লখার একুশে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : অতি সাধারণ এক কিশোর লখা। কথা বলতে পারে না সে। কিন্তু তাতে কীই-বা আসে যায়। লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহিদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আঁ আঁ আঁ আঁ ধ্বনির মধ্য দিয়েই বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।
লখার একুশে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. লখা কোথায় ঘুমায়?
উত্তর: লখা ফুটপাতে কঠিন শানের উপর ঘুমায়।
২. লখার শয্যা কেমন ছিল?
উত্তর: লখার শয্যা ছিল ঠান্ডা শান, যা রাতে বরফের মতো ঠান্ডা হয়ে যায়।
৩. লখার মা কী কাজ করে?
উত্তর: লখার মা দিনভর কেঁদে-কেঁদে ভিখ মেঙে ফেরে।
৪. লখা কী করে মনটাকে শক্ত করে নিল?
উত্তর: লখা হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল।
৫. লখার কী ভয় ছিল?
উত্তর: লখার ভয় ছিল ছায়া দেখলে বুক কাঁপত।
৬. লখা কোথায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল?
উত্তর: লখা রেললাইন পেরিয়ে ওপারে যেতে বেরিয়ে গেল।
৭. লখা রেললাইন পেরিয়ে কী দেখতে পেল?
উত্তর: লখা একটি মস্ত নিচু খাদ দেখতে পেল।
৮. লখা কোথায় গিয়ে থামল?
উত্তর: লখা একটি অন্ধকার বনজঙ্গলে গিয়ে থামল।
৯. লখার বাঁ পায়ে কী ঢুকেছিল?
উত্তর: লখার বাঁ পায়ে কাঁটা ঢুকেছিল।
১০. লখা কেন কাঁদছিল?
উত্তর: লখা কাঁটায় যন্ত্রণা পেয়ে কাঁদছিল।
১১. লখা কোন গাছের নিচে পৌঁছেছিল?
উত্তর: লখা একটি অদ্ভুত গাছের নিচে পৌঁছেছিল, যার ডালে লাল ফুল ছিল।
১২. লখা কীভাবে গাছ থেকে ফুল পেড়ে নিল?
উত্তর: লখা গাছের ডালে চড়ে ফুল পেড়ে নিল।
১৩. লখা ফুল পেড়ে কী করেছিল?
উত্তর: লখা ফুল পেড়ে মাটিতে নেমে গর্বে বুক ফুলে উঠেছিল।
১৪. লখা ফুল পেড়ে মাটিতে নেমে কী অনুভব করছিল?
উত্তর: লখা ফুল পেড়ে মাটিতে নেমে শরীর জ্বলে যাচ্ছিল এবং রক্ত বের হচ্ছিল।
১৫. লখা কোথায় যাচ্ছিল ফুল নিয়ে?
উত্তর: লখা শহিদ মিনারে ফুল দিতে যাচ্ছিল।
১৬. লখা কোন গান গেয়ে চলেছিল?
উত্তর: লখা গেয়ে চলেছিল “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?”
১৭. লখার গলার শব্দ কী ছিল?
উত্তর: লখার গলার শব্দ ছিল ‘আঁ আঁ আঁ আঁ’, কারণ সে জন্মবোবা ছিল।
১৮. লখার বয়স কত?
উত্তর: লখার বয়স অল্প, কিন্তু সে দুষ্টু ছেলে।
১৯. লখা কাদের সঙ্গে শহিদ মিনারে ফুল দিতে গিয়েছিল?
উত্তর: লখা শত শত মানুষের সঙ্গে শহিদ মিনারে ফুল দিতে গিয়েছিল।
২০. লখা কোন কারণে শহিদ মিনারে ফুল দিতে যাচ্ছিল?
উত্তর: লখা শহিদ মিনারে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফুল দিতে যাচ্ছিল।
২১. লখা ফুটপাতে শুয়ে কেমন অনুভব করছিল?
উত্তর: লখা শীতে কাঁপছিল, গায়ে জ্বর উঠছিল এবং কাশি হচ্ছিল।
২২. লখার বাবা কোথায় ছিলেন?
উত্তর: লখা তার বাবা কে দেখেনি এবং চিনে না।
২৩. লখা মায়ের পাশে রাতে কীভাবে সময় কাটাত?
