৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ৪র্থ অধ্যায় mcq : অপরিণত বয়সে গর্ভধারণের ফলে সৃষ্ট সমস্যা : অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভাবস্থায় বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা যেমন : রক্তক্ষরণ, শরীরে পানি আসা, প্রচণ্ড মাথাব্যথা, খিচুনি, গর্ভপাত ইত্যাদি ঘটে থাকে। এছাড়া শিক্ষাগত, পারিবারিক ও আর্থিক সমস্যাও সৃষ্টি হয়।
অপরিণত বয়সে গর্ভধারণ প্রতিরোধ : অপরিণত বয়সে গর্ভধারণ প্রতিরোধে আমাদের সকলের উচিত বাল্যবিবাহ আইন মেনে অপরিণত বয়সে ছেলেমেয়ের বিয়ে না দেয়া। তাছাড়া সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, নাটক, গান প্রভৃতির মাধ্যমে জনগণকে সচেতন করা।
৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ৪র্থ অধ্যায় mcq
১. বয়ঃসন্ধিকালে জটিল কোনো শারীরিক সমস্যা দেখা দিলে কার শরণাপন্ন হওয়া অধিক যুক্তিযুক্ত?
ক মা-বাবা
খ শিক্ষক
গ বন্ধুবান্ধব
● চিকিৎসক
২. কত বছরের নিচে বাংলাদেশে মেয়েদের গর্ভধারন করা উচিত নয়?
ক ১৪ বছর
খ ১৬ বছর
গ ১৮ বছর
● ২০ বছর
৩. ছেলেমেয়েদের কখন দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে?
ক শিশুকালে
খ কৈশোরকালে
● বয়ঃসন্ধিকালে
ঘ যৌবনকালে
৪. বয়ঃসন্ধিকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক প্রচুর পরিমাণে ঘুমানো
খ আমিষ জাতীয় খাবার গ্রহণ
গ খেলাধুলায় ব্যস্ত থাকা
● পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
৫. বয়ঃসন্ধিকালে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন, কেননা এতে-
র. মানুষের প্রতিভার যথাযথ বিকাশ ঘটে
রর. সুস্থ ও স্বাস্থ্যবান শিশুর জন্মের সম্ভাবনা বৃদ্ধি পায়
ররর. শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকা যায়
নিচের কোনটি সঠিক?
ক র
খ র ও রর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
৭ম শ্রেণির ছাত্রী বকুলের মা বয়স পরিবর্তন করে বার্ষিক পরীক্ষার পরপরই বকুলকে বিয়ে দিয়ে দেন। বিয়ের কয়েকমাস যেতে না যেতেই বকুলের ঘন ঘন বমি হতে লাগল। খাবারের প্রতি অনীহা বেড়ে গেল। মাঝে মাঝে রক্তক্ষরণ হতে লাগল। ডাক্তারের নিকট নিয়ে গেলে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার চিন্তিত হয়ে পড়েন।
৬. বকুলের এই অবস্থার কারণ নিচের কোনটি?
ক আর্থিক অস্বচ্ছলতা
খ শিক্ষার অপ্রতুলতা
গ সমাজের দায়িত্বহীনতা
● অপরিণত বয়সে গর্ভধারণ
৭. বকুলের মত মেয়েদের এ অবস্থা থেকে উত্তরণে করণীয়-
র. স্বাস্থ্যবিধির ব্যাপক প্রচার
রর. প্রচুর ডাক্তার ও নার্স নিয়োগ
ররর. সঠিক বয়সে বিয়ের ব্যবস্থা নিশ্চিতকরন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও-
অর্পা ৮ম শ্রেণির ছাত্রী। সারাদিন সে নিজের ঘরে আনমনা হয়ে বসে থাকে। স্বাভাবিক কাজকর্ম, পড়ালেখা, খাওয়া দাওয়া সবকিছুতেই সে অন্য মনস্ক। তাকে দেখে মনে হয় সে সারাক্ষণ কিছু একটা নিয়ে ভাবছে।
৮. বয়স অনুসারে অর্পা কোন কাল অতিক্রম করছে?
ক শৈশবকাল
খ বাল্যকাল
গ যৌবনকাল
● বয়ঃসন্ধিকাল
৯. এ সময় অর্পা-
র. আবেগ দ্বারা পরিচালিত হতে পারে
রর. পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে
ররর. কোন বিষয়ের প্রতি কৌতুহলী হয়ে উঠতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
১০. নিরাপদ ও উন্নত জীবন যাপনের জন্য কোনটি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি?
