৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ২য় অধ্যায় mcq : নেতৃত্বদান ও মানবসেবায় স্কাউটিং ও গার্ল গাইডিং : স্কাউটিং এবং গার্ল গাইডের মূলমন্ত্রই হচ্ছে ‘সেবা’ ও ‘সদা প্রস্তুত’। প্রত্যেক স্কাউট ও গার্ল গাইড অপরের সেবার জন্য বা যেকোনো ভালো কাজ করার জন্য সব সময় প্রস্তুত থাকে। ছোট হোক, বড় হোক যেকোনো কাজ করে মানুষের সেবা করাই তাদের মূল উদ্দেশ্য। এই কাজের মধ্য দিয়ে একজন স্কাউট ও গার্ল গাইড নেতৃত্বের গুণাবলি অর্জন করে।
৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ২য় অধ্যায় mcq
১. হাইকিং কোন ধরনের কর্মসূচি?
ক রাজনৈতিক
খ সামাজিক
● শিক্ষামূলক
ঘ উন্নয়নমূলক
২. প্রাথমিক চিকিৎসার কথা সর্বপ্রথম কে বলেছেন?
● ডা. ফ্রেডিক এজমার্ক
খ ড. জেমস নেইসমিথ
গ জিন হেনরি ডুনান্ট
ঘ লর্ড ব্যাডেন পাওয়েল
৩. হাতের কব্জি ঝুলিয়ে রাখতে কোন ব্যান্ডেজ ব্যবহার করা হয়?
● রোলার
খ আর্ম স্লিং
গ মাল্টি টেইল
ঘ ট্রায়াঙ্গুলার
৪. হাইকিংয়ের সফলতা নির্ভর করে কোনটির উপর?
● পরিকল্পনা
খ তাবু জলসা
গ কম্পাস
ঘ মানচিত্র
৫. সাধারণত ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা ভালো?
ক স্পিরিট
খ পটাসিয়াম পারম্যাংগানেট
গ টিংচার আয়োডিন
● অ্যান্টিসেপটিক পাউডার
৬. মাল্টিটেইল ব্যান্ডেজ-
র. সাধারণত চোয়ালের ক্ষতে ব্যবহৃত হয়
রর. কপালে ব্যবহার করা হয়
ররর. বহু প্রান্তিক বা ঞ আকৃতির হয়
নিচের কোনটি সঠিক?
ক র
খ রর
● র ও ররর
ঘ রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
সদিচ্ছা ছোট বেলা হতে পরোপকারী। মানুষের কষ্ট তার ভালো লাগে না। কীভাবে সে মানুষকে তাদের বিপদে আপদে সাহায্য করবে প্রায়ই এ বিষয়ে বাবা মাকে প্রশ্ন করে। বাবা বললেন, তোমাদের বিদ্যালয়েই অনেক সেবামূলক সংগঠন আছে। শিক্ষকদের সাথে পরামর্শ করে যেকোনো একটির সদস্য হয়ে যাও।
৭. সদিচ্ছার জন্য সুবিধাজনক সেবামূলক সংগঠন কোনটি?
ক স্কাউট
● গার্ল গাইড
গ রেড ক্রস
ঘ রেড ক্রিসেন্ট
৮. সেবামূলক সংগঠনের সদস্য হলে সদিচ্ছার যা করার সম্ভাবনা তা হলো-
র. শিশু ও বয়স্কদের প্রয়োজনে রাস্তা পারাপারে সাহায্য করা
রর. হারিয়ে যাওয়া শিশুদের বাড়ি পৌঁছে দেওয়া
ররর. আহত কাউকে হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক র
খ র ও রর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
খুশবু বিদ্যালয় থেকে বাড়িতে আসার পর বিকালে মাঠে খেলতে গিয়েছিল। খেরার সময় ইটের উপর পড়ে গিয়ে পা কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। খুশবুর বন্ধুরাই তাকে সহযোগিতার জন্য দৌঁড়ে আসে এবং তাদের সঙ্গে যা ছিল তা দিয়ে প্রথমে রক্ত পড়া বন্ধ করলে তারপর তাকে হাসপাতালে নিয়ে গেল।
৯. খুশবুর বন্ধুদের প্রতি সম্পাদিত কাজটি কী?
