কোর্সটিকায় আজ প্রকাশিত হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অনার্স ১ম বর্ষ লোকপ্রশাসন পরিচিতি সাজেশন ২০২৫ । বিষয়ের নাম: লোকপ্রশাসন পরিচিতি। বিষয় কোড: ২১১৯০৭।
লোকপ্রশাসন পরিচিতি সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. `Administration’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: `Administration’ শব্দটি ল্যাটিন `Ad’ এবং `Mimistiare’ শব্দদ্বয় থেকে এসেছে।
২. ল্যাটিন ‘Mimistiare’ শব্দটির অর্থ কী?
উত্তর: ল্যাটিন ‘Mimistiare’ শব্দটির অর্থ ব্যবস্থপনা।
৩. লোকপ্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লোকপ্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
৪. লোক প্রশাসনের জনক কে? তিনি কোন দেশের নাগরিক?
উত্তর: লোক প্রশাসনের জনক উড্রো উইলসন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
৫. ASPA এর পূর্ণরূপ কি?
উত্তর: ASPAএর পূর্ণরূপ হল- American Society for Public Administration.
৬. POSDCORB এর প্রবক্তা কে?
উত্তর: POSDCORB এর প্রবক্তা বলা হয় লুথার গুলিককে।
৭. CPA এর পূর্ণরূপ কি?
উত্তর: CPA এর পূর্ণরূপ হল Comparative Public Administration.
৮. ‘Interjection to The Study of Public Administration’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Interjection to The Study of Public Administration’ গ্রন্থটি রচয়িতা এল. ডি. হোয়াইট।
৯. ‘Administration Behavior’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Administration Behavior’ গ্রন্থটির রচয়িতা H. A. Simon.
১০. লোকপ্রশাসনে কে ক্লাসিক্যাল মতবাদে প্রবর্তন করেন?
উত্তর: লোকপ্রশাসনের লুথার গুলিক ক্লাসিক্যাল মতবাদের প্রবর্তন করেন।
১১. ‘Principles of Public Administration’গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Principles of Public Administration’ গ্রন্থটির লেখক ডব্লিউ. এফ. উইলোবী।
১২. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ. ডব্লিউ. টেইলর।
১৩. সংগঠনের তত্ত্ব কয়টি?
উত্তর: সংগঠন সম্পর্কিত মতবাদ তিনটি। যথা- ১. সনাতন বা আনুষ্ঠানিক মতবাদ, ২. নব্য সনাতন অনুষ্ঠানিক মতবাদ ও ৩. আধুনিক মতবাদ।
১৪. সংগঠনের যেকোনো দুটি মূলনীতি উল্লেখ কর।
উত্তর: সংগঠনের চারটি মূলনীতি হল— ১. পদ সোপান নীতি, ২. নিয়ন্ত্রণ পরিধি, ৩. লাইন ও স্টাফ নীতি এবং ৪. সমন্বয়সাধন নীতি।
১৫. আদেশ গত ঐক্য কি?
উত্তর: কোন অধস্থন কর্মকর্তা তার নিকটস্থ উর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক প্রশাসনিক আদেশ বা নির্দেশ লাভ এবং তা পালন করাই আদেশগত ঐক্য।
১৬. দুজন সম্মোহনী নেতার নাম লেখ?
অথবা, কয়েকজন সম্মোহনী নেতার নাম উল্লেখ কর।
উত্তর: কয়েকজন সম্মানের নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, মাও সেতুং, ড. আহমেদ সুকর্ণ প্রমুখ।
১৭. কর্তৃত্ব অপর্ণ কি?
উত্তর: কোন উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নিম্ন পর্যায়ের কর্তৃপক্ষের নিকট সুনির্দিষ্ট কর্তৃত্ব অপর্ণ করাকে কর্তৃত্ব অপর্ণ বলে।
১৮. বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রীয় বিন্দু কোনটি?
উত্তর: বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রীয় বিন্দু সচিবালয়।
১৯. বিশেষজ্ঞ কে?
উত্তর: প্রশাসনিক কাজে নিয়োজিত বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী, কৃষিবিদ বা অন্য কোন বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তিগণই হচ্ছে বিশেষজ্ঞ।
২০. কেন্দ্রীকরণ কি?
উত্তর: সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রশাসনিক কর্তৃত্ব ও ক্ষমতা কেন্দ্রীভূতকরণকে কেন্দ্রিকরণ বলে।
২১. রাজনৈতিক বি কেন্দ্রিকরণ কি?
উত্তর: ও রাষ্ট্রীয় সরকারের ক্ষমতার কেন্দ্রীয় ও আঞ্চলিক বিভাজনকে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলা হয়।
২২. বাংলাদেশের নীতি প্রণয়নকারী দুটি সংবিধানিক সংস্থার নাম লেখ।
অথবা, বাংলাদেশের নীতি প্রণয়নকারী চারটি সংবিধানিক সংস্থার নাম লেখ।
উত্তর: বাংলাদেশের নীতি প্রণয়নকারী চারটি সংবিধানিক সংস্থা হল— ১. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ২. বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন, ৩. বাংলাদেশ নির্বাচন কমিশন ও ৪. মহাহিসাব নিরিকক্ষ।
২৩. BCS এর পূর্ণরূপ কি?
উত্তর: BCS এর পূর্ণরূপ হল- Bangladesh civil service.
