জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের শিল্পোদ্যোগ সাজেশন অনার্স ৪র্থ বর্ষ pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: শিল্পোদ্যোগ, বিষয় কোড: ২৪২৬১৭।
শিল্পোদ্যোগ সাজেশন অনার্স ৪র্থ বর্ষ
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. প্রকল্প ধারণা কি?
উত্তর : প্রকল্প হলো একবারের জন্য গৃহীত কতকগুলো কাজের সমষ্টি যার নির্ধারিত শুরু ও শেষ আছে।
২. PEST এর পূর্ণরূপ কি?
উত্তর : PEST এর পুরো অর্থ হলো- P = Political, E = Economic, S = Sociological, T = Technological.
৩. সুযোগসন্ধানী উদ্যোক্তা কে?
উত্তর : যে সকল উদ্যোক্তা বাজার বিদ্যমান সুযোগকে ব্যবহার করে প্রতিষ্ঠানের সফলতা আনয়নের চেষ্টা করেন তাদেরকে সুযোগসন্ধানী উদ্যোক্তা বলে।
৪. ক্ষুদ্র ব্যবসায় কি?
উত্তর : যে ব্যবসায়ের আকৃতি খুবই ক্ষুদ্র, স্বল্প মূলধন, লোকসংখ্যা ও স্বল্প পরিসরে গড়ে ওঠে তাকে ক্ষুদ্র ব্যবসায় বলে।
৫. নারী উদ্রোক্তা কে?
উত্তর : কোন নারী কর্তৃক ব্যবসায়ের উদ্যোগ গৃহীত হলে তাকে নারী উদ্যোক্তা বলে।
৬. চলতি মূলধন কি?
উত্তর : যে সকল সম্পত্তি নগদ হতে কাঁচামালে, কাঁচামাল হতে উৎপাদিত পণ্যে, উৎপাদিত পণ্য নগদে বিক্রয়ের মাধ্যমে নগদ বা ধারে বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য দেনা এবং প্রাপ্য দেনা হতে পুনরায় নগদে নিয়মিতভাবে রূপান্তরিত হয়ে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলীকে সচল তাদেরকেই চলতি মূলধন বলে।
৭. জমাতিরিক্ত ঋণ কি?
উত্তর : চুক্তি অনুযায়ী ব্যাংক চলতি হিসাবের মালিককে তার জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দিলে তাকে জমাতিরিক্ত ঋণ বলে।
৮. TIN এর পূর্ণরূপ কি?
উত্তর : TIN এর পূর্ণরূপ হলো : Taxpayers Identification Number.
৯. মূল্য সংযোজন কর (VAT) কি?
উত্তর : কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয়, তাকে মূল্য সংযোজন কর বা ঠঅঞ বলা হয়।
১০. শিল্পোদ্যোগ মডেল কি?
উত্তর : ব্যক্তিক বৈশিষ্ট্যাবলি, দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত উপাদানসমূহের সাথে শিল্পোদ্যোগের সম্পর্ক যে রৈখিক চিত্রে উপস্থাপন করা হয় তাকে শিল্পোদ্যোগ মডেল বলা হয়।
১১. মাইক্রো ক্রেডিট বলতে কি
উত্তর : ক্ষুদ্র শিল্প বা প্রতিষ্ঠান স্থাপনের জন্য যে ঋণ করা হয় তাকে মাইক্রো ক্রেডিট বলে।
১২. বিসিক (BSCIC) এর পূর্ণরূপ কি?
উত্তর : বিসিক (BSCIC) এর পূর্ণরূপ Bangladesh Small and Cottage Industries Corporation.
১৩. খ-কালীন উদ্যোক্তা কাকে বলে?
উত্তর : যে সকল লোক বৎসরের কোনো নির্দিষ্ট সময়ে অথবা মৌসুমে স্বীয় স্বাভাবিক জীবিকার পাশাপাশি অতিরিক্ত আয় অর্জনের লক্ষ্যে বাড়তি নতুন কোনো ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করে তাদেরকে খ-কালীন উদ্যোক্তা বলে।
১৪. প্রত্যাশা তত্ত্বের জনক কে?
উত্তর : প্রত্যাশা তত্ত্বের জনক Victor Vroom.
১৫. SWOT Analysis এর ধাপ কয়টির?
উত্তর : SWOT বিশ্লেষণের ধাপ হলো চারটি যথা ১. বাহ্যিক পরিবেশ বিশ্লেষণ; ২. প্রতিযোগিতামূলক বিশ্লেষণ; ৩. অভ্যন্তরীণ পরিবেশ বিশ্লেষণ ও ৪. সোয়াট (ঝডঙঞ) বিশ্লেষণ।
১৬. ক্ষুদ্র ব্যবসায় কি?
উত্তর : যে ব্যবসায়ের আকৃতি খুবই ক্ষুদ্র, স্বল্প মূলধন, লোকসংখ্যা ও স্বল্প পরিসরে গড়ে ওঠে তাকে ক্ষুদ্র ব্যবসায় বলে।
১৭. GDP কী?
উত্তর : একটি অর্থবছরে দেশে উৎপাদিত দ্রব্য ও সেবা সামগ্রির মোট আর্থিক মূল্যকে জি.ডি.পি বলে।
১৮. প্রকল্পের সংজ্ঞা দাও।
উত্তর : কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকেই প্রকল্প বলা হয়।
১৯. চলতি খরচ কাকে বলে?
