কিছুদিন পরেই শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষের বার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে ও অধিক কমনের উদ্দেশ্য অনার্স ৩য় বর্ষ দর্শন বিভাগের সাজেশন গুলো তৈরি করা হয়েছে। কোর্সটিকায় আজকে প্রকাশিত শিক্ষাদর্শন সাজেশন ২০২৪ বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। বিধায়, এগুলো অনুশীলন করলে থাকছে পরীক্ষায় শতভাগ কমনের সম্ভাবনা।
কোর্সটিকায় আজকে প্রকাশিত বিষয়ের নাম হচ্ছে শিক্ষাদর্শন। মুসলিম দার্শনিকবৃন্দ বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩১৭১৫। এখানে, ক-বিভাগ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। এবং, খ-বিভাগ ও গ-বিভাগ হতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বইয়ে যেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
শিক্ষাদর্শন সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘Education’ শব্দটির বাংলা কী?
অথবা, Educatum শব্দের অর্থ কী?
উত্তর: ‘Education’ শব্দটির বাংলা হলো শৃঙ্খলিত করা, নির্দেশনা দেওয়া, শাসন করা।
২. Educatum শব্দের অর্থ কী?
উত্তর: Educatum শব্দের অর্থ শিক্ষাকর্ম বা শিক্ষকতা, প্রশিক্ষণ।
৩. ‘Educare’ শব্দটির অর্থ কি?
উত্তর: Educare শব্দটির অর্থ প্রতিপালন করা বা পরিচর্যা করা, বিকাশ ঘটানো।
৪. সার্তে কোন ধরনের দার্শনিক?
উত্তর: সার্তে অস্তিত্ববাদী দার্শনিক।
৫. শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া।”- উক্তিটি কার?
উত্তর: “শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া।”- উক্তিটি জন ডিউঈ এর।
৬. জন ডিউঈ এর মতে শিক্ষার লক্ষ্য কী?
উত্তর: জন ডিউঈ এর মতে, শিক্ষার লক্ষ্য কর্ম সম্পাদনে যোগ্য করে গড়ে তোলা।
৭. ‘Emile’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘Emile’ গ্রন্থটি জ্যা জ্যাক রুশোর লেখা।
৮ . জ্যাঁ জ্যাক রুশো কোন দেশের দার্শনিক ছিলেন?
উত্তর: জ্যাঁ জ্যাক রুশো ফরাসি দার্শনিক ছিলেন।
৯. রাসেলের একটি বিখ্যাত বইয়ের নাম লিখ।
উত্তর: রাসেলের একটি বিখ্যাত বইয়ের নাম History of Western Philosophy.
১০. রাসেলের লেখা শিক্ষা বিষয়ক দুইটি বইয়ের নাম লিখ।
উত্তর: “Principia Mathematica” এবং ” Marriage and Morals”.
১১. ‘Education and the Social Order’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Education and Social Order’ গ্রন্থটির লেখক বার্ট্রান্ড রাসেল।
১২. ‘ফ্রয়েবল’ কোন ধরনের দার্শনিক?
উত্তর: ফ্রয়েবল ভাববাদী শিক্ষা দার্শনিক।
১৩. কিন্ডারগার্টেন কে প্রতিষ্ঠা করেন?
অথবা, ‘কিন্ডারগার্টেন’ পদ্ধতির জনক কে?
উত্তর: কিন্ডারগার্টেন’ পদ্ধতির জনক হলেন ফ্রেডরিক উইলহেম আগস্ট ফ্রয়েবল।
১৪. Jhon Dewey’র লেখা একটি পুস্তকের নাম লিখ।
অথবা, Johan Dewey এর লেখা একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: Jhon Dewey’র লেখা একটি পুস্তকের নাম হলো “Stadies in Logical Theory”.
১৫. শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: শিক্ষার দুটি বৈশিষ্ট্য হলো- ১. মূল্যবোধের বিকাশ ঘটানো এবং ২. সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো।
১৬. শিক্ষার মৌলিক উপাদান কয়টি?
উত্তর: শিক্ষার মৌলিক উপাদান চারটি। যথা: ১. শিক্ষার্থী ২. শিক্ষক ৩. পাঠ্যক্রম ও ৪. শিক্ষালয়।
১৭. আদর্শ শিক্ষকের দু’টি গুণের নাম লিখ।
উত্তর: আদর্শ শিক্ষকের দুটি গুণের নাম হলো ১. চরিত্রবান ও ২. ব্যক্তিত্ববান।
১৮. ‘Education and Social Order’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Education and Social Order’ গ্রন্থটির লেখক বাট্রান্ড রাসেল।
১৯. সংস্কৃতি কাকে বলে?
