শিল্পকলার নানা দিক বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : এই রচনাটিতে লেখক সুন্দরের ধারণা ব্যক্ত করেছেন। চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, সংগীত, নৃত্য, কবিতা সবকিছুর মধ্য দিয়েই সুন্দরকে প্রকাশ করা হয়। প্রকৃতি জগতে সুন্দরের প্রকাশ ঘটে নানাভাবে।
তা দেখে মানুষ নতুন করে সুন্দরকে সৃষ্টি করে। বিভিন্ন মাধ্যমে চলে সৃষ্টির এই প্রক্রিয়া। কখনো রেখার সাহায্যে, কখনো রঙের সাহায্যে, কখনো মাটি বা পাথরের সাহায্যে সুন্দরকে সৃষ্টি করা হয়। সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে। মানুষকে তা পরিশীলিত করে। সুন্দরের সৃষ্টিতে সকলেরই চেষ্টা করা উচিত।
শিল্পকলার নানা দিক বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘সৌন্দর্যের মূল উপাদান এর নিয়ম’ উক্তিটির সাদৃশ্য রয়েছে নিচের কোনটির?
ক. বৃত্ত
খ. গাছ
গ. ফুল
ঘ. লতাপাতা
২. সব সুন্দরের সৃষ্টির মধ্যে কী আছে?
ক. রূপ
খ. রস
গ. গন্ধ
ঘ. ছায়া
৩. সুন্দরবোধ মানুষকে যা দেয়—
i. মনকে তৃপ্ত করে
ii. কাজে উৎসাহ দেয়
iii. মানুষকে পরিশীলিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
প্রাচীনকালের মানুষ পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। যে গুহায় তারা বাস করত, তার দেয়ালে তারা সেসব জীবজন্তুর ছবি আঁকত। এ থেকে তাদের সৌন্দর্যবোধের পরিচয় পাওয়া যায়।
৪. উদ্দীপকের মূলভাবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোন রচনাটির?
ক. আমাদের লোকশিল্প
খ. শিল্পকলার নানা দিক
গ. ভাব ও কাজ
ঘ. অতিথির স্মৃতি
৫. উদ্দীপকের প্রাচীনকালের মানুষের মধ্যে আলোচ্য রচনার যে বিষয়টি ফুটে উঠেছে—
ক. সৌন্দর্যবোধ
খ. দেশাত্মবোধ
গ. প্রকৃতিপ্রীতি
ঘ. মানবপ্রীতি
৬. প্রয়োজন মিটলেই কে খুশি হয় না?
ক. মানুষ
খ. শিশু
গ. পুরুষ
ঘ. আত্মা
৭. গাঁয়ের বধূরা কোনটিকে অপূর্ব নকশা করে সাজিয়েছে?
ক. জামদানি শাড়ি
খ. শিকা
গ. নকশিকাঁথা
ঘ. বেতের ঝুড়ি
৮. আনন্দকে আমরা বুঝি কীভাবে?
ক. স্পর্শের মাধ্যমে
খ. গল্পের মাধ্যমে
গ. বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে
ঘ. উপলব্ধির মাধ্যমে
৯. মানুষ সুন্দরকে সৃষ্টি করে কীভাবে?
ক. প্রকৃতির সৌন্দর্য দেখে
খ. স্বর্গীয় সৌন্দর্য দেখে
গ. আকাশের সৌন্দর্য দেখে
ঘ. প্রতিদিনের জীবন দেখে
১০. শিশুরা ছবি আঁকে কীভাবে?
ক. বাস্তব অভিজ্ঞতা দিয়ে
খ. কল্পনা ও বাস্তব মিলিয়ে
গ. বর্তমান অতীত মিলিয়ে
ঘ. বর্তমানকে প্রত্যক্ষ করে
১১. আনন্দ প্রকাশ কীসের প্রতীক?
ক. সরলতার
খ. আত্মার
গ. জীবনীশক্তির
ঘ. স্নিগ্ধতার
১২. ‘ভুবন’ বলতে ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে বোঝানো হয়েছে—
i. পৃথিবী
ii. জগৎ
iii. ভূমণ্ডল
নিচের কোনটি সঠিক?
ক. র ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৩. ভুবনে কী বইছে?