ক হাতুড়ে চিকিৎসা
● প্রাথমিক চিকিৎসা
গ পর্যবেক্ষণ
ঘ চিকিৎসা
১০. খুশবুর বন্ধুদের মতো সবার করণীয়-
র. ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করা
রর. ক্ষতস্থানে কিছু থাকলে বের করে দেয়া
ররর. ক্ষতস্থানে ম্যাসেজ করা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
স্বনন তার বিদ্যালয়ের একটি সংগঠনের সাথে জড়িত। এই সংগঠনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা কাজের জন্য প্রস্তুত থাকা। সংগঠনটি সাতটি আইনের মাধ্যমে পরিচালিত হয়। এই সংগঠনটির কর্মকাণ্ডের ফলে তার বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
১১. স্বনন কোন সংগঠনের সাথে জড়িত?
ক গার্ল গাইড
● স্কাউট
গ রেড ক্রিসেন্ট
ঘ রেড ক্রস
১২. স্বননের সংগঠনটির সফল বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের মধ্যে-
র. মানবিক মূলবোধ সৃষ্টি হবে
রর. সমাজে সচেতনতা দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে
ররর. গোষ্ঠীগত দৃষ্টিভঙ্গি তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৩. কার সুপারিশক্রমে হাইকিং এর কর্মসূচি প্রণয়ন করতে হবে?
ক উপদল নেতা
খ জমির মালিক
গ থানা কমিশনার
● গ্রুপ স্কাউট কাউন্সিল
১৪. দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বিবেচনায় আমাদের জাতীয় পতাকার অনুরূপ নিচের কোন সংস্থার পতাকা?
ক স্কাউট ও গার্ল গাইড
● রেড ক্রিসেন্ট
গ জাতিসংঘ
ঘ বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল
১৫. কোন কাপড়ের ব্যান্ডেজ সাধারণ ক্ষেত্রে বেশি ভালো?
ক অধিক ইলাস্টিক
● শক্ত
গ রেশম
ঘ নরম
১৬. একজন খেলোয়াড়ের হাঁটুতে আঘাত লাগলে কী ধরনের ব্যান্ডেজ ব্যবহার করা হয়?
ক নি ব্যান্ডেজ
● রোলার ব্যান্ডেজ
গ ক্রেপ ব্যান্ডেজ
ঘ ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ
১৭. ব্যান্ডেজ কত প্রকার?
ক ২ প্রকার
● ৩ প্রকার
গ ৪ প্রকার
ঘ ৫ প্রকার
১৮. ১৯৬৩ সালে জিন হেনরি কী নামে কমিটি গঠন করেছিলেন?
● কমিটি অব ফাইভ
খ কমিটি অব ফোর
গ কমিটি অব সিক্স
ঘ কমিটি অব রেড ক্রিসেন্ট
১৯. কম্পাস যন্ত্রটি কী কাজে ব্যবহৃত হয়?
ক গতি নির্ণকারী
খ শব্দ নির্ণয়কারী
গ আলো নির্ণয়কারী
● দিক নির্ণয়কারী
২০. রেড ক্রিসেন্ট শব্দটি ব্যবহৃত হয় কোন অঞ্চলে?
● মুসলিম বিশ্বে
খ ইউরোপে
গ ইহুদি রাষ্ট্রে
ঘ ওশেনিয়া অঞ্চলে
২১. ক্ষতস্থানকে ঢেকে রাখার জন্য গজ, ব্যান্ডেজ, তুলা ইত্যাদি ব্যবহারকে কী বলে?
ক হাইকিং
খ ট্রাকিং
● ড্রেসিং
ঘ ব্যান্ডিং
২২. স্কাউট ও গার্ল গাইডের স্লোগান কোনটি?
