আত্মসংযম, ত্যাগ ও ধৈর্য্যের মাস হচ্ছে রমজান মাস। এই মাস হচ্ছে সাওম পালনের মাস। সাওম মানুষকে আত্মসওযমী হতে শেখায়। এই মাসে আমরা কাছের মানুষদের কাছে রোজা নিয়ে স্ট্যাটাস বা রমজানের বার্তা পৌছে দিয়ে থাকি। একে অন্যকে দিয়ে থাকি পবিত্র রমজানের দাওয়াত।
রমজান মাসে অনেকে রোজা, সেহরী ও ইফতার নিয়ে স্ট্যাট্যস প্রকাশ করে থাকে। কেউ বন্ধুদের কাছে রমজানের শুভেচ্ছা বার্তা পাঠায়। স্ট্যাট্যস বা শুভেচ্ছা বার্তা পাঠানোর সময় অনেকেই মনমতো স্ট্যাট্যস কোথাও খুঁজে পায় না। তাদের জন্য আমরা নিয়ে এসেছি রোজা নিয়ে বাছাইকরা সেরা কিছু স্ট্যাটাস। এই স্ট্যাটাসগুলো আপনারা বন্ধু কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারবেন।
রোজা নিয়ে স্ট্যাটাস
১। রোজা হচ্ছে আত্মশুদ্ধির অন্যতম উপায়।
রোজা আমাদের ধৈর্য, সংযম ও ত্যাগ শেখায়। 🌙🤲
২। রোজা আমাদের আত্মসংযম, আত্মশুদ্ধির ও ধৈর্যধারণ করার শিক্ষা দেয়।🕌✨
৩। রোজা মানে না খেয়ে থাকা নয়।
বরং, রোজা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা। 🍽️🚫
৪। ধৈর্য্য ও সংগম ও আত্মনিয়ন্ত্রণের জন্য রোজার গুরুত্ব অপরিসীম। 🤍
৫। সেহরি ও ইফতারের সময় আল্লাহর রহমত বর্ষিত হয়। 🌅🥤
৬। রোজা মানুষের নফসকে পরিশুদ্ধ ও পাপমুক্ত করে। 🕊️🌿
৭। রোজা আমাদের সহমর্মিতা শেখায়। 🤲💖
৮। রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করতে পারি। 🌟🕌
৯। রোজা ধরে ইবাদত করলে বেশি বেশি সওয়াব লাভ হয়। 💫🤲
১০। গুনাহ থেকে মুক্তির অন্যতম সুযোগ হচ্ছে রোজা। ✨🕊️
১১। রোজার ব্যক্তিকে ইফতার করলে সমপরিমান সওয়াব পাওয়া যায়।
রোজার ব্যক্তিকে ইফতার করান। 🍉🥤
১২। রোজা ধরে বেশি বেশি দোয়া করুন।
কারণ রোজাদারের দুয়া কবুল হয়। 🤲💖
১৩। রোজার মাধ্যমে আমরা আত্মসংযম শিখি। 🕊️✨
১৪। রোজা রাখার মাধ্যমে আমাদের অন্তর ও আত্মা পরিশুদ্ধ হয়। 🤍🕌
১৫। রোজার অন্যতম বরকতময় আমল হচ্ছে তারাবির নামাজ।📿✨
১৬। রোজা শেখায় আমাদের ধৈর্য্য ও সহনশীল হতে। 💪🌿
১৭। রোজা আমাদের আত্মাকে প্রশান্তি এনে দেয়।☺️🌙
১৮। রোজা ধরে বেশি বেশি ইস্তেগফার করুন।
রোজা করে দোয়া করলে কবুল হয়। 🤲🕊️
১৯। তাকওয়া অর্জনের সর্বোত্তম উপায় হচ্ছে রোজা। 🌙📖
২০। রোজার মাসে গরিবদের ইফতার করান।
আল্লাহ আপনাকে অধিক সওয়াব দান করবেন🥘❤️
২১। রোজা আমাদের সুশৃঙ্খল হতে শেখায়। 📿🌿
২২। রোজার আসল সৌন্দর্য্য হচ্ছে রোজা আমাদের ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। 💫🌙
২৩। ইফতারের সময় দোয়া কবুল হয়।
তাই, ইফতারের সময় বেশি বেশি দোয়া করুন। 🤲✨
২৪। রোজা আমাদের অন্তরে প্রশান্তি নিয়ে আসে। ☺️💖
২৫। রোজা রাখার মাধ্যমে আমাদের মন ও আত্মা বিশুদ্ধ হয়। ☺️🌿
উপসংহার
উপরে রোজা নিয়ে স্ট্যাটাস গুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এই স্ট্যাটাসগুলো আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বন্ধুদের কাছে শুভেচ্ছাবার্তা হিসেবে শেয়ার করবেন। রমজান মাসে নিজে অধিক ইবাদত করুন ও অন্যকে ইবাদত করতে উদ্বুদ্ধ করুন।
আমরা আছি ফেসবুক ও ইউটিউবেও। এই লিংকে ক্লিক করে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
Discussion about this post