শিল্পকলার নানা দিক mcq : প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসকে সুন্দর রূপ দিয়ে গড়ে মানুষ তার সৌন্দর্যের চাহিদা পূরণ করে। মানুষ স্বভাবত সৌন্দর্য পিয়াসী। নিত্যদিনের প্রয়োজনে তাকে নানা জিনিস ব্যবহার করতে হয়। প্রয়োজনীয় জিনিসটির মাঝেও মন সুন্দর খোঁজে। তাই মানুষের মন প্রয়োজনীয় জিনিসটিকে সুন্দররূপে সাজায়। ব্যবহারটি হলো প্রয়োজন এবং সৌন্দর্য সৃষ্টি অপ্রয়োজন। এই দুই নিয়েই সৌন্দর্যের চাহিদা পূরণ হয়।
শিল্পকলার নানা দিক mcq
১. মুস্তাফা মনোয়ার হলেন একজন-
● চিত্রশিল্পী
ভাস্কর্যশিল্পী
গ স্থাপত্যশিল্পী
ঘ কারুশিল্পী
২. কোনটির মধ্য দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায়?
● শিল্পকলা চর্চা
খ সাহিত্যচর্চা
গ বিজ্ঞানচর্চা
ঘ চিত্রকলা চর্চা
৩. ‘সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে’ বলতে কী বোঝানো হয়েছে?
র. প্রয়োজনের মধ্যে সৌন্দর্য প্রকাশ পায় না
রর. অপ্রয়োজনীয় অংশই কেবল মানব মনকে তৃপ্ত করে
ররর. প্রয়োজন আর অপ্রয়োজন মিলে সৌন্দর্যের প্রকাশ ঘটে
নিচের কোনটি সঠিক?
ক র খ ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ফায়েজ আহমেদ কম্পিউটার সায়েন্সে অনার্স পড়ছেন, সারাক্ষণ তার রুমের দরজা-জানালা বন্ধ করে কম্পিউটার নিয়ে তিনি বসে থাকেন। ছোট বোন ফাহিমা পূর্ণিমার রাতে ছাদে গিয়ে চাঁদ দেখতে বললে সে বলে- ছাদে গিয়ে চাঁদ দেখার কী আছে, জানালা দিয়েই তো চাঁদ দেখা যায়। সে সবসময় মুখটা কেমন গম্ভীর করে বসে থাকে। সবার সাথে মেশেও না।
৪. উদ্দীপকের ফায়েজের মনে কীসের অভাব আছে?
ক আনন্দ ও আকাক্সক্ষা
খ ভাব ও অনুসন্ধিৎসা
● আনন্দ ও অনুভূতি
ঘ আকাক্সক্ষা ও আগ্রহ
৫. ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের আলোকে ফায়েজের উক্ত অভাববোধ থাকার কারণ-
ক শিল্পচর্চার অভাব
● শিল্পকলার প্রতি অনাসক্তি
গ সাহিত্যচর্চার অভাব
ঘ প্রকৃতির প্রতি অনাসক্তি
৬. শিল্পকলার চর্চা করা সকলের জন্য অপরিহার্য কেন?
● দেশকে জানার জন্য
খ সংস্কৃতিবান হওয়ার জন্য
গ অর্থ উপার্জনের জন্য
ঘ সম্মান বাড়ানোর জন্য
৭. শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের-
ক ঐতিহ্য
খ ইতিহাস
● সংস্কৃতি
ঘ চেতনা
৮. ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’-উদ্ধৃতাংশের সাথে নিচের কোন চরণের মিল আছে?
ক যে কাজ সকলকে আনন্দ দেয় খুশি করে তাই সুন্দর
● আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ
গ সুন্দরের মধ্যে মিলেমিশে একটা বন্ধন সৃষ্টি করে
ঘ আনন্দকে আমরা বুঝি ইন্দ্রিয় সকলের সাহায্যে
৯. সব সুন্দরের সৃষ্টির রূপের নাম-
● স্বাধীনতা
খ সৃজনশীলতা
গ উদারতা
ঘ স্বয়ংক্রিয়তা
১০. শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের-
ক ইতিহাস
খ ঐতিহ্য
● সংস্কৃতি
ঘ জীবনবোধ
১১. ‘সুন্দরকে’ জানার যে জ্ঞান তার নাম কী?