● প্রজনন স্বাস্থ্য
খ স্বাস্থ্য
গ পারিবারিক রীতি-নীতি
ঘ গর্ভধারণ
১১. কোনটি প্রজননতন্ত্রের রোগ?
ক হেপাটাইটিস
খ ম্যালেরিয়া
গ জন্ডিস
● এইডস
১২. বয়ঃসন্ধিকালের যেকোনো পরিবর্তনে করণীয় কী?
ক স্বাস্থ্য সংক্রান্ত বই পড়া
● বাবা-মায়ের সাথে আলোচনা করা
গ ডাক্তার এর পরামর্শ নেয়া
ঘ শিক্ষকের পরামর্শ নেয়া
১৩. প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য গর্ভধারণের উপযুক্ত সময় কোনটি?
ক ১৫ বৎসর
খ ১৮ বৎসর
● ২০ বৎসর
ঘ ১৭ বৎসর
১৪. নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য প্রত্যেকেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কী থাকা জরুরি?
ক ক্ষুদ্র জ্ঞান
খ বৃহৎ জ্ঞান
গ যৌগিক জ্ঞান
● মৌলিক জ্ঞান
১৫. প্রজনন স্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত-
ক স্নায়ুতন্ত্র
খ চেনতন্ত্র
● প্রজননতন্ত্র
ঘ পৌষ্টিকতন্ত্র
১৬. সন্তান জড়িত অঙ্গের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়কে কী বলে? (জ্ঞান)
ক স্বাস্থ্যবিধি
খ প্রজননতন্ত্র
গ স্বাস্থ্যবিজ্ঞান
● প্রজনন স্বাস্থ্য
১৭. প্রজনন স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত ভুল ধারণাটি কী? (অনুধাবন)
ক প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শুধু ছেলেরা জানবে
● প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শুধু মেয়েরা জানবে
গ প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সবাই জানবে
ঘ প্রজনন স্বাস্থ্য সাধারণ স্বাস্থ্যের সাথে জড়িত
১৮. একজন মানুষ সাধারণত জীবনের কয়টি স্তর অতিক্রম করে? (জ্ঞান)
ক ২
খ ৩
● ৪
ঘ ৫
১৯. প্রজনন স্বাস্থ্যের ব্যাপারটি কোনটির সাথে সম্পর্কযুক্ত? (অনুধাবন)
ক ছেলেদের কৈশোর স্তর
খ মেয়েদের বয়ঃসন্ধিকাল
গ ছেলেমেয়ে সকলের বয়ঃসন্ধিকাল
● ছেলেমেয়ে সকলের সাধারণ স্বাস্থ্য
২০. কোন কারণে ছেলেমেয়েদের শারীরিক পরিবর্তন ঘটে? [মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ; খুলনা মডেল স্কুল এন্ড কলেজ]
ক ভিটামিনের কারণে
● হরমোনজনিত কারণে
গ স্নায়ুতন্ত্রের কারণে
ঘ ফুসফুসের কারণে
২১. ছেলেমেয়েদের শরীর সম্পর্কে সচেতন হতে হবে কোন সময়? [রাজউক উত্তরা মডেল কলেজ]
ক কৈশোরকালে
● বয়ঃসন্ধিকালে
গ যৌবনকালে
ঘ বৃদ্ধকালে
২২. আরিফ বয়ঃসন্ধিকালের বালক। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সে কোন কাজটি করবে? (প্রয়োগ)
ক নিয়মিত স্বাস্থ্যবিষয়ক বই পড়বে
● প্রজনন স্বাস্থ্য সুরক্ষা করবে
গ নিয়মিত ব্যায়াম অনুশীলন করবে
ঘ বিভিন্ন ঘাতকব্যাধি সম্পর্কে জানবে
২৩. বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা থাকে না। এ কারণে তাদের অধিকাংশ ক্ষেত্রে কোন ব্যাপারটি ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক তারা তাদের শারীরিক পরিবর্তনে খুশি হয়
খ তারা আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নেয়
গ তারা মানসিক পরিবর্তনে দুঃসাহসী হয়ে ওঠে
● তারা স্বাস্থ্যসংক্রান্ত জটিলতায় সম্মুখীন হয়
২৪. কখন ছেলেমেয়েরা স্বাস্থ্যসংক্রান্ত অনেক জটিলতার সম্মুখীন হয়? (জ্ঞান)
ক শিশুকালে
● বয়ঃসন্ধিকালে
গ যৌবনকালে
ঘ প্রৌঢ়ত্বকালে
