৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ৩য় অধ্যায় mcq : এইডসের লক্ষণসমূহ : এইডসের লক্ষণসমূহ হলো- শরীরের ওজন দ্রুত হ্রাস পাওয়া। অজানা কারণে দুই মাসের অধিক সময় জ্বর থাকা। দীর্ঘদিন ধরে শুকনো কাশি থাকা। দুই মাসের অধিক সময় ধরে পাতলা পায়খানা হওয়া।
এইচআইভি ও এইডস সংক্রমণের ঝুঁকি : এইডস একটি ঘাতক ব্যাধি। এই রোগ সম্পূর্ণরূপে নিরাময়ের ওষুধ এখনও আবিষ্কার হয়নি। এইচআইভি ভাইরাস মানবদেহে প্রবেশ করে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে দেয় বলে এর একমাত্র পরিণতি মৃত্যু।
এইচআইভি ও এইডস প্রতিরোধে করণীয় : অপরীক্ষিত রক্ত গ্রহণ করা যাবে না। অন্যের ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড বা রেজার ব্যবহার করা যাবে না। অনৈতিক, অনিরাপদ ও অনিয়ন্ত্রিত শারীরিক সম্পর্ক করা যাবে না। অপারেশনে বিশুদ্ধ যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ৩য় অধ্যায় mcq
১. এইডস সর্বপ্রথম কত সালে সনাক্ত হয়?
ক ১৯৮০
● ১৯৮১
গ ১৯৮২
ঘ ১৯৮৩
২. এইচআইভি কী?
ক রোগ
● ভাইরাস
গ ব্যাকটেরিয়া
ঘ আয়োডিন
৩. সর্বপ্রথম এইডস সনাক্ত হয় কোন দেশে?
● আমেরিকা
খ ভিয়েতনাম
গ ভারত
ঘ কম্পোডিয়া
৪. এইডস আক্রান্ত মায়েদের শিশুর এইডস হতে পারে-
র. মায়ের দুধ পান করলে রর. মায়ের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে
ররর. মায়ের রক্ত গ্রহণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫. এইডস-এর ক্ষেত্রে-
র. এর নির্দিষ্ট কোন লক্ষণ নেই
রর. এটি একটি নীরব ঘাতক
ররর. সঠিক নিয়মে ওষুধ খেলে এটি ভালো হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৬. এইডস প্রতিরোধে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটি?
ক চিকিৎসকদের এইডস সম্পর্কে প্রশিক্ষণ প্রদান
খ এইডস আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা করা
● এইডস সম্পর্কে সকলকে সচেতন করা
ঘ এইডস আক্রান্ত লোকদের চিহ্নিত করা
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর :
সড়ক দুর্ঘটনায় আহত আকাশের জরুরি রক্তের প্রয়োজন হলে তৎক্ষনাৎ অপরিচিত একজনের রক্ত আকাশকে দেওয়া হয়। সুস্থ হওয়ার কিছুদিন পর আকাশ এক রোগে আক্রান্ত হয়। এতে তার একটানা জ্বর, কাশি এবং লসিকা গ্রন্থি ফুলে যাওয়ার লক্ষণ দেখা যায়।
৭. আকাশ নিচের কোন রোগে আক্রান্ত হয়েছে?
ক ক্যান্সার
খ নিউমোনিয়া
● এইডস
ঘ জন্ডিস
৮. আকাশের রোগটিতে আক্রান্ত হওয়ার কারণ-
র. সড়ক দুর্ঘটনায় আহত হওয়া
রর. পরীক্ষা ছাড়া রক্ত গ্রহণ
ররর. রোগটি সম্পর্কে অসচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক র খ
র ও রর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
করিম একটি ফার্মে চাকুরি করেন। দুইমাস ধরে তার জ্বর এবং কাশি থাকায় তার ঘনিষ্ঠ সহকর্মী জামান তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার করিমের রক্ত পরীক্ষা করে জামানকে জানায় করিম এইডস রোগে আক্রান্ত। ভয়ে জামান করিমকে ডাক্তারখানায় রেখেই বাড়ি চলে গেল। খবরটি শুনে করিমের বাড়ির সবাই কেমন যেন আচরণ করতে থাকে। এতে করিম মানসিকভাবে ভেঙ্গে পড়ল।
৯. করিমের এই মানসিক অবস্থার জন্য দায়ী-
র. পরিবারের অসহযোগিতা
রর. ভাগ্যের নির্মম পরিহাস
ররর. রোগটি ছড়ানোর ভয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১০. জামানের এরূপ আচরণ পরিবর্তনে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি?