● নন্দনতত্ত্ব
খ শিল্পকলা
গ ভাস্কর্য
ঘ স্থাপত্য
১২. শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানোকে কী বলে?
ক স্থাপত্য
খ শিল্পকলা
গ চিত্রকলা
● ভাস্কর্য
১৩. মুস্তাফা মনোয়ার শিশুদের জন্য কী নির্মাণ করেন?
● মনের কথা
খ শুভেচ্ছা
গ সিসিমপুর
ঘ মীনা কার্টুন
১৪. সুন্দরবোধ মানুষকে কী করে?
● উজ্জীবিত
খ উচ্ছ্বসিত
গ পরিশীলিত
ঘ আনন্দিত
১৫. ‘নকশিকাঁথা’ বলতে বোঝায়-
ক বাঁকা নকশা করে তৈরি কাঁথা
● সুন্দর নকশা করে তৈরি কাঁথা
গ সমান্তরাল নকশা করা চাদর
ঘ সুন্দর নকশা করে সৃষ্ট চাদর
১৬. কোন ধরনের বোধের কারণে মানুষের মন তৃপ্ত হয়?
ক মূল্যবোধ
● সৌন্দর্যবোধ
গ মানবতাবোধ
ঘ নৈতিকতাবোধ
১৭. বাংলাদেশে পুরাকালে কোন রং দিয়ে ছবি আঁকা হতো?
ক তৈলরং
● জলরং
গ প্যাস্টেল রং
ঘ মোমরং
১৮. ‘আনন্দ প্রকাশ’ কীসের প্রতীক?
ক সরলতার
খ আত্মার
গ স্নিগ্ধতার
● জীবনী শক্তির
১৯. শিশুরা ছবি আঁকে-
● কল্পনা বাস্তব মিলিয়ে
খ ইতিহাস ঐতিহ্য বুঝে
গ বিন্দু রেখার সমন্বয়ে
ঘ দেখা শেখার মাধ্যমে
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
নীরা তার জন্মদিনে কাকার কাছ থেকে একটি সুন্দর কলমদানি উপহার পায়। কলমদানিটির নকশাঁ এতই সুন্দর যে সে এটি শোকেসে সাজিয়ে রাখে।
২০. নীরার আচরণে ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের কোন দিকটি গুরুত্ব পেয়েছে?
● বস্তুর অপ্রয়োজনের দিক
খ বস্তুর প্রয়োজনের দিক
গ ইতিহাস ও ঐতিহ্য রক্ষা
ঘ শিল্পকলার চর্চা
২১. উক্ত গুরুত্বের ভিত্তি কী?
ক বস্তুর ব্যবহার
● সৌন্দর্য উপলব্ধি
গ মনের স্বাধীনতা
ঘ শিল্পীর দায়িত্ব
২২. মুস্তাফা মনোয়ার কোথায় অধ্যাপনা করেছেন? (জ্ঞান)
ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে
● চারুকলা কলেজে
গ ঢাকা কলেজে
ঘ ঢাকা কমার্স কলেজে
২৩. মুস্তাফা মনোয়ার কোন টেলিভিশনের মহাপরিচালক পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন? (জ্ঞান)
ক এটিএন বাংলা
খ এনটিভি
গ চ্যানেল আই
● বিটিভি
২৪. বাংলাদেশ টেলিভিশনে ‘মনের কথা’ নামে অনুষ্ঠানটি কাদের জন্য তৈরি করা হয়? (জ্ঞান)
ক বৃদ্ধদের
খ যুবকদের
গ মেয়েদের
● শিশুদের
২৫. ‘নতুন কুঁড়ি’ নামক অনুষ্ঠানটির রূপকার কে? (জ্ঞান)
ক মুস্তাফা হায়দার
● মুস্তাফা মনোয়ার
গ মুস্তাফা জব্বার
ঘ মুস্তাফা মাসুদ
২৬. ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি কত সাল থেকে প্রচারিত হচ্ছে? (জ্ঞান)
ক ১৯৭১ সাল
● ১৯৭২ সাল
গ ১৯৭৩ সাল
ঘ ১৯৭৪ সাল
২৭. টেলিভিশন অনুষ্ঠানের কোন ক্ষেত্রে মুস্তাফা মনোয়ার মৌলিকত্বের স্বাক্ষর রেখেছেন? (জ্ঞান)
ক পরিচালনা
● প্রযোজনা
গ অভিনয়
ঘ নির্দেশনা
২৮. দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের মাসকট নির্মাণ করেন কে? (জ্ঞান)
● মুস্তাফা মনোয়ার
খ শামীম শিকদার
গ মমতাজ উদ্দীন আহমদ
ঘ ফায়েজ আহমদ
২৯. মুস্তাফা মনোয়ার কোন প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন? (জ্ঞান)
ক শিশু একাডেমি
খ বাংলা একাডেমি
● শিল্পকলা একাডেমি
ঘ নাট্য সংসদ
৩০. প্রয়োজন আর অপ্রয়োজন মিলিয়েই মানুষের কোন আশা পূরণ হয়?
