নির্দিষ্ট কোন একটি রঙ থেকে শুরু করে বাহারি প্রিন্টের লিনেন পোশাক এখন ফ্যাশনের জন্য বেশ জনপ্রিয়। ক্রমাগত চাহিদা বৃদ্ধি পাওয়ায় লিনেন কাপড় চেনার উপায় জানা এখন অনিবার্য হয়ে পড়েছে। বিশেষ করে গরমে লিলেন পোশাক ব্যবহারের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। কারণ লিনেনে মেলে দারুণ স্বস্তি। অফিস থেকে শুরু করে যেকোনো উৎসব-অনুষ্ঠানে সব জায়গাতেই মানিয়ে যায় বাহারি ডিজাইনের লিনেনের পোশাক।
বর্তমানে ফ্যাশন সচেতন নারীদের কাছে সুতির চেয়ে লিনেনই বেশি জনপ্রিয়। সুতির পোশাক একবার পরলেই কুচকে যায়। অন্যদিকে লিলেন কাপড় সহজে কুচকে যায় না। ঝটপট ইস্ত্রি ছাড়াই লিলেনের পোশাক পরে যেকোনো জায়গা চলে যেতে পারবেন। দেখাবেও বেশ পরিপাটি।
সুতি ও লিনেন কাপড় চেনার উপায় গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর বুননের কারসাজি। সুতির উৎপত্তি হয় কার্পাস তুলো থেকে। অপরদিকে লিনেন তিসি থেকে উৎপাদিত হলেও অনেকগুলো প্রক্রিয়া শেষে এটি চূড়ান্তা রূপ লাভ করে। সুতির মতো লিনেন কাপড়ের বুননে ঘনত্ব খুব বেশি না হওয়ায় সহজেই এর মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে।
এখন সালোয়ার কামিজ, স্কার্ট, টপস, প্লাজু এমনকি ছেলেদের শার্ট-প্যান্ট সবকিছুই লিলেন দিয়ে তৈরি করা যায়। এ কাপড়ের রঙ বেশ টেকসই। শুধু ফ্যাশনেই নয়, লিনেনের আরও কিছু গুণ রয়েছে। লিনেন কাপড় চেনার উপায় এর পাশাপাশি জেনে নিন গুণ সম্পর্কে।
লিনেন কাপড়ের উপকারিতা
- লিনেনের পোশাক তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এ কাপড়ের পোশাক পরিধান করলে আপনার খুব বেশি গরম অনুভূত হবে না।
- এ ধরনের পোশাক শরীরের আর্দ্রতাকেও নিয়ন্ত্রণে রাখতে পারে। ফলে এই ধরনের পোশাকে শরীর থেকে ঘাম সহজেই বেরিয়ে যেতে পারে।
- শরীর ঠাণ্ডা রাখার পাশাপাশি লিনেন তাপ পরিবহন করতে পারে। ফলে শরীরে গরম না জমে তা কাপড়ের মাধ্যমে বাইরে বেড়িয়ে যায়।
- তাপ প্রতিফলন ক্ষমতাকে কাজে লাগিয়ে এটি শরীরে তাপ প্রবেশে বাধা দেয়। এর ফলে অনেকটা তাপ শরীরের ভেতরে ঢুকতেই পারে না ।
- লিনেন কাপড় সুতি বা সিল্ক থেকে কমপক্ষে ৩/৪ ডিগ্রি কম তাপমাত্রা রাখতে সাহায্য করে। এ ছাড়াও এ ধরনের পোশাকে সহজেই বাতাস প্রবেশ করতে পারে।
লিনেন কাপড় চেনার উপায়
লিনেন কাপড় চেনার উপায় খুব বেশি জটিল না হলেও অনেকেই ভালোভাবে বুঝে উঠতে পারে না। কারণ এখন কাপড়ে নানা সুতোর সংমিশ্রণ থাকায় খাঁটি সুতি ও লিনেন চেনাটা কঠিন! তবে আপনি হাতের স্পর্শেই সুতি বা লিনেন চিনতে পারবেন। সুতির কাপড় কুঁচকে গেলেও একটু টেনে ধরলে ভাঁজগুলো চলে যায়।
লিনেন কাপড়ে খুব সহজে কুচকে যাওয়ার বৈশিষ্ট্য নেই। তবে এটি যদি অনেক বেশি কুঁচকে যায় তাহলে সোজা করাও বেশ মুশকিল। লিনেন কাপড়ের রঙ সুতির চেয়ে বেশি উজ্জ্বল হয়ে থাকে। সুতি কাপড় হাত দিয়ে ধরলে খসখসে অনুভূতি হয়, যা লিনেন কাপড়ের ক্ষেত্রে হয় না।
কোন রঙের লিনেন পছন্দ করবেন?
সময় ভেদে লিনেন কাপড়ের পছন্দের ক্ষেত্রেও তারতম্য করা উচিত। দিনের বেলা পিচ, হালকা সবুজ, গোলাপি, হালকা হলুদ, সাদা প্যাস্টেল শেডের লিনেন পোশাক পরলে ভালো লাগে। তবে পোশাকে উজ্জ্বলতার ছোঁয়া রাখতে চাইলে পোশাকের রঙ হালকা রেখে, নকশায় উজ্জ্বল রঙ বাছতে পারেন।
অপরদিকে সন্ধ্যায় পিংক, ফুশিয়া রঙের শাড়ি দারুণ লাগবে। চেকড বা স্ট্রাইপড ডিজাইনের লিনেনে ভরা সন্ধ্যায় আপনি সবার নজর কাড়তে সক্ষম হবেন। ডিজাইনের ক্ষেত্রে ফ্লোরাল বা জিওমেট্রিক (জ্যামিতিক) স্টাইল হতে পারে আপনার জন্য পারফেক্ট পছন্দ।
►► আরো দেখো: ৫ মিনিটে খুশকি দূর করার উপায়
►► আরো দেখো: ত্বকের যত্নে শশার ফেসপ্যাক ব্যবহার
►► আরো দেখো: তৈলাক্ত ত্বকের যত্নে লেবুর ৩ টি ফেইসপ্যাক
লিনেন কাপড়ের যত্ন
লিনেন বেশ টেকসই ফ্যাব্রিক। কিছুদিন পরপর লিনেনের পোশাক পরিষ্কার করতে হয়। তবে ওয়াশিং মেশিনে লিনেন না ধোয়াই ভালো। ঠাণ্ডা পানিতে মাইল্ড ডিটারজেন্টে কাচার পর পানি ঝরিয়ে হালকা ভেজা অবস্থাতেই আয়রন করতে পারেন।
Discussion about this post