উত্তর: মানুষের শিক্ষাদীক্ষা, বিচারবুদ্ধি, আচার অনুষ্ঠান, রীতিনীতি প্রভৃতির মার্জিত রূপকেই সংস্কৃতি বলে।
২০. সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়।
২১. মূল্যবোধ কি?
উত্তর: মানুষের আচরণকে যা প্রভাবিত করে তাকেই মূল্যবোধ বলা হয়। ধর্ম, বিশ্বাস, নৈতিকতা, জীবনদর্শন, রাজনৈতিক আদর্শ অর্থাৎ যা আমাদের সমাজ সংস্কৃতিকে ধারণ করে থাকে সেসবই আমাদের মূল্যবোধের অন্তর্গত।
২২. ভাববাদ কী?
অথবা, ভাববাদ বলতে কী বুঝায়?
উত্তর: ভাববাদ একটি তত্ত্ববিদ্যক মতবাদ যার মূল কথা হলো জগতের মূলসত্তা এক পরম ভাব বা চেতন সত্তা। ভাববাদ মন বা আধ্যাত্মিক সত্তাকে বিশ্ব জগতের আদি উপাদান বলে মনে করে।
২৩. কয়েকজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম লেখ।
অথবা, দুইজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম লেখ।
উত্তর: কয়েকজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম হলো প্লেটো, কান্ট, ফ্রয়েবল, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী।
২৪. ‘ফ্রয়েবল’ কোন ধরনের দার্শনিক?
উত্তর: ‘ফ্রয়েবল’ একজন ভাববাদী শিক্ষা দার্শনিক।
২৫. ফ্রয়েবল কোন দেশের দার্শনিক?
উত্তর: ফ্রয়েবল হলেন জার্মান দার্শনিক।
২৬. ভাববাদীদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কী?
উত্তর: ভাববাদীদের মতে শিক্ষা হলো তাই যা শিক্ষার্থীর অন্তর্নিহিত আদর্শ রূপায়নের ক্ষমতাবলীকে বিকশিত করে তার পূর্ণ সত্তাকে বিকশিত করে।
২৭. আদর্শ শিক্ষকের দুটি গুণ উল্লেখ কর।
উত্তর: আদর্শ শিক্ষকের দুটি গুণ হলো চরিত্রবান ও ব্যক্তিত্ববান।
২৮. জড়বাদ কী?
উত্তর: যে মতবাদ জড় বা বন্ধুকে বিশ্বজগতের আদি উপাদান বা মূল সত্তা বলে মনে করে তাই জড়বাদ বা বস্তুবাদ।
২৯. জ্যাঁ জ্যাক রুশো কোন দেশের দার্শনিক ছিলেন?
উত্তর: জ্যাঁ জ্যাক রুশো ফরাসি দার্শনিক ছিলেন।
৩০. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর কৃত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর: রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পেয়েছিলেন।
৩১. ‘সৃষ্টিকর্তার হাত হতে যা প্রথমে আসে তা তখন পবিত্র থাকে, কিন্তু মানুষের হাতে সব কিছু বিকৃত হয়ে থাকে’-উক্তিটি কার?
উত্তর: সৃষ্টিকর্তার হাত হতে যা প্রথমে আসে তা তখন পবিত্র থাকে, বিষ্ণু মানুষের হাতে সব কিছু বিকৃত হয়ে থাকে’-উক্তিটি জ্যা জ্যাক রুশোর।
৩২. প্রয়োগবাদের আধুনিক ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন কে?
উত্তর: প্রয়োগবাদের আধুনিক ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকার গণিতবিদ ও দার্শনিক সি. এস পার্স।
৩৩. জন ডিউঈ কোন দেশের দার্শনিক?
উত্তর: জন ডিউঈ আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক।
৩৪. জন ডিউঈর মতে শিক্ষার লক্ষ্য কী?
উত্তর: জন ডিউঈর মতে শিক্ষার লক্ষ্য হলো কর্ম সম্পাদনের যোগ্য করে গড়ে তোলা।
৩৫. “শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া।”- উক্তিটি কার?
উত্তর: “শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া।”- উক্তিটি জন ডিউঈ এর।
৩৬. Johan Dewey এর লেখা একটি গ্রন্থের নাম লেখ।
অথবা, জন ডিউঈর যেকোনো একটি বইয়ের নাম লেখ।
উত্তর: Johan Dewey এর একটি গ্রন্থের নাম হলো ‘Democracy and Education’.
