মাণ কোম্পানির সাথে যৌথভাবে সে দেশের একটি শহরে পাতাল রেলপথ তৈরি করল। দেশটির সরকার মূলধনের সংস্থান করল। বিদেশি কোম্পানিটি এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। ১০ বছর পর সেদেশের সরকার ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে।
ক. রাষ্ট্রীয় ব্যবসায় কী?
খ. পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোন ধরনের পিপিপি’র বর্ণনা আছে? ব্যাখ্যা করো।
ঘ. তোমার জয়, আমার জয় সরকার এবং বিদেশি কোম্পানি উভয়ের জন্য এটি এ ধরনের একটি সম্পর্ক তুমি কি একমত? -বিশদভাবে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ‘X’ বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল অবকাঠামোসহ অন্যান্য অসুবিধার জন্য ঐ অঞ্চলে উল্লেখ করার মতো কোনো মিল কারখানা গড়ে ওঠেনি। তাই শুধু মুনাফার কথা না ভেবে দেশের সুষম উন্নয়নের জন্য ‘x’ অঞ্চলে মিল-কারখানা গড়ে তোলার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।
ক. সামাজিক ব্যবসায় কী?
খ. বিমা হচ্ছে সম্বিশ্বাসের চুক্তি ব্যাখ্যা করো।
গ. মালিকানার ভিত্তিতে ‘x’ অঞ্চলে কোন ধরনের ব্যবসায় সংগঠন উপযোগী? ব্যাখ্যা করো।
ঘ. ‘X’ অঞ্চলে পরিকল্পিত ব্যবসায় প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যই হবে জনকল্যাণ— উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব শফি তার পরিবার নিয়ে শীতকালীন ছুটিতে পার্বত্য চট্টগ্রাম বেড়াতে যান। যাত্রার শুরুতে তিনি পরিবার নিয়ে ঢাকা থেকে রেলপথে চট্টগ্রাম যান। ঢাকার বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু করে, পথে কোথাও না থেমে চট্টগ্রাম পৌঁছে তার পরিবার ভ্রমণটি খুব উপভোগ করে এবং কর্তৃপক্ষের সেবায় তারা সন্তুষ্ট। চট্টগ্রাম থেকে সড়কপথে তারা পার্বত্য চট্টগ্রাম যায়। পার্বত্য চট্টগ্রামের পাহাড়-পর্বত, প্রাকৃতিক ঝর্ণা তাদের বিমোহিত করে। জনাব শফি চিন্তা করলেন পার্বত্য এলাকায় পর্যাপ্ত আবাসিক সুবিধা, উন্নত যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় হবে। পাশাপাশি সরকার বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে।
ক. BRTC-এর পূর্ণরূপ কী?
খ. কোন ব্যবসায়ের উদ্দেশ্য জনকল্যাণ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব শফি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যে যাত্রাপথ ব্যবহার করেছেন তার তাৎপর্য ব্যাখ্যা করো।
ঘ. জনাব শফির চিন্তা বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারে- উদ্দীপকের আলোকে তার কার্যকারিতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : পূর্ব তিমুর সদ্য স্বাধীন রাষ্ট্রটি ঐ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বেসরকারি প্রতিষ্ঠান ড্রিম হ্যাভেন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। সমগ্র মুনাফার ৪৯% মালিক হবে সরকার। চুক্তির শর্তানুযায়ী প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে রাস্তা, ব্রিল, কালভার্ট নির্মাণ করবে এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের জন্য গভীর সমুদ্রবন্দর স্থাপন করবে। পরবর্তীকালে চুক্তির শর্ত পরিবর্তন করে প্রতিষ্ঠানটির পরিচালনা সরকারের নিজের হাতে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. রাষ্ট্রীয় ব্যবসায় কী?