২৫. শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার অন্যতম প্রধান শর্ত কী? (জ্ঞান)
ক প্রাথমিক চিকিৎসা জানা
খ সুষম খাদ্য গ্রহণ করা
● প্রজনন স্বাস্থ্য সুরক্ষা করা
ঘ স্বাস্থ্যবিধি মেনে চলা
২৬. বয়ঃসন্ধিকালে স্বাস্থ্যজনিত সমস্যা এড়াতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)
● প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা থাকা
খ শারীরিক পরিবর্তনে সতর্ক থাকা
গ বড়দের সাথে দূরত্ব বজায় রাখা
ঘ কৌতূহল ও আবেগকে দমন করা
২৭. ভবিষ্যৎ স্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রত্যেকেরই কোন ধরনের বিধি মেনে চলা প্রয়োজন? (জ্ঞান)
● প্রজনন স্বাস্থ্য
খ স্বাস্থ্যবিজ্ঞান
গ প্রযুক্তিগত বিজ্ঞান
ঘ সমাজবিজ্ঞান
২৮. প্রজনন স্বাস্থ্যের ব্যাপারটি মানুষের জীবনের যেসব স্তরের সাথে জড়িত- (অনুধাবন)
র. কৈশোর
রর. যৌবন
ররর. প্রৌঢ়ত্ব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২৯. মিতু বার বছর বয়সী স্বাস্থ্য সচেতন এক কিশোরী। সে প্রজনন স্বাস্থ্যবিধি মেনে চলে- (প্রয়োগ)
র. নিজের শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে
রর. নিজের মানসিক স্বাস্থ্য বজায় রাখতে
ররর. ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য নিশ্চিত করতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩০. বয়ঃসন্ধিকালের কিছু শারীরিক পরিবর্তন- [আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল]
র. দ্রুত বেড়ে ওঠা
রর. মেয়েদের ঋতুস্রাব শুরু হওয়া
ররর. শরীরের রং পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩১. বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা – (অনুধাবন)
র. শারীরিকভাবে দ্রুত বেড়ে ওঠে
রর. যথাক্রমে পুরুষ ও নারীতে পরিণত হতে শুরু করে
ররর. মানসিক পরিবর্তনে দুঃসাহসী হয়ে ওঠে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩২. বয়ঃসন্ধিকালের পরিবর্তন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে এ সময় কিশোর-কিশোরীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এ ধরনের সমস্যা মোকাবিলায় তাদের করণীয় হলো- (উচ্চতর দক্ষতা)
র. প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানা
রর. প্রজনন স্বাস্থ্যবিধি মেনে চলা
ররর. প্রজনন স্বাস্থ্যরক্ষা করার বিষয়ে জানা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৩. বর্তমান প্রজšে§র প্রজনন স্বাস্থ্যের ওপর নির্ভর করে- (উচ্চতর দক্ষতা)
র. ভবিষ্যৎ প্রজšে§র নিরাপদ জš§
রর. ভবিষ্যৎ প্রজšে§র সুস্বাস্থ্য
ররর. ভবিষ্যৎ প্রজšে§র স্বাভাবিক বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
পাঠ-১ : প্রজনন স্বাস্থ্যসংক্রান্ত ধারণা
৩৪. বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের মধ্যে কোন পরিবর্তনটি ঘটে? (অনুধাবন)
ক তারা শিশু থেকে শৈশবে পদার্পণ করে
● তারা শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে
গ তারা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে
ঘ তারা যৌবন থেকে প্রৌঢ়ত্বে পদার্পণ করে
৩৫. কান্তা এখন তার জীবনের বয়ঃসন্ধিকালে রয়েছে। এরপর সে তার জীবনের কোন স্তরে অভিষিক্ত হবে?