ক প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করা
● প্রতিদিন কারো না কারো উপকার করা
গ প্রতিদিন সত্য কথা বলা
ঘ প্রতিদিন নির্দিষ্ট এলাকা ভ্রমণ করা
২৩. যে সকল অ্যান্টিবায়োটিক সরাসরি ক্ষতস্থানে ব্যবহার থেকে বিরত থাকা উচিত
র. পটাশিয়াম পারম্যাঙ্গানেট
রর. স্পিরিট
ররর. টিংচার আয়োডিন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২৪. প্রাথমিক চিকিৎসা সেবাদানকারীকে প্রথমেই-
র. নিজের হাত জীবাণুমুক্ত করতে হবে
রর. ব্যান্ডেজ নিয়ে দৌঁড়াতে হবে
ররর. ক্ষতস্থান দিয়ে রক্ত পড়া বন্ধ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ রর ও ররর
● র ও ররর
ঘ র, রর ও ররর
২৫. একজন স্কাউট বা গার্ল গাইড সাহায্য করতে পারে
র. অন্ধকে রাস্তা পার হতে
রর. পথের গর্ত ভরাট করে
ররর. প্রতিদিন গাছ কেটে
নিচের কোনটি সঠিক?
ক রর ও ররর
খ র ও ররর
গ র, রর ও ররর
● র ও রর
২৬. স্কাউটিং ও গার্ল গাইডিং কী? (জ্ঞান)
ক ছাত্র আন্দোলন
● যুব আন্দোলন
গ নারী আন্দোলন
ঘ বয়স্ক আন্দোলন
২৭. স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা কে? [খুলনা মডেল স্কুল এন্ড কলেজ]
● লর্ড ব্যাডেন পাওয়েল
খ ড. জন স্মিথ
গ জিন হেনরি ডুনান্ট
ঘ ড. ফ্রেডিক এজমার্ক
২৮. লর্ড ব্যাডেন পাওয়েল কত সালে স্কাউটিং প্রবর্তন করেন? (জ্ঞান)
● ১৯০৭
খ ১৯১০
গ ১৯৬৫
ঘ ১৯৭৪
২৯. গার্ল গাইডের প্রবর্তন কাল কোনটি? (জ্ঞান)
ক ১৯০৭
● ১৯১০
গ ১৯৬৫
ঘ ১৯৭৪
৩০. কত সালে বাংলাদেশে বয়েজ স্কাউট গঠিত? (জ্ঞান)
ক ১৯১০
খ ১৯০৭
● ১৯৭২
ঘ ১৯৭৪
৩১. বাংলাদেশে বয়েজ স্কাউটের বর্তমান নাম কী? (জ্ঞান)
ক বাংলাদেশ স্কাউটিং
খ বাংলাদেশ বয়েজ স্কাউট
● বাংলাদেশ স্কাউট সমিতি
ঘ বাংলাদেশ স্কাউট কাউন্সিল
৩২. বাংলাদেশ স্কাউট সমিতি কত সালে আন্তর্জাতিক স্কাউট সমিতির অনুমোদন পায়? (জ্ঞান)
ক ১৯৭২
খ ১৯৭৩
● ১৯৭৪
ঘ ১৯৭৬
৩৩. রেড ক্রিসেন্ট আন্দোলনটি কোন ধরনের আন্দোলন? (জ্ঞান)
ক ধর্মাবলম্বী আন্দোলন
খ জাতিগত আন্দোলন
● আন্তর্জাতিক মানবতাবাদী আন্দোলন
ঘ যুদ্ধাবন্দির বিরুদ্ধে আন্দোলন
৩৪. রেড ক্রিসেন্ট আন্দোলন একটি আন্তর্জাতিক মানবতাবাদী আন্দোলন। এই আন্দোলনে মানুষকে কীভাবে সেবা প্রদান করা হয়? (উচ্চতর দক্ষতা)
ক জাতি, ধর্ম, বর্ণ অনুসারে
● জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে রেখে
গ গুণ, প্রতিভা, ঐশ্বর্য অনুসারে
ঘ শিশু, যুবক, বৃদ্ধ অনুসারে
৩৫. রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল লক্ষ্য কোনটি? (অনুধাবন)
● মানুষের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করা
খ জাতিগত বিভেদ দূর করা
গ রাজনৈতিক বিদ্বেষ দূর করা
ঘ ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধ করা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৬. স্কাউটিং একটি- (অনুধাবন)
র. ছাত্র আন্দোলন
রর. অরাজনৈতিক আন্দোলন
