লাইব্রেরি প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৩ সালে বাংলায় এম.এ. পাস করেনকর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত ‘শিখা’ পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন ।
তাঁর লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। তাঁর গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষণীয় । মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও রচনা করেন। তাঁর প্রবন্ধগ্রন্থ সংস্কৃতি কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ-ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন।
লাইব্রেরি প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. জাতির জীবনধারা কয়টি ধারায় প্রবাহিত?
ক. তিনটি
খ. একটি
গ. চারটি
ঘ. দুইটি
২. পুস্তক নির্বাচনকালে কেমন হতে হবে?
ক. সংকীর্ণ মানসিকতার
খ. সংকীর্ণ মনোভাব বর্জিত
গ. উদাস
ঘ. শৌখিন
৩. কত জনের রুচির দিকে নজর রেখে পারিবারিক লাইব্রেরি সাজাতে হয়?
ক. ১০ জন
খ. ১১ জন
গ. ১২ জন
ঘ. ১৩ জন
৪. কার চালচলনে একটা স্বতন্ত্র ধরনের শ্রী ফুটে ওঠে?
ক. আধুনিক মানুষের
খ. শিক্ষিত মানুষের
গ. জ্ঞান-সম্পন্ন মানুষের
ঘ. পুস্তকবিমুখ মানুষের
৫. মোতাহের হোসেন চৌধুরী উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন—
ক. কুমিল্লা সরকারি কলেজ
খ. ভিক্টোরিয়া কলেজ
গ. ঢাকা কলেজ
ঘ. জগন্নাথ কলেজ
৬. মোতাহের হোসেন চৌধুরী এম.এ সম্পন্ন করেন—
ক. ১৯২৩ সালে
খ. ১৯৩৩ সালে
গ. ১৯৪৩ সালে
ঘ. ১৯৫৩ সালে
৭. ‘শ্রী’ শব্দের অর্থ কী?
ক. অসুন্দর
খ. কুৎসিত
গ. দর্শনীয়
ঘ. সৌন্দর্য
৮. স্পৃহা শব্দের অর্থ কী?
ক. ইচ্ছা
খ. সৃষ্টি
গ. বিকাশমান
ঘ. প্রগতি
৯. বিশ্বের জ্ঞানভান্ডার কীরূপ?
i. বহুমুখী
ii. বিপুল
iii. বিশাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. মানবসভ্যতার ক্রম অগ্রগতির ধারায় গ্রন্থাগারে সঞ্চিত হয়ে থাকে—
i. মানুষের অর্জিত জ্ঞান
ii. মহৎ অনুভব
iii. জ্ঞান-অন্বেষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
নয়ন বই পড়তে অনেক পছন্দ করে। তাই বছর দুই আগে সে তার নিজের পড়ার ঘরে ছোটোখাটো একটি লাইব্রেরি গড়ে তোলে। সেখানে সে তার পছন্দমতো বই দিয়ে লাইব্রেরিকে সজ্জিত করে। এখন তার ইচ্ছে হলো এই লাইব্রেরিটিকে পরিবারের সবার ব্যবহার উপযোগী করে গড়ে তোলা।
১১. উদ্দীপকে নয়নের বর্তমান যে লাইব্রেরি, সেটা কোন ধরনের?
ক. পারিবারিক
খ. ব্যক্তিগত
গ. সাধারণ
ঘ. জাতীয়
১২. এ ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্যগুলো হচ্ছে—
i. ব্যক্তি এখানে স্বেচ্ছাচারী সম্রাট
ii. ব্যক্তি তার মনমতো তাজমহল গড়ে তোলে
iii. অন্যদের মতামত নেওয়ার প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. লাইব্রেরি কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৪. কোনটি জাতির সভ্যতা ও উন্নতির মানদন্ড?
ক. স্থাপত্য
খ. সম্পদ
গ. লাইব্রেরি
ঘ. মার্কেট
১৫. তাজমহল কে তৈরি করেন?