ক শৈশব
খ কৈশোর
● যৌবন
ঘ প্রৌঢ়ত্ব
৩৬. বয়ঃসন্ধিকালে প্রজনন অঙ্গগুলোতে কীরূপ পরিবর্তন সাধিত হয়? (অনুধাবন)
ক সুস্থভাবে গঠিত ও পরিণত হয়
খ খুব ধীরে পরিণত ও বিকশিত হয়
গ গঠিত ও পরিণত হতে বাধাপ্রাপ্ত হয়
● সুস্থভাবে গঠিত ও বিকশিত হয়
৩৭. সন্তান জদানের প্রক্রিয়াকে কী বলে? [যশোর জিলা স্কুল]
ক নির্বাসন
খ গর্ভধারণ
গ প্রসারণ
● প্রজনন
৩৮. প্রজনন স্বাস্থ্য বলতে মূলত কোন অবস্থাটিকে বোঝায়? (অনুধাবন)
ক শুধু প্রজনন তন্ত্রের কাজকে
খ শুধু প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রোগব্যাধিকে
গ শুধু প্রজনন প্রক্রিয়ার অসুস্থতার অনুপস্থিতিকে
● সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনকে
৩৯. মিনার বয়স এখন তের। সে যদি কোনো শারীরিক জটিলতা অনুভব করে তাহলে কী করবে? (প্রয়োগ)
ক ব্যাপারটি সবার কাছে গোপন করবে
খ বান্ধবীদের পরামর্শ নিয়ে ওষুধ খাবে
গ বাড়িতে থেকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিবে
● স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ নিবে
৪০. প্রসূতি মায়ের ও শিশুর মৃত্যুহার কমবে মায়েরা কত বছর পর গর্ভধারণ করলে? [ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, ঢাকা; পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, বগুড়া]
ক ১৫
● ২০
গ ৩০
ঘ ২৫
৪১. কীভাবে প্রসূতি মা শিশু মৃত্যুর ঝুঁকি কমানো যায়? (অনুধাবন)
● পরিণত বয়সে গর্ভধারণের মাধ্যমে
খ ১৮ বছরের আগে গর্ভধারণের মাধ্যমে
গ গর্ভধারণের আগে সকল জ্ঞান অর্জন করে
ঘ নিরাপদ স্থানে গর্ভধারণের মাধ্যমে
৪২. ঘন ঘন সন্তান নিলে কী হয়? (অনুধাবন)
ক জন্মের পর শিশু বার বার অসুস্থ হয়
খ শিশুদের যথাযথ পরিচর্যা বাধাগ্রস্ত হয়
● মা ও শিশুর জীবন ঝুঁকির সম্মুখীন হয়
ঘ মা এবং শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়
৪৩. প্রজনন স্বাস্থ্য রক্ষার প্রথম কথা কী? (জ্ঞান)
ক নিয়মিত ব্যায়াম অনুশীলন করা
খ পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করা
● বয়ঃসন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা
ঘ বয়ঃসন্ধিকালে চিকিৎসকের পরামর্শ মতো চলা
৪৪. সন্তান জন্মদানে বিরতি দিলে কী ঘটবে? (জ্ঞান)
ক শিশুরা রোগে আক্রান্ত হবে
খ মায়ের স্বাস্থ্য ভেঙে যাবে
গ শিশুর মৃত্যু ঝুঁকি বাড়বে
● প্রজনন স্বাস্থ্যের সুস্থতা বজায় থাকবে
৪৫. কোন ক্ষেত্রে পরিবারে শান্তি বিরাজ করবে? (অনুধাবন)
ক ঘন ঘন সন্তান নিলে
● নবজাতক নীরোগ হলে
গ নবজাতক ফর্সা হলে
ঘ সন্তানের ওজন কম হলে
৪৬. মানুষের সামগ্রিক স্বাস্থ্যের বিশেষ অংশ কোনটি? (জ্ঞান)
ক প্রাথমিক স্বাস্থ্য বিজ্ঞান
● প্রজনন স্বাস্থ্য
গ রেচন স্বাস্থ্য
ঘ অস্থিমজ্জা স্বাস্থ্য
৪৭. কিশোর-কিশোরীরা অসুস্থজনিত রোগ গোপন করে কেন? (অনুথাবন)
ক অসুস্থতার ভয়ে
খ সাহসের অভাবে
● প্রজনন স্বাস্থ্যজ্ঞানের অভাবে
ঘ সামাজিক সচেতনতার অভাবে
৪৮. কোন সময় ছেলেমেয়েরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞ থাকে? (জ্ঞান)
● বয়ঃসন্ধিকালে
খ যৌবনকালে
গ শৈশবকালে
ঘ বৃদ্ধকালে
৪৯. কখন ছেলেমেয়েদের মধ্যে ভয়, কৌতূহল ও আবেগ সৃষ্টি হয়? (জ্ঞান)
ক শৈশবে
● কৈশোরে
গ যৌবনে
ঘ প্রৌঢ়ত্বে
৫০. কখন ছেলেমেয়েরা আবেগতাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে?
ক শৈশবে
● বয়ঃসন্ধিকালে
গ যৌবনে
ঘ বৃদ্ধকালে
►► আরো দেখো: ৮ম শ্রেণির বাংলা ২য় সকল পরিচ্ছেদের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির শারীরিক শিক্ষা ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post