ক মনের
খ শিল্পকলার
● সৌন্দর্যের
ঘ আনন্দের
৩১. নকশিকাঁথা সম্পর্কে জ্ঞানীদের কোন উক্তিটি সঠিক?
ক প্রয়োজনীয় জিনিস সুন্দর হওয়ার প্রয়োজন নেই
খ সুন্দর আর অসুন্দর মিলেই সৌন্দর্য
● সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে
ঘ সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে
৩২. আনন্দকে আমরা অনুভব করি কী দিয়ে? (জ্ঞান)
ক মন দিয়ে
খ গল্প দিয়ে
গ স্পর্শ দিয়ে
● সকল ইন্দ্রিয় দিয়ে
৩৩. মানুষ যখন আনন্দ পায় তখন নানা রূপে কী প্রকাশ করতে চায়? (জ্ঞান)
● মন
খ স্বপ্ন
গ কল্পনা
ঘ দুঃখ
৩৪. নন্দনতত্ত্বে সুন্দরকে কী করা হয়? (জ্ঞান)
ক বিশ্লেষণ
খ উপলব্ধি
● বিশ্লেষণ ও উপলব্ধি
ঘ ধ্বংস
৩৫. সব সুন্দরের সৃষ্টির মধ্যেই কী থাকে? (জ্ঞান)
● রূপ
খ কলঙ্ক
গ শৃঙ্খলা
ঘ বিশৃঙ্খলা
৩৬. কাকে খুশি করা সুন্দরের কাজ নয়? (জ্ঞান)
● স্বার্থপর আমিকে
খ নিঃস্বার্থ আমিকে
গ বাজে আমিকে
ঘ হিংসুক আমিকে
৩৭. অন্ধকার ঘর আলোকিত করতে কী প্রয়োজন? (জ্ঞান)
ক লাইট
খ আগুন
● প্রদীপ
ঘ আলো
৩৮. মানুষের মন বলে কোনো বস্তুর দ্বারা শুধুমাত্র প্রয়োজন মিটলেই হবে না তাকে কী হতে হবে? (জ্ঞান)
● সুন্দর
খ কুৎসিত
গ বড়
ঘ কারুকার্যপূর্ণ
৩৯. নকশিকাঁথাকে অপূর্ব নকশা করে সাজিয়েছে কারা? (জ্ঞান)
ক কারিগররা
খ গাঁয়ের মেয়েরা
● গাঁয়ের বধূরা
ঘ গাঁয়ের বৃদ্ধরা
৪০. প্রয়োজনের অন্তর্গত সৌন্দর্য কোনটিকে তৃপ্ত করে? (জ্ঞান)
● শরীর
খ কামনা
গ চাহিদা
ঘ মন
৪১. সব শিল্পকলার মাঝে কতকগুলো কী থাকে? (জ্ঞান)
ক সদস্যা
খ বিষয়
গ প্রকরণ
● মূলবস্তু
৪২. বিন্দু, রেখা, রং, আকার- এর মিলনে কী সৃষ্টি হয়? (জ্ঞান)
● ছবি
খ সংগীত
গ সাহিত্য
ঘ দৃশ্য
৪৩. শিল্প সৃষ্টি হতে কী লাগে? (জ্ঞান)
ক ভাষা
● মাধ্যম
গ ছবি
ঘ কল্পনা
৪৪. চিত্রকলার মাধ্যম কী? (জ্ঞান)
ক ছবি
খ কলম
● কালি-কলম
ঘ পেনসিল
৪৫. পুরাকালে কোন পাতায় শিল্পীরা ছবি আঁকত? (জ্ঞান)
ক আমপাতা
খ জামপাতা
● তালপাতা
ঘ কলাপাতা
৪৬. আমাদের দেশে কীসের ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল? (জ্ঞান)
ক পাথরের
খ মাটির
● পোড়ামাটির
ঘ লোহার
৪৭. ‘সুন্দর’ বলতে কী বোঝায়? (অনুধাবন)
● যা সবাইকে আনন্দ দেয়
খ যা সবাইকে বেদনা দেয়
গ যা সবাইকে মুক্তি দেয়
ঘ যা সবাইকে প্রেরণা দেয়
৪৮. মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয় কীভাবে? (অনুধাবন)
