শরণার্থী শিবিরে এডওয়ার্ড কেনেডি : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন নানা দেশের অজস্র সহমর্মী মানুষ। যুদ্ধের মাঠে, রাষ্ট্রে রাষ্ট্রে, শরণার্থী শিবিরে, প্রতিবাদে বা জনমত গঠনে কঠিন সেই সময়ে তাঁরা ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধে এসব বিদেশি বন্ধুদের মধ্যে অন্যতম একজন এডওয়ার্ড কেনেডি। ৭ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৪র্থ অধ্যায়ে আজ আমরা আলোচনা করব, মহান মুক্তিযুদ্ধে এডওয়ার্ড কেনেডির অবদান নিয়ে।
এডওয়ার্ড কেনেডির সংক্ষিপ্ত পরিচয়
- নাম: এডওয়ার্ড মুর কেনেডি
- জন্ম: ২২ ফেব্রুয়ারি, ১৯৩২।
- মৃত্যু: ২৫ আগস্ট, ২০০৯।
- পেশা: রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর।
শরণার্থী শিবিরে এডওয়ার্ড কেনেডি
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের পক্ষে। অথচ তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর, এডওয়ার্ড কেনেডি ছিলেন এই যুদ্ধের ঘোরবিরোধী। তিনি কোনো মতেই পূর্ব পাকিস্তানের মানুষের ওপর এমন বর্বরোচিত অত্যাচার মেনে নিতে পারেননি। পশ্চিমা দেশগুলোর মধ্যে যারা সরাসরি পাকিস্তানী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ছিলেন, এডওয়ার্ড কেনেডি তাদের অন্যতম।
তিনি যখন জানতে পারেন লাখ লাখ শরণার্থী জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছে, তখন তিনি আর বসে থাকতে পারেননি। একাত্তরের ১১ই আগস্ট মাদার তেরেসাসহ কলকাতায় একটি শরণার্থী হাসপাতাল পরিদর্শন করেন কেনেডি। এছাড়াও বিভিন্ন শরণার্থী শিবির ঘুরে ঘুরে স্বচক্ষে দেখেছেন অসহায় মানুষের দুর্দশা। এরপর দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আমেরিকার যুদ্ধে সমর্থন নীতির তীব্র সমালোচনা করেন তিনি। এর আগে ৩ মে মার্কিন সিনেটে বাংলাদেশে দুর্ভিক্ষের হুমকি মোকাবিলার আহ্বান জানান তিনি।
ওয়াশিংটন ফিরে ন্যাশনাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শরণার্থী শিবিরের মানবেতর অবস্থা, শিশুমৃত্যু এবং অসহায় নারী-পুরুষের যে চিত্র তিনি মেলে ধরেন, তা রাজনীতি ছাপিয়ে মানবতার নিবিড় প্রতিচ্ছবি তুলে ধরে। একাত্তরে পাকস্তানিদের নৃসংশতা কথা ব্যক্ত করে তিনি জাতিসংঘকে তৎপর হওয়ার তাগিদ দেন। ৭ ডিসেম্বর সিনেটে দেওয়া দীর্ঘ বক্তৃতায় কেনেডি বাংলাদেশে নয় মাসে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের বিবরণ তুলে ধরেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এডওয়ার্ড কেনেডি সদ্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে আসেন। এখানে তিনি একটি শোভাযাত্রায় অংশ নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থন বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার জন্য আমরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করব।
আরো দেখো: ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সকল অধ্যায়ের সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের শরণার্থী শিবিরে এডওয়ার্ড কেনেডি এবং আমাদের মুক্তিযুদ্ধে তাঁর অবদান তুলে ধরা হয়েছে। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post