ররর. সমাজ সেবামূলক আন্দোলন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৭. বাংলাদেশ স্কাউট সমিতি- (অনুধাবন)
র. স্বাধীনতার পূর্বে গঠিত হয়েছে
রর. ছেলেমেয়ে উভয়কে সদস্য পদ দেয়
ররর. আন্তর্জাতিক স্কাউট সমিতির অনুমোদন প্রাপ্ত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৮. রেড ক্রিসেন্ট মানবসেবার ক্ষেত্রে বিবেচনার বাইরে রাখে- (অনুধাবন)
র. বর্ণ
রর. ধর্ম
ররর. জাতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৯. রেড ক্রিসেন্টের কাজের আওতায় রয়েছে- (অনুধাবন)
র. মানুষের জীবন রক্ষা করা
রর. মানুষের চরিত্র গঠন করা
ররর. মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪০. রাজিব মানুষের সেবা করতে চায়। এ লক্ষ্য অর্জনে সে যোগ দিতে পারে- (প্রয়োগ)
র. স্কাউটিং আন্দোলনে
রর. গার্ল গাইডিং আন্দোলনে
ররর. রেড ক্রিসেন্ট আন্দোলনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
পাঠ-১ : হাইকিং ও প্রজেক্ট তৈরি
৪১. হাইকিং শব্দের অর্থ কী? [পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক খেলাধুলা
খ শিক্ষামূলক ভ্রমণ
● উদ্দেশ্যমূলক ভ্রমণ
ঘ নির্জন স্থান
৪২. কীভাবে হাইকের মাঝে মাঝে স্কাউট ও গার্ল গাইড প্রশিক্ষণ অনুশীলন করা যায়? (অনুধাবন)
ক পাইওনিয়ারিং করে
খ একাধিক রাত্রি পরিশ্রম করে
● প্রতিবন্ধকতা বা স্টেশন করে
ঘ শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে
৪৩. হাইকিংয়র অংশ নিলে স্কাউট ও গার্ল গাইডরা কীভাবে উপকৃত হয়? (অনুধাবন)
ক পরীক্ষায় অধিক নম্বর পায়
খ ক্লাসে নেতৃত্ব দানের সুযোগ পায়
গ কম্পাস তৈরির কৌশল শিখতে পারে
● পরিবেশ ও প্রকৃতি পর্যবেক্ষণ করতে পারে
৪৪. হাইকিংয়ে স্কাউট ও গার্ল গাইডরা কীভাবে ভ্রমণ করে? (জ্ঞান)
● পায়ে হেঁটে
খ রিকশায় চড়ে
গ বাসে চড়ে
ঘ নৌকায় চড়ে
৪৫. নিতুন একজন স্কাউট হিসেবে এই প্রথম হাইকিংয়ে যোগ দিয়েছে। এই কর্মসূচি তাকে কোন বিষয়টি শিখতে সাহায্য করবে? (প্রয়োগ)
ক চিঠি লেখা
● ফিল্ডবুক তৈরি
গ পোশাক সেলাই
ঘ গাড়ি চালানো
৪৬. শিক্ষামূলক কর্মসূচি কোনটি? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর]
● হাইকিং
খ প্রজেক্ট তৈরি
গ গাইডিং
ঘ পর্যবেক্ষণ
৪৭. হাইক শেষে কোথায় পৌঁছে রিপোর্ট করতে হয়? (জ্ঞান)
ক বাড়িতে
খ বিদ্যালয়ে
● ক্যাম্পে
ঘ নির্দিষ্ট গন্তব্যে
৪৮. নীলা অষ্টম শ্রেণির ছাত্রী। সে হাইকিং পছন্দ করে। হাইকিং করা তার শরীরের জন্য কেমন? (প্রয়েগ)
ক ক্ষতিকর
খ কষ্টকর
গ অসহনীয়
● উপকারী
৪৯. পথ নির্দেশিকা অনুসরণ করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে স্কাউট ও গার্ল গাইডদের পায়ে হেঁটে ভ্রমণ করাকে হাইকিং বলে। এরূপ ভ্রমণ সম্পর্কে নিচের কোন তথ্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? (উচ্চতর দক্ষতা)
● পরিশ্রম এবং কষ্টের কাজ
