রুপাই কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : কবি জসীমউদ্দীন রচিত ‘নক্সী কাঁথার মাঠ’ নামক কাহিনিকাব্যের এ অংশটুকু ‘রূপাই’ কবিতা নামে সংকলিত হয়েছে। এ কবিতায় কবি গ্রামবাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রামবাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি মুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়।
রুপাই কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল।’—কার মাথার চুল?
ক. বিজলি মেয়ের
খ. চাষিদের
গ. রুপাইয়ের
ঘ. বুড়োদের
২. জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান—কেমন?
ক. লম্বা
খ. রঙিন
গ. কালো
ঘ. সরু
৩. রুপাইয়ের কচি মুখের মায়া কীসের মতো?
ক. বাদল-ধোয়া মেঘের মতো
খ. কাঁচা ধানের পাতার মতো
গ. রঙিন ফুলের মতো
ঘ. জালি লাউয়ের ডগার মতো
৪. কালো দাতের কালি দিয়ে কী লিখি?
ক. কেতাব কোরান
খ. কবিতা
গ. জারিগান
ঘ. রামধনুর রং
৫. চাষিদের ওই কালো ছেলে কী করেছে?
ক. সব জয় করেছে
খ. বৃন্দাবনে গিয়েছে
গ. রামধনুকের হার গড়েছে
ঘ. সবার টানাটানিতে পড়েছে
৬. ‘কালো দভের কালি দিয়ে কেতাব কোরান লেখি’—চরণটির ‘কালো দাত’ বলতে যা বোঝানো হয়েছে—তা হলো:
i. লেখার কালি রাখার পাত্রবিশেষ
ii. কালো দন্তবিশেষ
iii. দোয়াত
কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. ‘রুপাই’ কবিতায় রুপাইকে দেখানো হয়েছে—
i. শাল কাঠের মতো মূল্যবান হিসেবে
ii. উপকারী হিসেবে
iii. কালো রঙের হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. ‘সুন্দি’ অর্থ কী?
ক. শ্বেতপদ্ম
খ. পদ্ম
গ. গন্ধযুক্ত ফুল
ঘ. সুন্দর
৯. ‘খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি।’ এখানে রুপাইয়ের কী প্রকাশ পেয়েছে?
ক. জনপ্রিয়তা
খ. সৌন্দর্য
গ. শক্তিমত্তা
ঘ. পারদর্শিতা
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
রুবেলের বাবার চাকরি নেই। রুবেল কোনো কাজ না করে আড্ডায় মেতে থাকে। কেবল রিবার নয়, সমাজও রুবেলকে বোঝা মনে করে।
১০. তোমার পঠিত কোন কবিতায় উদ্দীপকের বিপরীত ভাব প্রকাশ পেয়েছে?
ক. নদীর স্বপ্ন
খ. দুই বিঘা জমি
গ. প্রার্থী
ঘ. রুপাই
১১. উক্ত বিপরীত ভাবটি কী?
ক. কর্মে বিমুখতা
খ. কর্মে জড়তা
গ. কর্মে দক্ষতা
ঘ. কর্মে অজ্ঞতা
১২. নিচের কোনটি পবিত্রতার প্রতীক?
ক. বৃন্দাবন
খ. বিজলি
গ. পদ-রজ
ঘ. আখড়া
১৩. ‘হাসু’, ‘এফ পরসার বাঁশী’ কী ধরনের গ্রন্থ?
ক. শিশুতোষ
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. জীবনী
১৪. কৃষকের গায়ের রং কালো হয় কেন?
ক. কালো রং মেখে
খ. রোদে পুড়ে
গ. অসুখে
ঘ. ধোঁয়ায়
১৫. লেখার কালি রাখার পাত্রবিশেষকে কী বলে?
ক. কৌটা
খ. দোয়াত
গ. কাপ
ঘ. ফুলদানি
রুপাই কবিতার mcq প্রশ্ন উত্তর
১৬. রুপাইয়ের কচি মুখের মায়া কীসের মতো?
ক. বাদল-ধোয়া মেঘের মতো
খ. কাঁচা ধানের পাতার মতো
গ. রঙিন ফুলের মতো
ঘ. জালি লাউয়ের ডগার মতো
১৭. রুপাইয়ের বাহু কীসের মতো?
ক. নদীর মতো
খ. লাউয়ের ডগার মতো
গ. তৃণের মতো
ঘ. ধানের ডগার মতো
১৮. বিজলি মেয়ে পিছলে পড়ে কী ছড়ায়?
ক. ধান
খ. আলো
গ. মুক্তা
ঘ. ধুলো
১৯. ‘রুপাই’ কবিতায় কোন মাসের উল্লেখ আছে?
ক. বৈশাখ
খ. শাওন
গ. কার্তিক
ঘ. ভাদ্র
২০. চাষিদের ছেলেটি দেখতে কেমন?
ক. কালো
খ. ধলো
গ. মোটো
ঘ. খাটো
২১. ‘ভ্রমর’—এর গায়ের রং কেমন?
ক. কালো
খ. সাদা
গ. হলুদ
ঘ. লাল
২২. কেতাব-কোরান লিখতে কোনটি ব্যবহৃত হয়?
ক. কালো দতের কালি
খ. রঙিন ফুল
গ. বাদল ধোয়া মেঘ
ঘ. রামধনু
২৩. রং পেলে কবি কী গড়বেন?
ক. মালা
খ. ছবি
গ. রামধনুকের হার
ঘ. পুতুল
২৪. মাঠের ধানের রং কেমন?
ক. সবুজ
খ. সোনালি
গ. কালো
ঘ. ফিকে সবুজ
২৫. আখড়াতে রুপাইয়ের কী অনেক মানে মানী?
ক. গান
খ. কথা
গ. লাঠিখেলা
ঘ. ফসল
২৬. ‘রুপাই’ কবিতা পাঠ করে শিক্ষার্থীরা কোনটিকে ভালোবাসতে পারবে?
ক. গ্রামীণ প্রকৃতিকে
খ. পাহাড়কে
গ. সাগরকে
ঘ. মানুষকে
২৭. ‘রুপাই’ কবিতার কোন বিষয়টির সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত হবে?
ক. রুপাইয়ের রূপ
খ. রুপাইয়ের কর্মকান্ড
গ. গ্রামীণ সৌন্দর্য
ঘ. ফসলের মাঠ
২৮. ‘রুপাই’ কবিতা পাঠে শিক্ষার্থীরা প্রকৃতির পটভূমিতে কোনটি অনুধাবন করতে পারবে?
ক. গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ
খ. গ্রামীণ কৃষকের আহার গ্রহণ
গ. গ্রামীণ কৃষকের পোশাক-পরিচ্ছদ
ঘ. গ্রামীণ কৃষকের ঐক্য
নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
বাংলার কুলি বাংলার চাষি
বাংলার মাটি কত ভালোবাসি
প্রাণের আবেগে যাই সদা ছুটি
যেখানে বাঙালি আছে।
২৯. উদ্দীপকের ‘বাংলার চাষি’ লাইনটি তোমার পঠিত কোন কবিতাকে নির্দেশ করে?
ক. নারী
খ. রুপাই
গ. পাছে লোকে কিছু বলে
ঘ. একুশের গান
৩০. উদ্দীপকের চাষি ‘রুপাই’ কবিতার কোন চরিত্রকে নির্দেশ করে?
ক. রুপাই
খ. কবি
গ. গ্রামবাসী
ঘ. রুপাইয়ের খেলার সাথি
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে রুপাই কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post