● রোগ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা
খ আবেগ প্রশমনের ব্যবস্থা করা
গ ধর্মীয় অনুশাসন মেনে চলা
ঘ এইডসের ঝুঁকি এড়িয়ে চলা
১১. এইচআইভি কয়টি উপায়ে ছড়ায়?
ক ৩
খ ৪
● ৫
ঘ ৬
১২. নিচের কোনটি অনৈতিক সম্পর্ক?
ক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার
খ মেয়েদের বিশেষ শারীরিক বৈশিষ্ট্য
গ এইডস সম্পর্কে জ্ঞানের অভাব
● এইডস আক্রান্ত নারী পুরুষের শারীরিক সম্পর্ক
১৩. AIDS-এর পূর্ণরূপ হলো-
● Acquired Immune Deficiency Syndrome
L Acquired Immune Deficit Syndrome
M Acquired Immuno Deficiency Sydrome
N Acquired Immuno Deficiency Symptom
১৪. মার্কিন যুক্তরাষ্ট্রে কত সালে সর্বপ্রথম এইডস শনাক্ত হয়?
ক ১৯৮০ সালে
● ১৯৮১ সালে
গ ১৯৮২ সালে
ঘ ১৯৮৩ সালে
১৫. ১৫-২৪ বছরের মেয়েদের অধিক পরিমাণে এইডস ঝুঁকিতে থাকার কারণ
র. দারিদ্র্য
রর. জ্ঞানের অভাব
ররর. দুর্বল অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
১৬. বাংলাদেশে এইডস হওয়ার প্রধান কারণ
র. এইডস আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির দেহে পরিসঞ্চালন করলে
রর. আক্রান্ত ব্যক্তির জামা কাপড় সুস্থ ব্যক্তি পরিধান করলে
ররর. শিশু যদি আক্রান্ত মায়ের দুধ পান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৭. ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান কোনটি?
র. না বলা
রর. গোপনে ডাকা
ররর. দৃঢ় হওয়া
রা. সরাসরি না বলা
নিচের কোনটি সঠিক?
ক র ও ররর
খ র ও রর
গ র, রর ও ররর
● র ও রা
১৮. এইডস রোগের লক্ষণ হলো
র. অজানা কারণে দুই মাসের অধিক সময় জ্বর থাকা
রর. লসিকা গ্রন্থি ফুলে যাওয়া
ররর. শরীরের ওজন দ্রুত বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র গ রর
ঘ র ও ররর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯. মানবদেহের সমস্যা সমাধানের জন্য কী প্রয়োজন? (অনুধাবন)
ক নিয়মিত ডাক্তারের নিকট যাওয়া
● দৈহিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা থাকা
গ নিয়মিত ব্যায়াম অনুশীলন করা
ঘ প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাক
২০. প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব বাড়ছে কেন? (অনুধাবন)
ক মানুষকে সচেতন করার জন্য
খ চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য
● মানুষের জীবন ধ্বংসের জন্য
ঘ মানুষের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য
২১. সারাবিশ্বে আশঙ্কাজনকভাবে কোন রোগটি বিস্তার লাভ করছে? [বিদ্যাময়ী গভ. গার্লস হাই স্কুল, ময়মনসিংহ; ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট]]
ক কলেরা
● এইডস
গ গলগণ্ড
ঘ যক্ষ্মা
২২. কোন রোগের প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি? (জ্ঞান)
● এইডস
খ বাতজ্বর
গ জন্ডিস
ঘ ডিপথেরিয়া
২৩. এইডস কী? [ক্যান্টনমেন্ট বোর্ড আন্ত. বিদ্যালয়; যশোর জিলা স্কুল]
ক মানসিক ব্যাধি
খ ছোঁয়াচে রোগ
● ঘাতক ব্যাধি
