নিয়ত শব্দের অর্থ ইচ্ছা করা বা ইচ্ছা প্রকাশ করা। রোজার নিয়ত বলতে বোঝায় রোজা রাখার ইচ্ছাকে প্রকাশ করা। নিয়ত মুখে বলতেই হবে এমনটা বাধ্যবাধকতা নেই। মনে মনে নিয়ত করলেই যথেষ্ট। অনেকে মনে মনে নিয়ত করার পাশাপাশি মুখেও নিয়ত করে থাকে।
মুসলিম’দের প্রতিবছর বিভিন্ন কারণে রোজা রাখতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবছর ঈদুল ফিতর এর আগে একমাস করে রোজা রাখা। এছাড়া শবে বরাত ও ঈদুল আযহা’তেও রোজা রাখতে হয়।
রমজান মাস এর মাঝে কিছু বিশেষ আমল রয়েছে। সেই আমলগুলো শুরু ও শেষ করার জন্য কোরআন ও হাদিস হতে কিছু দোয়ারও বিধান দেওয়া হয়েছে। সেই দোয়াগুলো দিয়েই কোন কাজ শুরু ও শেষ করতে হয়।
রোজার নিয়ত
রোজার জন্য সর্বাধিক প্রচলিত নিয়তটি হচ্ছে:
রোজা নিয়তে আরবি: نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم
রোজা নিয়তের বাংলা উচ্চারণ: “নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম।”
রোজা নিয়তের বাংলা অর্থ: হে আল্লাহ! আগামীকাল, পবিত্র রমজান মাসে তোমার পক্ষ হতে ফরজ রোজা রাখার নিয়ত (ইচ্ছা পোষণ) করলাম। অতএব, তুমি আমার পক্ষ হতে, রোজা কবুল কর। তুমি নিশ্চয়ই সর্বজ্ঞানী ও সর্বশ্রোতা।
উক্ত নিয়তটি হচ্ছে সর্বাধিক প্রচলিত রোজা এর একটি নিয়ত। উক্ত নিয়তটি ছাড়াও আরও একটি নিয়ত রয়েছে। সেহেরির পরে অনেকে এই নিয়তটি বলে থাকে।
রোজার নিয়তের আরবি: بِصَوْمِ غَدٍا نَوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَان
রোজার নিয়তের বাংলা উচ্চারণ: “বিসাওমি গাদিন নাওয়াইতু মিন শাহরি রামাদান।”
রোজার নিয়তের বাংলা অর্থ: আমি পবিত্র রমজান মাসে, আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম।
শেষ কথা
একটি রোজা শুরু হয় সেহেরির মাধ্যমে এবং শেষ হয় ইফতারের মাধ্যমে। রোজা শুরু তথা সেহেরির সময় ও ইফতারের সময়ে, রোজার নিয়ত ও ইফতারের দোয়া বলতে হয়। এগুলো মুখে মুখে বলা বাধ্যতামূলক নয়। মনে মনে বললেও হবে।
রোজা রাখার সময় অনেকে উপরের নিয়তটি পড়ে থাকে। অনেকে নিচেরটি পড়ে থাকে। রোজা রাখার সময় উক্ত দু’টি নিয়তের মধ্যে কোন নিয়তটি বলবেন এমন কোন বাধ্যবাধকতা নেই। বেশীরভাগ ক্ষেত্রে উপরের নিয়তটিই প্রচলিত রয়েছে।
Discussion about this post