উত্তর: লখা মায়ের পাশে রাত কাটিয়ে খিদের কষ্ট ভুলে যেত।
২৪. লখা কিভাবে রেললাইন পেরিয়েছিল?
উত্তর: লখা রেললাইন পেরিয়ে সাবধানে ওপারে চলে গিয়েছিল।
২৫. লখা যখন গাছের মগডালে উঠেছিল, সে কী বলেছিল?
উত্তর: লখা বলেছিল, “এসো, লক্ষ্মীসোনারা সব নেমে এসো তো।”
২৬. লখা কাঁটা ঢুকে গেলে কী করেছিল?
উত্তর: লখা কাঁটা খসে ফেলে, কিন্তু বিষ যেত না, তাই কষ্ট সহ্য করেছিল।
২৭. লখা যখন ফুল নিয়ে মাটিতে নেমে এলো, সে কী অনুভব করছিল?
উত্তর: লখা ফুল নিয়ে মাটিতে নেমে শরীরে যন্ত্রণা অনুভব করছিল।
২৮. লখা যখন শহিদ মিনারে ফুল দিতে গিয়েছিল, তার কী পরিধান ছিল?
উত্তর: লখা গা-খোলা উদাম ছিল এবং হাতে ফুলের গুচ্ছ ছিল।
২৯. লখার গলায় শব্দ কেন আসছিল না?
উত্তর: লখার গলায় শব্দ আসছিল না কারণ সে জন্মবোবা ছিল।
৩০. লখার কাছে ফুলের গুচ্ছ কোথা থেকে এসেছিল?
উত্তর: লখার হাতে ফুলের গুচ্ছ গাছ থেকে পেড়ে আনা হয়েছিল।
লখার একুশে গল্পের প্রশ্ন উত্তর class 7
১. আবুবকর সিদ্দিক দীর্ঘদিন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন?
উত্তর: আবুবকর সিদ্দিক দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
২. ‘একাত্তরের হৃদয়ভস্ম’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘একাত্তরের হৃদয়ভস্ম’ গ্রন্থটির রচয়িতা আবুবকর সিদ্দিক।
৩. আবুবকর সিদ্দিক কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: আবুবকর সিদ্দিক বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন।
৪. কার পাশে গেলে লখা খিদের কষ্ট ভুলে যায়?
উত্তর: রাতে মায়ের পাশে গেলে লখা খিদের কষ্ট ভুলে যায়।
৫. লখা কীসের মতো চড় চড় করে গাছে উঠে গেল?
উত্তর: লখা কাঠবিড়ালির বাচ্চার মতো চড় চড় করে গাছে উঠে গেল।
৬. লাল টুকটুকে ফুলগুলো গাছের কোথায় ছিল?
উত্তর: লাল টুকটুকে ফুলগুলো মগডালের কাছাকাছি ছিল।
৭. শত শত মানুষ হাতে ফুল ও মুখে প্রভাতফেরির গান ও ধীর পায়ে কোন দিকে এগিয়ে যাচ্ছে?
উত্তর: শত শত মানুষ হাতে ফুল, মুখে প্রভাতফেরির গান ও ধীরে পায়ে শহিদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে।
৮. শত শত মানুষের ভিড়ের মধ্যে কাকে চেনা যাচ্ছে?
উত্তর: শত শত মানুষের ভিড়ের মধ্যে টোকাই লখাকে চেনা যাচ্ছে।
৯. লখা জন্মগতভাবে কেমন ছিল?
উত্তর: লখা জন্মগতভাবে বোবা ছিল অর্থাৎ কথা বলতে পারত না।
১০. লখার মনে মনে উচ্চারণ করা অ, আ, ক, খ বাইরে কেমন শব্দ হতো?
উত্তর: লখার মনে মনে উচ্চারণ করা অ, আ, ক, খ, বাইরে আঁ আঁ আঁ আঁ শব্দ হতো।
১১. লখার রাতের বিছানা কী?
উত্তর: লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন শান।
১২. লখার কোন পায়ে কাঁটা ঢুকে গেল?
উত্তর: লখার বাঁ পায়ে কাঁটা ঢুকে গেল।
১৩. লখা কী বলে কেঁদে ওঠে?
উত্তর: লখা আঁ আঁ বলে কেঁদে ওঠে।
১৪. লখার খালি গা ভিজে যায় কীসে?
উত্তর: লখার খালি গা শিশিরে ভিজে যায়।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে লখার একুশে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post