ক প্রয়োজন দ্বারা
খ অপ্রয়োজন দ্বারা
● প্রয়োজন আর অপ্রয়োজন মিলিয়েই
ঘ প্রকৃতি দ্বারা
৪৯. আমাদের দেশের সংস্কৃতি গড়ে উঠেছে কীভাবে? (অনুধাবন)
ক শিল্পকলা দিয়ে
● শিল্পকলার কারুকাজ দিয়ে
গ চিত্রকলা দিয়ে
ঘ ভাস্কর্যের কারুকাজ দিয়ে
৫০. ‘কালচার’ শব্দটি দ্বারা কী বোঝায়? (অনুধাবন)
ক শিল্প
● সংস্কৃতি
গ চিত্রকলা
ঘ নৃত্যকলা
৫১. শুধু প্রয়োজন মিটিয়েই মানুষ খুশি হয় না কেন? (অনুধাবন)
ক মানুষ বিলাসিতার আশাও করে
● মানুষের মন সুন্দরের প্রত্যাশী
গ মানুষের মন উচ্চাকাক্সক্ষী বলে
ঘ মানুষের প্রবৃত্তিই এমন
৫২. সুন্দরের কাজ ব্যক্তি আমিকে খুশি করা নয় কেন? (প্রয়োগ)
● অনেকের মনে খুশির বিস্তার করা
খ দুজনকে খুশি করা
গ পৃথিবীতে খুশির বিস্তার করা
ঘ প্রকৃতিতে খুশির বিস্তার করা
৫৩. ‘সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটি রূপ আছে’ ‘শিল্পকলার নানা দিক’ রচনা অবলম্বনে প্রতিফলিত রূপটির নাম কী? (উচ্চতর দক্ষতা)
ক পরাধীনতা
● স্বাধীনতা
গ স্বেচ্ছাচারিতা
ঘ বন্ধনহীনতা
৫৪. শিল্পকলার কারুকাজ দিয়ে দেশের কোনটি গড়ে ওঠে? (জ্ঞান)
ক সমাজব্যবস্থা
খ অর্থনৈতিক কাঠামো
● সংস্কৃতি বা কালচার
ঘ মূলধন ব্যবস্থা
৫৫. ‘শিল্পকলার নানা দিক’ কোন ধরনের রচনা? (জ্ঞান)
ক উপন্যাস
● প্রবন্ধ
গ ছোটগল্প
ঘ কণিকা
৫৬. বাংলাদেশের লোকশিল্পের সমৃদ্ধ শাখা কোনটি? (জ্ঞান)
● নকশিকাঁথা
খ ভাস্কর্য
গ স্থাপত্য
ঘ সংগীত
৫৭. ‘শিল্পকলার নানা দিক’ রচনানুসারে একজন শিল্পীর দায়িত্ব কী? (উচ্চতর দক্ষতা)
ক দেশকে শ্রদ্ধা করা
● দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা
গ দেশের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করা
ঘ দেশের কবিদের শ্রদ্ধা করা
৫৮. ‘ভাস্কর্য’ বলতে কী বোঝায়? (অনুধাবন)
● পাথর খোদাই করে গড়ন নির্মাণ
খ ইট খোদাই করে গড়ন নির্মাণ
গ সিমেন্ট দ্বারা গড়ন নির্মাণ
ঘ মাটি খোদাই করে গড়ন নির্মাণ
৫৯. ‘রস’ বলতে কী বোঝায়? (অনুধাবন)
● সাহিত্য পাঠে সৃষ্ট অনুভূতি
খ মিষ্টান্ন জাতীয় দ্রব্যাদি
গ একটি দোকানের নাম
ঘ মিষ্টি দ্বারা তৈরি পিঠা
৬০. গুহায় বসবাসকারী মানুষকে কী বলে? (জ্ঞান)
ক বন মানুষ
খ যাযাবর
গ আদর্শ মানব
● গুহা মানব
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির শিল্পকলার নানা দিক mcq বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post