ঘ পুষ্টিহীন ব্যাধি
২৪. এইডস রোগ প্রতিরোধে কোনটি আবশ্যক? (অনুধাবন)
● আমাদের সবার সচেতনতা
খ আমাদের সবার টিকা নেয়া
গ আমাদের সবার চিকিৎসা নেয়া
ঘ আমাদের সবার আলাদা থাকা
২৫. আরমানের দেহে এইচআইভি ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আরমানের শেষ পরিণতি কী? (প্রয়োগ)
ক অঙ্গহানি
খ অন্ধত্ব
● অকাল মৃত্যু
ঘ দীর্ঘায়ু
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬. প্রাণঘাতী রোগ মোকাবিলায়- (অনুধাবন)
র. রোগের প্রতিষেধক গ্রহণ করতে হয়
রর. রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়
ররর. রোগ আক্রান্ত ব্যক্তিকে মেরে ফেলতে হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
২৭. বিশ্বে আশঙ্কাজনকভাবে বিস্তার লাভকারী এইডস- (অনুধাবন)
র. একটি ঘাতক ব্যাধি
রর. রোগের কোনো প্রতিষেধক নেই
ররর. রোগে আক্রান্ত রোগীর মৃত্যু অনিবার্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
পাঠ-১ : এইচআইভি/এইডসের ধারণা ও প্রভাব
২৮. বর্তমান বিশ্বে কোন ঘাতক ব্যাধিতে মানুষ অধিক সংখ্যায় আক্রান্ত হচ্ছে? (জ্ঞান)
ক হুপিংকাশি
খ যক্ষ্মা
● এইডস
ঘ ধনুষ্টংকার
২৯. বাংলাদেশে কোন রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে? (জ্ঞান)
ক যক্ষ্মা
● এইডস
গ জলাতঙ্ক
ঘ হেপাটাইটিস-বি
৩০. বাংলাদেশে এইডস মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কেন? (অনুধাবন)
ক ভৌগোলিক ও ধর্মীয় অবস্থার কারণে
● ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থার কারণে
গ আর্থসামাজিক ও ধর্মীয় অবস্থার কারণে
ঘ রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থার কারণে
৩১. এইডস কী জনিত রোগ? (জ্ঞান)
● ভাইরাস
খ ব্যাকটেরিয়া
গ নোমাইসিটি
ঘ ভিরিওডস
৩৪. এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায় কোনটি? (জ্ঞান)
ক প্যারালাইসিস
খ অকাল মৃত্যু
গ ধনুষ্টংকার
● এইডস
৩৫. এইডসকে ঘাতক বা মরণব্যাধি বলা হয় কেন? [পাবনা জিলা স্কুল]
ক রোগের লক্ষণ জানা নেই বলে
● কার্যকর প্রতিষেধক তৈরি হয়নি বলে
গ রোগ ছড়িয়ে পড়ার নির্দিষ্ট উপায় নেই বলে
ঘ শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় বলে
৩৬. এইচআইভি ভাইরাস মানবদেহে প্রবেশ করলে কী ধ্বংস করে দেয়? (জ্ঞান)
ক রক্ত
খ জীবকোষ
● রোগ প্রতিরোধ ক্ষমতা
ঘ ফুসফুসের কার্যক্ষমতা
৩৭. রৌদ্র একটি বিশেষ রোগে আক্রান্ত যার কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। রৌদ্র কোন রোগে আক্রান্ত? (প্রয়োগ)
ক ম্যালেরিয়া
খ যক্ষ্মা
গ কলেরা
● এইডস
৩৮. এইডস আক্রান্ত ব্যক্তি কর্মরত থাকলে তাকে কী দেওয়া হয়? [যশোর জিলা স্কুল]
ক প্রমোশন
খ চিকিৎসা বাবদ অতিরিক্ত অর্থ
● অব্যাহতি
ঘ আলাদা অফিস কক্ষ
৩৯. এইডস আক্রান্ত ব্যক্তির কোন ক্ষমতা কমে যায়? (জ্ঞান)
ক দেখার ক্ষমতা
খ শোনার ক্ষমতা
গ বোঝার ক্ষমতা
● কর্মক্ষমতা
৪০. এইডস আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা কমে যাওয়া কোন ধরনের প্রভাব?