খ. বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ড্রিম হ্যাভেন ব্যবসায়টি প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যবসায় সংগঠন ছিল? বর্ণনা করো।
ঘ. ড্রিম হ্যাভেন ব্যবসায় সংগঠনটির নিয়ন্ত্রণ ও পরিচালনা সরকারের নিজের হাতে রাখতে হলে চুক্তিতে কী ধরনের পরিবর্তন আনতে হবে? যুক্তিসহ তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : রকিব উদ্দিন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সম্প্রতি সরকার তাকে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগ প্রদান করেছেন। প্রতিষ্ঠানটি ঢাকা শহরস্থ বাংলাদেশের সড়ক যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকা ও গাজীপুরে এর দুটি ওয়ার্কশপ রয়েছে। এটি সারাদেশে যাত্রী ও মালামাল পরিবহনের ক্ষেত্রে অবদান রাখছে। সম্প্রতি ঢাকা শহরে স্কুলে শিশুদের আনা-নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সেবা দিচ্ছে।
ক. রাষ্ট্রীয় ব্যবসায়?
খ. রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য প্রায়ই ব্যর্থ হয় কেন?
গ. উদ্দীপকের উল্লিখিত রকিব উদ্দিন কোন প্রতিষ্ঠানের কর্মরত রয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উল্লিখিত প্রতিষ্ঠানটির সেবার মান সম্পর্কে তুমি কি সন্তুষ্ট? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : বাংলাদেশের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সরকার মেট্রোরেল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সরকারের অনুমোদন সাপেক্ষে ইতালিয়ান ঘাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি কাজ শুরু করেছে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ আর্থিক ও প্রযুক্তিগত সুবিধাসহ বিভিন্ন সুবিধা ভোগের জন্য এ ধরনের ব্যবসায় কার্যক্রমে যুক্ত হচ্ছে।
ক. কৃতিত্ব অর্জন চাহিদা কী?
খ. ন্যূনতম মূলধন কেন সংগ্রহ করা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত মেট্রোরেল নির্মাণের কাজটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নীতকরণের লক্ষ্যে তুমি কি এ ধরনের ব্যবসায় কার্যক্রম সমর্থন করো? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : “X” বাংলাদেশের একটি অনুন্নত অঞ্চল। অবকাঠামোগত ও অন্যান্য অসুবিধার ওই অঞ্চলে উল্লেখ করার মতো কোনো মিলকারখানা গড়ে উঠেনি। তাই শুধু মুনাফার কথা না ভেবে দেশের সুষম উন্নয়নের জন্য “X” অঞ্চলে মিল কারখানা গড়ে তোলার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।
ক. রেলওয়ে কয়টি জোনে বিভক্ত?
খ. একচেটিয়া ব্যবসায় রোধে রাষ্ট্রীয় ব্যবসায়ের ভূমিকা ব্যাখা করো।
গ. মালিকানার ভিত্তিতে “X” অঞ্চলে কোন ধরনের ব্যবসায় সংগঠন উপযোগী? ব্যাখ্যা করো।
ঘ, “X” অঞ্চলে পরিকল্পিত ব্যবসায় প্রতিষ্ঠানের মূখ্য উদ্দেশ্যই হবে জনকল্যাণ-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : ২০০৫ সালে ২২ জন ব্যক্তি মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে। এ প্রতিষ্ঠান সারা দেশে হিমায়িত খাদ্য বিতরণ করে। প্রতিষ্ঠানটির শেয়ার হস্তান্তরযোগ্য নয়। সময়ের প্রেক্ষিতে সকল প্রকার খাদ্য-সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি তাদের হিমায়িত খাদ্যের দামও বাড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার হিমায়িত খাদ্যসামগ্রী ন্যায্যমূল্যে বিক্রির একটি প্রকল্প হাতে নেয়। মূল্য কম হওয়ায় জনগণ সরকারের এ প্রকল্পের পণ্য ক্রয়ের দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু প্রকল্পটি লাভের মুখ দেখছে না।
ক. পিপিপি ব্যবসায় ?
খ. সুষম শিল্পায়ন বলতে কী বোঝ?
গ. ২২ জনের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন বলে তুমি মনে করো। তোমার স্বপক্ষে মতামত দাও।
ঘ. উদ্দীপকে উল্লেখ্য সরকারের প্রকল্পে লাভ না হওয়ার যৌক্তিক কোনো কারণ আছে কী? তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post