২৪. ইউনিয়ন পরিষদ কোন বিকেন্দ্রীকরণের উদাহরণ?
উত্তর: ইউনিয়ন পরিষদ ক্ষমতা অর্পণ বিকেন্দ্রীকরণের উদাহরণ।
২৫. এর. ডি. হোয়াইট এর বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তর: এল. ডি. হোয়াইট এর বিখ্যাত গ্রন্থ টির নাম Introduction to The Study of Public Administration.
২৬. সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উত্তর: সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা চিহ্নিতকরণ।
২৭. কর্তৃত্ব কি?
উত্তর: আইনসম্মত আদেশ প্রদান এবং উক্ত আদেশ ক্ষমতাই হলো কর্তৃত্ব।
২৮. যোগাযোগ নেটওয়ার্ক কি?
উত্তর: একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি যখন একটি নির্দিষ্ট নকশা বা পদ্ধতি অনুসারে তথ্যের আদান-প্রধান করতে সক্ষম হয় তখন তাকে যোগাযোগ নেটওয়ার্ক বলে।
২৯. নিয়ন্ত্রণ পরিধি কি?
উত্তর: একজন প্রশাসক যতজন অধস্থন ব্যক্তি বা যতগুলো কাজের ইউনিটকে ব্যক্তিগতভাবে পরিচালনা করতে পারেন তার সংখ্যাকে নিয়ন্ত্রণ পরিধি বলে।
৩০. ‘The Principles of Scientific management’গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Principles of Scientific management’ গ্রন্থের লেখক ফ্রেডারিক ডব্লিউ টেইলর (Frederick W. Taylor)।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য কি?
২. লোক প্রশাসনের সাম্প্রতিক প্রবণতা সংক্ষেপে আলোচনা কর।
৩. রাজনৈতিক নিরপেক্ষতা কি?
৪. তুলনামূলক প্রশাসন বলতে কি বুঝ?
৫. রাজনীতি ও প্রশাসনের মধ্যকার সম্পর্ক আলোচনা কর।
৬. আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের মূল পার্থক্য নির্দেশ কর।
৭. সনাতন সংগঠনের বৈশিষ্ট্যসমূহ কি কি?
৮. প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বুঝায়?
৯. প্রশাসনিক ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?
১০. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও?
১১. পদসোপান নীতি বলতে কি বুঝ?
১২. নিয়ন্ত্রণ পরিধি উপাদানগুলো আলোচনা কর।
১৩. কর্তৃত্ব অর্পণের নীতিসমূহ বর্ণনা কর ।
১৪. বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝায়?
১৫. সমন্বয় সাধনের উপায়সমূহ কি কি?
১৬. সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বুঝায়?
১৭. সিদ্ধান্ত গ্রহণ এর ধাপসমূহ লেখ।
১৮.পরিকল্পনা বলতে কি বুঝায়?
১৯. উন্নয়ন প্রশাসন কি?
২০. POSDCORB ধারণাটি ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
২. লোক প্রশাসন অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩. লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৪. সংগঠনের সংজ্ঞা দাও। সংগঠনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর।
৫. প্রশাসনিক সংগঠনের আধুনিক মতবাদ আলোচনা কর।
৬. সংগঠনের মৌলিক নীতিমালাসমূহ আলোচনা কর।
৭. পদসোপান নীতি সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
৮.ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
৯. কর্তৃত্ব অর্পণের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১০. একটি দক্ষ ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা অর্জনে বিকেন্দ্রীকরণে গুরুত্ব ব্যাখ্যা কর।
১১. বাংলাদেশের সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞগণের মধ্যকার দ্বন্দ্ব আলোচনা কর। কিভাবে এই দ্বন্দ্ব নিরসন করা যেতে পারে?
১২. জেলা প্রশাসনের লক্ষ্যে, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা কর।
১৩. স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যকার বৈসাদৃশ্য আলোচনা কর।
১৪. প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করণের উপায়সমূহ আলোচনা কর।
অথবা, প্রশাসনিক জবাবদিহিতা অর্জনের পদ্ধতিসমূহ আলোচনা কর।
১৫. “ কর্ম বিভাগ যদি অপরিহার্য হয় তবে সমন্বয় অনিবার্য।”- ব্যাখ্যা কর।
১৬. সংগঠনের সাধনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৭. প্রশাসনিক যোগাযোগের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
অথবা, যোগাযোগের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
১৮. একটি আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা কর।
১৯. একটি রাষ্ট্রের আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর।
অথবা, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ বলতে কি বুঝ? কিভাবে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করা যায়?
২০.বাংলাদেশের প্রশাসন কী উন্নয়ন প্রশাসন?তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
আরো দেখাে : রাষ্ট্রবিজ্ঞান ১ম বর্ষের অন্যান্য সাবজেক্টের উত্তরসহ সাজেশন
রাষ্ট্রবিজ্ঞান অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীরা, উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৫ সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post