লখার একুশে গল্পের mcq প্রশ্ন উত্তর : গল্পটিতে একুশে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা। কথা বলতে পারে না সে। কিন্তু তাতে কীই-বা আসে যায়। লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহিদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আঁ আঁ আঁ আঁ ধ্বনির মধ্য দিয়েই বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।
লখার একুশে গল্পের mcq প্রশ্ন উত্তর
১. লখা কোথায় ফুল দিতে চেয়েছিল?
ক. শহিদ মিনারে
খ. স্মৃতিসৌধে
গ. বধ্যভূমিতে
ঘ. কবরে
২. লখা দিনের বেলায় রেললাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে কী দেখে?
ক. রেল গাড়ির আসা-যাওয়া
খ. থোকা থোকা ফুলের লাল ঝুঁটি
গ. লোকজনের যাওয়া আসা
ঘ. গাছপালার সবুজ সারি
৩. “হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা”- কথাটি দ্বারা লেখক কী বুঝিয়েছেন?
ক. লখার আত্মবিশ্বাসী মনোভাব
খ. লখার দুর্বলতা
গ. লখার ভীরুতা
ঘ. লখার অসহায়ত্ব
৪. লখা চড় চড় করে কোথায় উঠে গিয়েছিল?
ক. গাছে
খ. ছাদে
গ. রেলগাড়িতে
ঘ. দালানে
৫. ‘লখার একুশে’ নামকরণটি গল্পের-
ক. কাহিনী নির্ভর
খ. চরিত্র নির্ভর
গ. প্রেক্ষাপট নির্ভর
ঘ. বিশেষ ঘটনা নির্ভর
৬. ‘লখার একুশে’ কী ধরনের ঘটনা নিয়ে লিখিত?
ক. ঐতিহাসিক ঘটনা
খ. সামাজিক ঘটনা
গ. পারিবারিক ঘটনা
ঘ. অর্থনৈতিক ঘটনা
৭. ‘লখার একুশে’ গল্পে লখার ইচ্ছা ছিল-
ক. ফুল চুরি করার
খ. ফুল বাগানের মালিকে ধোকা দেয়ার
গ. শহিদ মিনারে ফুল দেয়ার
ঘ. ফুলের মালা বিক্রি করার
৮. “এসো, এসো, লক্ষ্মীসোনারা সব নেমে এসো তো”-কথাটি লখা কাদের বলেছিল?
ক. টুকটুকে থোকা ফুলকে
খ. খেলার সাথীদের
গ. ফুলের উপর উড়ন্ত প্রজাপতিদের
ঘ. পাখ-পাখালিদের
৯. শত শত মানুষ। হাতে ফুলের গুচ্ছ। ঠোঁটে-
ক. বিজয়ের গান
খ. প্রভাতফেরির গান
গ. আনন্দের গান
ঘ. দুঃখের গান
১০. ধীরে ধীরে সবাই কোথায় এগিয়ে গেল?
ক. শহিদ মিনারের দিকেখ
খ. বাড়ির দিকে
গ. বধ্যভূমির দিকে
ঘ. স্মৃতিসৌধের দিকে
১১. ভিড়ের মধ্যে ক্ষুদে টোকাই লখাকে চিনতে সাহায্য করেছিল তার-
ক. গাঢ় কালো রঙের উদাম শরীর
খ. বাক প্রতিবন্ধিত্ব
গ. হাতের ফুলের তোড়া
ঘ. জীর্ণশীর্ণ দেহ
১২. লখা ছিল-
ক. জন্মবোবা
খ. জন্মান্ধ
গ. খোঁড়া
ঘ. কালা
১৩. লখার মন বলতে চায়-
ক. বাংলা ভাষা
খ. ইংরেজি ভাষা
গ. ফারসি ভাষা
ঘ. আরবি ভাষা
১৪. বাংলাদেশে প্রভাতফেরি বলতে কোন অনুষ্ঠানকে বোঝানো হয়?
ক. ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান
খ. পহেলা বৈশাখের অনুষ্ঠান
গ. প্রভাতে গঙ্গা স্নানের অনুষ্ঠান
ঘ. বিজয় দিবসের অনুষ্ঠান
১৫. “সে দিনের সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। আকাশ হালকা কুয়াশা। অল্প অল্প শীত”-‘লখার একুশে’ গল্পে লেখক কোন সকালের কথা বলেছেন?