ক. রক্তধারা
খ. অশ্রুধারা
গ. আনন্দধারা
ঘ. ফল্গুধারা
১৪. বাংলাদেশে পুরাকালে কী দিয়ে শিল্পীরা ছবি আঁকতেন?
ক. চক
খ. পেনসিল
গ. কলম
ঘ. জল রং
১৫. ভাস্কর্যকে ইংরেজিতে কী বলা হয়?
ক. স্কাল্পচার
খ. আর্কিটেক্ট
গ. আর্কিটেকচার
ঘ. কালচার
শিল্পকলার নানা দিক mcq প্রশ্ন
১৬. ‘প্রতিটি ক্ষেত্রেই মানুষ তার নিত্যনতুন অবদান রেখে চলেছে’—বাক্যটি কোন রচনার অন্তর্গত?
ক. ভাব ও কাজ
খ. সুখী মানুষ
গ. পড়ে পাওয়া
ঘ. শিল্পকলার নানা দিক
১৭. সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম—
ক. সুন্দর তথ্য
খ. সৌন্দর্য জ্ঞান
গ. শ্রীতত্ত্ব
ঘ. নন্দনতত্ত্ব
১৮. সব সুন্দরের সৃষ্টির মধ্যে কী আছে?
ক. রূপ
খ. রস
গ. গন্ধ
ঘ. ছায়া
১৯. সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে, তার নাম কী?
ক. পরাধীনতা
খ. স্বাধীনতা
গ. কোমলতা
ঘ. জটিলতা
২০. অন্ধকার ঘর কী করার জন্য নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে হয়?
ক. আলোকিত
খ. শোভাময়
গ. উজ্জ্বল
ঘ. সুন্দর
২১. সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মনে যে অনুভূতি জাগে, তাকে কী বলা হয়?
ক. রূপ
খ. রস
গ. আবেগ
ঘ. প্রেম
২২. ‘সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে’ কথাটি কাদের?
ক. সকল গবেষকের
খ. সকল সমালোচকের
গ. সকল জ্ঞানীর
ঘ. সকল মূর্খের
২৩. প্রয়োজন আর অপ্রয়োজন মিলিয়েই মানুষের কীসের আশা পূর্ণ হয়?
ক. মনের আশা
খ. চাওয়ার আশা
গ. পাওয়ার আশা
ঘ. সৌন্দর্যের আশা
২৪. চিত্রকলার মাধ্যম হলো—
i. জলরং
ii. প্যাস্টেল রং
iii. কালি-কলম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. শিল্পকলার অন্তর্ভুক্ত
i. চিত্রকলা
ii. ভাস্কর্য
iii. নাচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬. সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটি রূপ আছে, তা হলো—
i. স্বাধীনতা
ii. যা খুশি তাই করা
iii. ব্যয় করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
রাজুর প্রিয় শখ ছবি আঁকা। তাই সে যেখানে-সেখানে বসে ছবি আঁকতে চেষ্টা করে। স্কুলের ক্লাসে বসে সে ছবি আঁকে, তাই সে শিক্ষকের হাতে মার খায়। পড়ার টেবিলে বসে সে ছবি আঁকে, এর জন্য সে মার বকুনি খায়। তবে ছবি আঁকার মধ্যে সে আনন্দ পায়।
২৭. উদ্দীপকটি ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের কোন বিষয়টিকে ইঙ্গিত করে?
ক. শিল্পীকে
খ. চিত্রশিল্পীকে
গ. সংগীতশিল্পীকে
ঘ. ভাস্কর্যশিল্পীকে
২৮. উদ্দীপকের রাজুর ছবি আঁকার কারণ—
i. এতে সে আনন্দ পায়
ii. এটি সুন্দর সৃষ্টির উপকরণ
iii. পয়সা উপার্জন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. চিত্রকলার মাধ্যম হলো—
ক. কালি-কলম
খ. ক্যামেরা
গ. কল্পনা
ঘ. বাস্তবতা
৩০. বাংলাদেশে পুরাকালে কী দিয়ে শিল্পীরা ছবি আঁকতেন?
ক. চক
খ. পেনসিল
গ. কলম
ঘ. জল রং
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে শিল্পকলার নানা দিক বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post