[বিদ্যাময়ী গভ. গার্লস হাই স্কুল, ময়মনসিংহ; যশোর জিলাস্কুল; পাবনা জিলা স্কুলা]
ক শারীরিক
খ সামাজিক
গ ব্যক্তিগত
● অর্থনৈতিক
৪১. ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফিরোজ আলী ব্লাড ব্যাংক থেকে পরীক্ষা ছাড়াই রক্ত গ্রহণ করায় তার দেহে মরণব্যাধি ভাইরাস প্রবেশ করে। ভাইরাসটির নাম কী? (প্রয়োগ)
● এইচআইভি
খ রেবিস
গ পোলিও
ঘ টোবাকো মোজাইক
৪২. আজাদ হোসেনের দেহে এইচআইভি ভাইরাস আছে একথা জানতে পেরে তিনি খুব মুষড়ে পড়েছেন। তার এরূপ মুষড়ে পড়ার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক এইডস আক্রান্ত রোগীকে সবাই এড়িয়ে চলে
খ এইডস আক্রান্ত রোগীকে সবাই ঘৃণা করে
গ এই রোগের চিকিৎসায় প্রচুর অর্থ প্রয়োজন
● এই রোগে আক্রান্ত রোগীর মৃত্যু অনিবার্য
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৩. বাংলাদেশে এইডস ছড়িয়ে পড়তে পারে- (অনুধাবন)
র. ভৌগোলিক কারণে
রর. রাজনৈতিক কারণে
ররর. আর্থসামাজিক কারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৪. ঐওঠ এর মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে- [খুলনা মডেল স্কুল এন্ড কলেজ]
র. পারিবারিক ক্ষেত্রে রর. সামাজিক ক্ষেত্রে
ররর. অর্থনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৫. এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিকে এড়িয়ে চলে- (অনুধাবন)
র. স্থানীয় লোকজন
রর. পাড়াপ্রতিবেশী
ররর. মা-বাবা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৬. পরিবারের উপর এইডসের প্রভাব হলো (অনুধাবন)
র. পরিবারে আর্থিক অনটন দেখা দেয়
রর. পরিবারকে সামাজিকভাবে হেয় হতে হয়
ররর. পারিবারিক চিকিৎসা খাতে অতিরিক্ত অর্থ ব্যয় হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৭. এইডস রোগের অর্থনৈতিক প্রভাব হলো (অনুধাবন)
র. আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা কমে যায়
রর. আক্রান্ত ব্যক্তির আয়-রোজগার কমে যায়
ররর. সামাজিক ও অর্থনৈতিক স্থবিরতা নেমে আসে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৮. মানবদেহে একবার এইচআইভি ভাইরাস প্রবেশ করলে তা- (অনুধাবন)
র. সারা জীবন শরীরের মধ্যে থেকে যায়
রর. বিভিন্ন উপায়ে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে
ররর. স্বাভাবিক স্বাস্থ্যব্যবস্থায় উন্নয়ন ঘটায়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও :
শাম্মী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার শাম্মীর রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে জানায় শাম্মী এইডস রোগে আক্রান্ত।
৪৯. শাম্মীর দেহে কোন ভাইরাস রয়েছে? (প্রয়োগ)
● এইচআইভি
খ নিমডা
গ ঐ৫ঘ১
ঘ ভ্যারিওলা
৫০. উক্ত ভাইরাসকে মারাত্মক বলার কারণ-
র. এই ভাইরাস মানুষকে অন্ধ করে দেয়
রর. এই ভাইরাস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়
ররর. এই ভাইরাস দেহে প্রবেশ করলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অনিবার্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
►► আরো দেখো: ৮ম শ্রেণির বাংলা ২য় সকল পরিচ্ছেদের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post