রিদমিক কিবোর্ড পুরোনো ভার্সন : আমরা বাঙালি, তাই অনলাইনে বাংলায় মনের ভাব প্রকাশের মাধ্যমে শান্তি পেয়ে থাকি। কিন্তু অ্যান্ড্রয়েডে সকল কিবোর্ডের মাধ্যমে ভালো বাংলা লেখা যায় না। তাই আমাদের ইংরেজী অক্ষরে বাংলা, অর্থাৎ বাংলিশ লিখেই সন্তুষ্ট থাকতে হয়।
Ridmik Keyboard হচ্ছে এমন একটি কিবোর্ড, যা সারাবিশ্বব্যপী 50,000,000+ বাংলাপ্রেমিদের কাছে বাংলা লেখার জন্য জনপ্রিয়। এই কিবোর্ডটি দিয়ে খুব সহজেই বাংলা বর্ণমালা টাইপ করা যায়। একাধিক লে-আউটের পাশাপাশি ইউনিজয় লে-আউট থাকায় এটি দিয়ে বাংলা লেখা তুলনামূলক আরো সহজ।
Ridmik Keyboard কি?
রিদমিক কিবোর্ড বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় মোবাইল অ্যাপ। আজ থেকে প্রায় ১০ বছর পূর্বে এই অ্যাপটি বাংলা লেখার জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়। যা আজ শুধু বাংলাদেশেই নয়, পাশ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের মোবাইলের একটি দৈনিক অনুষঙ্গ।
চমৎকার এই কিবোর্ডটি মূলত অনলাইনে বাংলা টাইপের জন্য ডেভেলপ করা হয়েছিল। কিন্তু বাংলার পাশাপাশি এই কিবোর্ডটি দিয়ে ইংরেজিও টাইপ করা যায়। আপনার যদি টাইপিং সম্পর্কে সাধারণ কোন জানাশোনাও না থাকে, আপনি খুব সহজেই এটি দিয়ে টাইপ করতে পারবেন।
Ridmik Keyboard এর ফিচার:
- বাংলা ফোনেটিক অভ্র কিবোর্ড
- জাতীয় এবং প্রভাত লে-আউট
- ইমোজি ব্যবহারের পূর্ণ তালিকা
- ভয়েস ইনপুট সিস্টেম
- সুন্দর থিম ও অ্যাপিয়ারেন্স
- ওয়ার্ড সাজেশান্স
- টেক্সটের পাশাপাশি নম্বর প্যাড
- সম্প্রতি কপি করা লেখা নিয়ে ক্লিপবোর্ড
- আরবি এবং চাকমা ভাষার সংযুক্তি
রিদমিক কিবোর্ড পুরোনো ভার্সন
বর্তমানে গুগল প্লে স্টোরে ridmik keyboard এর 7.0.1 ভার্সনটি পাওয়া যায়। যা এই পোস্টটি লেখার সময় পর্যন্ত সর্বশেষ। যদিও নতুন এই ভার্সনে পূর্বের থেকে নতুন নতুন সব ফিচার যুক্ত করা হয়েছে, কিন্তু ইউনিজয় লে-আউট বাদ দেয়ার ফলে অনেক ব্যবহারকারি সমস্যায় পড়েন। রিদমিক কর্তৃপক্ষ জানিয়েছেন, 3.1.5 ভার্সনের পরবর্তী ভার্সনগুলো থেকে কপিরাইট ইস্যুর কারণে তারা ইউনিজয় লে-আউটটি বাদ দিতে বাধ্য হয়েছে।
সুতরাং বোঝাই যাচ্ছে গুগল প্লে স্টোরে এখন আর আপনি 3.1.5 অর্থাৎ পুরোনো ভার্সনটি পাবেন না। তবে আমাদের এই ডাউনলোড লিংক থেকে আপনি খুব সহজে এবং নিরাপদে ইউনিজয় লে-আউটটি ব্যবহার করতে পারবেন। তাই লিংক অ্যাপটি ডাউনলোড করে নিন।
কীভাবে ইউনিজয় লে-আউট ব্যবহার করবেন?
- প্রথমে 3.1.5 ভার্সনটি ডাউনলোড করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করুন।
- আপনার ফোনের মূল সেটিংসের Language & Input অপশন থেকে রিদমিক কিবোর্ড সিলেক্ট করে দিন।
- রিদমিক কিবোর্ড অ্যাপ ওপেন করে উপরে বাম দিকে তিনটি ডট চিহ্ন দেয়া আইকনে ক্লিক করে Settings এ ক্লিক করুন।
- ৩ নম্বর অপশন Bangla Fixed Layout এ ক্লিকর করলে ২ টি অপশন প্রদর্শন করবে। একটি Unijoy এবং অপরটি National. Unijoy অপশনটি সিলেক্ট করুন।
ব্যস হয়ে গেল। এখন থেকে আপনি যখনই কিছু টাইপ করবেন, রিদমিক কিবোর্ডে অন্যান্য সব লে-আউটের পাশাপাপাশি Unijoy অপশনটিকেও পাবেন। যা দিয়ে আপনি কম্পিউটারে বিজয় স্টাইলে খুব সহজে এবং দ্রুত বাংলা লেখার সুবিধা ভোগ করবেন।
Discussion about this post