ক. সম্রাট আকবর
খ. সম্রাট বাবর
গ. সম্রাট শাহজাহান
ঘ. সম্রাট আওরঙ্গজেব
লাইব্রেরি প্রবন্ধের mcq প্রশ্ন
১৬. কোন লাইব্রেরির ক্ষেত্রে বস্তুর বুচির ওপর একের অত্যাচার অশোভন বলা হয়েছে?
ক. ব্যক্তিগত লাইব্রেরি
খ. সাধারণ লাইব্রেরি
গ. অসাধারণ লাইব্রেরি
ঘ. পারিবারিক লাইব্রেরি
১৭. লাইব্রেরি কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৮. এক ব্যক্তির পক্ষে কি হওয়া অসম্ভব?
ক. সর্ববিদ্যাবিশারদ
খ. জ্ঞানী
গ. শাসক
ঘ. মহাজ্ঞানী
১৯. সত্যিকার বৈদগ্ধ্য বা চিৎপ্রকর্ষের অধিকারী হতে হলে কী করতে হবে?
ক. সম্পৎশালী হতে হবে
খ. ভালো মানুষ হতে হবে
গ. সততা বজায় রাখতে হবে
ঘ. লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গ হতে হবে
২০. বইয়ের মাধ্যমে গৃহসজ্জিত করলে বাইরের পারিপাট্যের সঙ্গে কী প্রকাশ পায়?
ক. ভালোবাসা
খ. মানসিক সৌন্দর্য
গ. ঘরোয়া সৌন্দর্য
ঘ. স্থাপত্যের সৌন্দর্য
২১. কোনটি আধুনিক জিনিস?
ক. সাধারণ পাঠাগার
খ. ব্যক্তিগত পাঠাগার
গ. পারিবারিক পাঠাগার
ঘ. জাতীয় পাঠাগার
২২. পাঠাগারের জন্ম কোনটি থেকে?
ক. সৌন্দর্যচর্চা থেকে
খ. জ্ঞানার্জনস্পৃহা থেকে
গ. গৃহসজ্জার ইচ্ছা
ঘ. ব্যক্তিগত ইচ্ছা
২৩. সাধারণ লাইব্রেরিতে কোন ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হয়?
ক. পুস্তক নির্বাচন
খ. পুস্তক শ্রেণিবদ্ধ
গ. পুস্তক সজ্জিতকরণ
ঘ. পুস্তক পাঠ
২৪. জাতির জীবনধারা কয়টি ধারায় প্রবাহিত?
ক. তিনটি
খ. একটি
গ. চারটি
ঘ. দুইটি
২৫. পুস্তক নির্বাচনকালে কেমন হতে হবে?
ক. সংকীর্ণ মানসিকতার
খ. সংকীর্ণ মনোভাব বর্জিত
গ. উদাস
ঘ. শৌখিন
২৬. পুস্তক লেখক—
ক. কোনো বিশেষ সম্প্রদায়ের লোক
খ. নির্দিষ্ট জাতির মধ্যে আবদ্ধ
গ. সংকীর্ণ মানসিকতাসম্পন্ন
ঘ. সমস্ত সম্প্রদায়ের আত্মীয়
২৭. কোনটি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড?
ক. স্থাপত্য
খ. সম্পদ
গ. লাইব্রেরি
ঘ. মার্কেট
২৮. জাতির দুটি জীবনধারার একটি হচ্ছে আত্মরক্ষা এবং অপরটি—
ক. স্বার্থ প্রসার
খ. ব্যক্তিস্বার্থ
গ. আত্মপ্রকাশ
ঘ. মহানুভবতা
২৯. কোনটির জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলন হুজুগপ্রিয়তা ও ভাববিলাসিতার নামান্তর?
ক. সৌন্দর্য
খ. বুদ্ধি
গ. সম্মান
ঘ. খ্যাতি
৩০. তাজমহল কে তৈরি করেন?
ক. সম্রাট আকবর
খ. সম্রাট বাবর
গ. সম্রাট শাহজাহান
ঘ. সম্রাট আওরঙ্গজেব
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে লাইব্রেরি প্রবন্ধের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post