৩৭. Johan Dewey এর লেখা একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: John Dewey এর লেখা একটি পুস্তকের নাম হলো ‘Studies in Logical Theory’.
৩৮. ভাববাদীদের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কী?
উত্তর: ভাববাদীদের মতে শিক্ষা হলো তাই যা শিক্ষার্থীর অন্তর্নিহিত আদর্শ রূপায়ণের ক্ষমতাকে বিকশিত করে তার পূর্ণসভাকে বিকশিত করে।
৩৯. দুজন অস্তিত্ববাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুজন অস্তিত্ববাদী দার্শনিক হলেন- ১. কিয়ার্কেগার্ড এবং ২. জ্যা পল সার্তে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. শিক্ষাবিজ্ঞান বলতে কী বুঝ?
অথবা, শিক্ষাবিজ্ঞান কী?
২. শিক্ষার সামাজিক উপাদানগুলো কী কী?
অথবা, শিক্ষা সামাজিক উপাদানগুলো লেখ।
অথবা, শিক্ষার সামাজিক উপাদানগুলো ব্যাখ্যা কর।
৩. মানুষের সর্বাঙ্গীন বিকাশই শিক্ষার লক্ষ্য- ব্যাখ্যা কর।
অথবা, মানুষের সর্বাঙ্গীন বিকাশই শিক্ষার লক্ষ্য আলোচনা কর।
৪. শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
অথবা, শিক্ষার লক্ষ্যসমূহ কী কী?
৫. শিক্ষাদর্শনের সাথে দর্শন কীভাবে সম্পর্কিত?
অথবা, শিক্ষাদর্শনের সাথে দর্শনের সম্পর্ক আলোচনা কর।
৬. সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা বর্ণনা কর।
অথবা, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা কর।
অথবা, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা কী?
৭. বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন?
অথবা, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলার কারণ কী?
অথবা, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? সংক্ষেপে ব্যাখ্যা কর।
৮. শিক্ষাদর্শন বলতে কী বুঝ?
অথবা, শিক্ষাদর্শন কী?
৯. শিক্ষায় স্বাধীন চিন্তার প্রভাব আলোচনা কর।
অথবা, শিক্ষার ক্ষেত্রে স্বাধীন চিন্তার প্রভাব ব্যাখ্যা কর।
১০. সংস্কৃতির সাথে শিক্ষার সম্পর্ক লেখ?
অথবা, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক ব্যাখ্যা কর।
১১. সভ্যতা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা কর।
অথবা, সভ্যতা ও সংস্কৃতির সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা কর।
১২. ধর্ম ও নীতিবোধের সম্পর্ক কী?
অথবা, ধর্ম ও নীতিবোধের মধ্যকার সম্পর্ক লেখ।
১৩. শিক্ষাদর্শনে বাস্তববাদী মতবাদ কী?
অথবা, বাস্তববাদী শিক্ষাদর্শন কী?
১৪. প্রকৃতিবাদী শিক্ষাদর্শনের দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
অথবা, প্রকৃতিবাদী শিক্ষাদর্শনের দুটি বৈশিষ্ট্য আলোচনা কর।
১৫. প্রকৃতিবাদী শিক্ষাদর্শন অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা কী?
অথবা, প্রকৃতিবাদী শিক্ষাদর্শনে শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা কর।
১৬. রুশোর শিক্ষার লক্ষ্য কী?
অথবা, রুশোর শিক্ষার লক্ষ্যগুলো কী কী?
১৭. প্রয়োগবাদী শিক্ষাদর্শন কাকে বলে?
অথবা, প্রয়োগবাদী শিক্ষাদর্শন কী?
অথবা, প্রয়োগবাদী শিক্ষাদর্শন বলতে কী বুঝ?
১৮. জন ডিউঈ এর প্রয়োগবাদী শিক্ষাদর্শন ব্যাখ্যা কর।
অথবা, জন ডিউঈ এর প্রয়োগবাদী শিক্ষাদর্শন সংক্ষেপে লেখ।
১৯. অস্তিত্ববাদে শিক্ষার লক্ষ্য কী?
