নতুন বছর পড়তে না পড়তেই সকলে নতুন বছরের সকল উৎসব কবে, কত তারিখে পালন করা হবে এগুলো জানতে আগ্রহী হয়ে উঠে। তেমনই মুসলিম ধর্মের মানুষেরা শবে বরাত ২০২৪ সালে কবে হবে, নতুন বছরের রোজা ও নতুন বছরের ঈদুল ফিতর কবে শুরু হবে এমন বিষয়গুলো জানতে আগ্রহী হয়ে থাকে। প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শবে বরাত শুরু হয় এবারও তার ব্যতিক্রম নয়।
ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যেসকল উৎসব ও অনুষ্ঠান পালন করা হয় তার তারিখ ইংরেজি ক্যালেন্ডার দেখেই বলে দেওয়া সম্ভব। কারণ ইংরেজি সাল অনুযায়ী পরের বছরে কোন মাস কতদিনের হবে তা আগে থেকে বলে দেওয়া সম্ভব। কিন্তু, ইসলামিক বর্ষপঞ্জি চাঁদ দেখার উপর নির্ভরশীল।
চাঁদের উপর নির্ভর করে ইসলামিক বর্ষপঞ্জিতে বিভিন্ন মাস ও বছর হিসেব করা হয়। যার ফলে প্রতি বছর মাস সমূহের মাঝে দিনের কম বেশী হয়ে থাকে। যার ফল হিসেবে প্রতি বছর ইসলামিক বিভিন্ন উৎসব, বিভিন্ন সময়ে হয়ে থাকে।
শবে বরাত ২০২৪ কত তারিখ
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের মধ্যবর্তী সময় তথা ১৩ ও ১৪ তারিখ পালিত হয় শবে বরাত। ১৩ তারিখ সূর্যাস্তের পর শুরু হয়ে ১৪ তারিখ সকাল পর্যন্ত চলে এই শবে বরাত। এই অনুষ্ঠানে মুসলিম ধর্মাবলম্বীরা সারারাত আল্লাহ তায়ালার ইবাদতে কাটান এবং ক্ষমা প্রার্থনা করেন।
যতদিন না শাবান মাস আসে ততদিন পর্যন্ত শবে বরাত কবে হবে এটি নির্দিষ্ট করে কখনোই বলা সম্ভব না। কেননা ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী কোন মাস কতদিনের হবে তা বলা সম্ভব নয়। তবে, সংযুক্ত আরব আমিরশাহির জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সোসাইটি ২০২৪ সালের শবে বরাত কবে হবে এটি নিয়ে গবেষণা করে একটি তারিখ প্রকাশিত করেছে।
খালিজ টাইমস তাদের একটি প্রতিবেদনে জানায় মধ্যপ্রাচ্যে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি শবে বরাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশে শবে বরাতের সময় হচ্ছে ২৬ শে ফেব্রুয়ারি। যা ইতিমধ্যে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা এর মাঝে প্রকাশ পেয়েছে।
শেষ কথা
শবে বরাত ২০২৪ সালে কবে হবে তা নিয়ে গবেষণা করে একটি তারিখ বের করা হলেও শতভাগ নিশ্চিত হয়ে বলা যাবে না যে, উক্ত তারিখেই শবে বরাত হবে। তবে উক্ত সময়েই বা উক্ত সময় থেকে এক থেকে দুই দিন আগে বা পড়ে এর মধ্যে শবে বরাত অনুষ্ঠিত হবে।
Discussion about this post