খ আনন্দের এবং ক্ষতিকর কাজ
গ প্রাত্যহিক এবং নিয়মিত কাজ
ঘ উত্তেজনাহীন এবং শিক্ষামূলক কাজ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫০. হাইকিংয়ের সময় স্কাউট ও গার্ল গাইডরা (অনুধাবন)
র. পায়ে হেঁটে ভ্রমণ করে
রর. পথ নির্দেশিকা অনুসরণ করে
ররর. পরিবেশ ও প্রকৃতি পর্যবেক্ষণ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫১. জিয়া একটি স্কাউট দলের সদস্য। দলের সাথে উদ্দেশ্যমূলক ভ্রমণে বের হলে সে শিখতে পারবে- (প্রয়োগ)
র. মানচিত্র অঙ্কন
রর. কম্পাস তৈরি
ররর. সামাজিক জরিপ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫২. সাধারণত হাইকিংয়ে অংশগ্রহণ করতে পারে- [খুলনা জিলা স্কুল]
র. একজন রর. দুইজন
ররর. একটি উপদল তৈরি করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
র, রর ও ররর
৫৩. রাহাত একটি স্কাউট দলের সাথে বালিয়াটি রাজবাড়ির উদ্দেশ্যে হাইকিংয়ে বের হয়েছে। গন্তব্য স্থলে পৌঁছার পর তাদের কাজ হবে- (প্রয়োগ)
র. তাঁবু খাটানো
রর. রান্না করা
ররর. কর্মসূচি প্রণয়ন করা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫৪. স্কাউট এবং গার্ল গাইডদের জন্য হাইকিং অত্যন্ত গরুত্বপূর্ণ কেননা এ ধরনের কর্মসূচি তাদের সহায়তা করে- [খুলনা মডেল স্কুল এন্ড কলেজ]
র. জ্ঞানার্জনে
রর. উত্তেজনা পরিহারে
ররর. সুস্বাস্থ্য গঠনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫৫. হাইকিং একটি- [খুলনা মডেল স্কুল এন্ড কলেজ]
র. চিত্তবিনোদন কর্মসূচি
রর. উদ্দীপনাপূর্ণ কর্মসূচি
ররর. শিক্ষামূলক কর্মসূচি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও :
শোয়েব তাদের বিদ্যালয়ের মাধ্যমে একটি আন্তর্জাতিক সেবামূলক আন্দোলনের সাথে যুক্ত। এই আন্দোলনের সাধারণ কর্মসূচিতে অংশ নিয়ে সে প্রায়ই দলের সাথে পায়ে হেঁটে বিভিন্ন স্থানে ভ্রমণে যায়। এ ধরনের ভ্রমণ কষ্টের কাজ হলেও তার স্বাস্থের জন্য খুবই উপকারী।
৫৬. শোয়েব যে ধরনের ভ্রমণে যায় তার নাম কী? (প্রয়োগ)
ক ম্যারাথন
● হাইকিং
গ হার্ডেল
ঘ প্রজেক্ট
৫৭. উক্ত ভ্রমণ সম্পর্কে প্রয়োজ্য- (উচ্চতর দক্ষতা)
র. পরিশ্রমের কাজ
রর. শিক্ষামূলক কর্মসূচি
ররর. মনকে উদার করে তুলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৮. কম্পাস কী? [ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, ঢাকা]
ক চিত্র আঁকার যন্ত্র
খ জ্যামিতি আঁকার যন্ত্র
গ সময় নির্ণয়কারী যন্ত্র
● দিক নির্ণয়কারী যন্ত্র
৫৯. কম্পাসের উপরিভাগ দেখতে কেমন? (জ্ঞান)
ক গোলাকার চুম্বাকৃতির মতো
খ অর্থাকৃতি চাঁদের মতো
● ঘড়ির ডায়ালের মতো
ঘ ব্লেডের মতো
৬০. কম্পাসের মাঝখানে কী থাকে? (জ্ঞান)
ক চেইন
● কাঁটা
গ দন্ত
ঘ বল
►► আরো দেখো: ৮ম শ্রেণির বাংলা ২য় সকল পরিচ্ছেদের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post