অথবা, অস্তিত্ববাদী দর্শনে শিক্ষার লক্ষ্য কী।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, শিক্ষাদর্শন কী? শিক্ষাদর্শনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
২. শিক্ষাদর্শন কী? দর্শনের সাথে শিক্ষাদর্শনের সম্পর্ক আলোচনা কর।
অথবা, দর্শন ও শিক্ষা দর্শনের সম্পর্ক আলোচনা কর।
৩. রাসেল শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা আদর্শ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন কেন? আলোচনা কর।
অথবা, রাসেল শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যায় আদর্শ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন কেন?
৪. শিক্ষাদর্শনে ভাববাদী মতবাদ ব্যাখ্যা কর।
অথবা, ভাববাদী শিক্ষাদর্শন আলোচনা কর।
৫. নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান আলোচনা কর।
অথবা, নারী শিক্ষায় বেগম রোকেয়ার ভূমিকা ব্যাখ্যা কর।
৬. সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা কর। সমাজ কীভাবে শিক্ষাব্যবস্থাকে প্রভাবিত করে?
অথবা, সমাজ পরিবর্তনে শিক্ষার প্রভাব কী? সমাজ কীভাবে শিক্ষাব্যবস্থাকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
৭. ধর্ম কী? শিক্ষা ও ধর্মের সম্পর্ক আলোচনা কর।
অথবা, শিক্ষা ও ধর্মের সম্পর্ক আলোচনা কর।
অথবা, ধর্মের সাথে শিক্ষার সম্পর্ক আলোচনা কর।
৮. রবীন্দ্রনাথের ভাববাদী শিক্ষাদর্শন আলোচনা কর।
অথবা, রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনে ভাববাদ ব্যাখ্যা কর।
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শন আলোচনা কর।
অথবা, রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন ব্যাখ্যা কর।
১০. রবীন্দ্রনাথ ঠাকুরে শিক্ষাদান পদ্ধতি আলোচনা কর।
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর।
১১. “রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন ভাববাদ ও প্রকৃতিবাদের সমন্বয়।”- উক্তিটির ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
অথবা, রবীন্দ্রনাথের সমন্বয়বাদী শিক্ষাদর্শন আলোচনা কর।
১২. রুশোর শিক্ষাদর্শন কী? আধুনিক শিক্ষাব্যবস্থায় এর প্রভাব ব্যাখ্যা কর।
অথবা, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বুশোর শিক্ষাদর্শনের প্রভাব আলোচনা কর।
১৩. রুশোর শিক্ষণ পদ্ধতি আলোচনা কর।
অথবা, রুশোর শিক্ষাদান পদ্ধতি ব্যাখ্যা কর।
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা কর।
১৫. শিক্ষাদর্শনে রবীন্দ্রনাথের অবদান আলোচনা কর।
অথবা, শিক্ষাদর্শনে রবীন্দ্রনাথের অবদান ব্যাখ্যা কর।
অথবা, শিক্ষাদর্শনে রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য অবদানগুলো লেখ।
১৬. প্রয়োগবাদী শিক্ষাদর্শন আলোচনা কর।
অথবা, শিক্ষাদর্শনে প্রয়োগবাদ ব্যাখ্যা কর।
অথবা, প্রয়োগবাদী শিক্ষাদর্শন ব্যাখ্যা কর।
১৭. ‘শিক্ষা আর্বশিক্যভাবে একটি সামাজিক প্রক্রিয়া’ ডন ডিউঙ্গ এই বক্তব্যটি ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
অথবা, ডন ডিউঙ্গ অনুসারে শিক্ষা আবশিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া উক্তিটি আলোচনা কর।
১৮. জন ডিউঈর শিক্ষাদর্শনের বৈশিষ্ট্য বর্ণনা কর।
অথবা, জন ডিউঈর শিক্ষাদর্শনের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৯. শিক্ষা দর্শনে বার্ট্রান্ড রাসেলের অবদান বর্ণনা কর।
২০. ‘অস্তিত্ব সারসত্তার পূর্বগামী’ উক্তিটি ব্যাখ্যা কর।
অথবা, ‘অস্তিত্ব সারসত্তার পূর্বগামী’ উক্তিটি সংক্ষেপে আলোচনা কর।
অনার্স ৩য় বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য শিক্ষাদর্শন সাজেশন ২০২৪ আলোচনা করা হয়েছে। এখান হতে তোমরা ক-বিভাগ এর প্রশ্ন ও উত্তরগুলো পেয়ে যাবে। তবে, খ-বিভাগ ও গ-বিভাগ এর উত্তরগুলোর জন্য তোমাদের বইয়ের সহায়তা নিতে হবে। তোমাদের জন্য শুভ কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post