ক. একটি শীতের সকাল
খ. ২১শে ফেব্রুয়ারির সকাল
গ. ২৬শে মার্চের সকাল
ঘ. ২০শে ফেব্রুয়ারির সকাল
লখার একুশে গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১৬. লখা ফুলগুলোকে কেমন উঁচুতে রাখতে চায়?
ক. গাছের মগডালে
খ. মন্দিরের চূড়ায়
গ. স্মৃতিসৌধের চূড়ায়
ঘ. শহিদ মিনারের বেদিতে
১৭. ভোর রাতে লখা মায়ের পাশ থেকে উঠে পড়ল কেন?
ক. ছায়া দেখে ভয় পেয়ে
খ. স্বপ্ন দেখে
গ. ভাষা শহিদদের টানে
ঘ. জীবিকার তাগিদে
১৮. লখা কেমন প্রকৃতির ছেলে?
ক. শান্ত ছেলে
খ. ভারি দুষ্টু ছেলে
গ. ধূর্ত ছেলে
ঘ. অমনোযোগী ছেলে
১৯. লখার গায়ের রং কেমন?
ক. কালো
খ. শ্যামল
গ. ফর্সা
ঘ. বাদামি
২০. মিছিলের ঢল কোথায় এগিয়ে চলছে?
ক. স্মৃতিসৌধে
খ. শহিদ মিনারে
গ. বধ্যভূমিতে
ঘ. জাতীয় উদ্যানে
২১. লখা মনে মনে কী বলে?
ক. সালাম সালাম হাজার সালাম
খ. ভাত চাই, ভাত চাই
গ. বাংলা বাংলা
ঘ. অ, আ, ক, খ,
২২. একুশে ফেব্রুয়ারির প্রভাব কেমন?
ক. স্মৃতিবিনাশী
খ. অবিনাশী
গ. দুঃখনাশী
ঘ. জীবননাশী
২৩. “এই লখা, ছায়া দেখলে যার বুক কাঁপে-” এখানে লখা হলো-
ক. ভীতু
খ. নির্ভীক
গ. খেয়ালি
ঘ. জেদি
২৪. “লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন শান।” বাক্যটিতে প্রকাশিত হয়েছে লখার-
ক. মাতৃহীনতা
খ. পিতৃহীনতা
গ. দরিদ্রতা
ঘ. মূর্খতা
২৫. “হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিলো লখা”- এখানে লখার কোন দিকটি প্রকাশিত হয়েছে?
ক. সংশয়
খ. প্রত্যয়
গ. বিনয়
ঘ. আবেগ
২৬. লখার বাইরের আঁ আঁ ধ্বনি তার অন্তরের কোন দিকটির পরিচয়বাহী?
ক. মাতৃভক্তি
খ. সংগীত প্রীতি
গ. মাতৃভাষা প্রীতি
ঘ. বন্ধুবাৎসল্য
২৭. ‘লখার একুশে’ গল্পটির প্রেক্ষাপট কী?
ক. ৫২-র ভাষা আন্দোলন
খ. ৬৬-র ছয়দফা আন্দোলন
গ. ৬৯-র গণঅভ্যুত্থান
ঘ. ৭১-এর মুক্তিযুদ্ধ
২৮. লখার একুশে গল্পটি পাঠের উদ্দেশ্য হলো-
i. ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করা
ii. স্বাধীনতার চেতনা জাগ্রত করা
iii. অন্যায়ের প্রতিবাদ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. লখার আঁ আঁ আঁ শব্দের মধ্যে লুকিয়ে আছে-
i. একুশের অবিনাশী চেতনা
ii. বাঙালির গর্ব
iii. ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. ‘লখার একুশে’ গল্পটিতে চিত্রিত হয়েছে-
i. লখার জীবনকাহিনী
ii. ভাষা আন্দোলনের প্রতি লখার শ্রদ্ধাবোধ
iii. একটি প্রতিবন্ধী শিশুর অন্তরে একুশের চেতনার জাগরণ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে লখার একুশে গল্পের mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post