উত্তর : যে কোনো প্রতিষ্ঠানে নিয়মিত কার্যাবলি পরিচালনা করার জন্য যে খরচ হয় তাকে চলতি খরচ বলে।
২০. কৃতিত্বার্জন চাহিদা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিখ্যাত মনস্তাত্ত্বিক ডেভিড ম্যাকলিল্যান্ড।
২১. শ্রম কাকে বলে?
উত্তর : আয় উপার্জনের লক্ষ্যে মানসিকভাবে অথবা শারীরিকভাবে সম্পাদিত মানবীয় প্রচেষ্টা বা কাজকে শ্রম বলে।
২২. বাংলাদেশে প্রথম কবে শিল্পনীতি গৃহীত হয়।
উত্তর : ১৯৭৩ সালে।
২৩. সম্পূরক কর কী?
উত্তর : যে সকল বিলাসসামগ্রী অত্যাবশ্যকীয় নয় এবং সামাজিকভাবে অনভিপ্রেত এমন সব পণ্যের আমদানি নিরুৎসাহিত ও নিয়ন্ত্রণ করার জন্য ঐ সকল পণ্যের উপর মূল্য সংযোজন করের অতিরিক্ত বিভিন্ন হয়ে যে কর আরোপ করা হয় তাকে অম্পূরক কর বলা হয়।
২৪. TIN কি?
উত্তর : Tax Payers Identification Number. অর্থাৎ করদাতার চিহ্নিতকরণ নম্বরকে TIN বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. শিল্পোদ্যোক্তার বৈশিষ্ট্যাবলী আলোচনা কর।
২. SWOT বিশ্লেষণটি ব্যাখ্যা কর।
৩. ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ বর্ণনা কর।
৪. ক্ষুদ্র ব্যবসায় ও বৃহদায়তন ব্যবসায়ের মধ্যে পার্থক্য কর।
৫. চলতি মূলধন নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।
৬. ক্ষুদ্র ব্যবসায়ের সফলতার কারণসমূহ আলোচনা কর।
৭. ব্যবসায় পরিকল্পনার অপ্রত্যাশিত বাধাসমূহ বা সীমাবদ্ধতা আলোচনা কর।
৮. শিল্প রুগ্নতা কি? বাংলাদেশের ক্ষুদ্রশিল্প কি রুগ্নতায় আক্রান্ত?
৯. ব্যবসায় উদ্যোগের তত্ত্ব বলতে কি বুঝ?
১০. মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি আলোচনা কর।
১১. ক্ষুদ্র ব্যবসায় ও বৃহদায়তন ব্যবসায়ের মধ্যে পার্থক্য দেখাও।
১২. আদর্শ ব্যবসায় পরিকল্পনার বৈশিষ্ট্য / গুণাবলি কী কী?
১৩. ক্ষুদ্রায়তন ব্যবসায়ে অর্থায়নের উৎসসমূহ বর্ণনা কর। উৎপাদন নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আলোচনা কর।
১৪. শিল্পোদ্যেক্তোদের নৈতিকতা এবং সামাজিক দায়িত্ব কি?
১৫. প্যাটেন্ট এর উদ্দেশ্য আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. (ক) শিল্পোদ্যোগ ও শিল্পোদ্যোক্তার মধ্যে পার্থক্য দেখাও।
(খ) “শিল্পোদ্যোক্তাগণ জন্মগতভাবেই শিল্পোদ্যোক্তা এবং সৃষ্টিমূলক ও বটে” ব্যাখ্যা কর।
২. (ক) ব্যবসায় পরিবেশের সংজ্ঞা দাও।
(খ) ব্যবসায় উদ্যোগের উপর প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
৩. (ক) ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
(খ) ব্যবসায় পরিকল্পনা উন্নয়নের পদক্ষেপ আলোচনা কর।
৪. (ক) চলতি মূলধনের উৎসসমূহ আলোচনা কর।
(খ) ব্যাংক ঋণ গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
৫. (ক) নতুন পণ্য বাজারে ছাড়ার উপায়সমূহ আলোচনা কর।
(খ) সবিরাম ও অবিরাম উৎপাদান প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কর।
৬. (ক) উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কি?
(খ) শিল্পোদ্যোগ প্রশিক্ষণ কর্মসূচী কার্যকর করার উপায় বর্ণনা কর।
৭. (ক) কপিরাইটের মালিক কে?
(খ) উত্তম ট্রেডমার্কের গুণাবলী বর্ণনা কর।
৮. (ক) নারী শিল্পোদ্যোক্তা কে?
(খ) বাংলাদেশে নারী শিল্পোদ্যোক্তাদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধাসমূহ বর্ণনা কর।
৯. ম্যাকগ্রেগরের X এবং Y তত্ত্বটি আলোচনা কর।
১০. ব্যবসায় পরিকল্পনা উন্নয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর।
১১. ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন বলতে কি বুঝ? ক্ষুদ্র ব্যবসায় অর্থায়নের গুরুত্ব আলোচনা কর।
১২. পণ্য উন্নয়ন কাকে বলে? নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়া আলোচনা কর।
১৩. শিল্প নীতি কি? বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের সমস্যাসমূহ বর্ণনা কর।
১৪. প্রত্যয়পত্র কি? প্রত্যয়পত্রের প্রকারভেদ আলোচনা কর।
১৫. কেস স্টাডি কী? কেস স্টাডি এর উদ্দেশ্য আলোচনা কর।
১৬. হার্জবার্গের দ্বি- উপাদান তত্ত্বটি বর্ণনা কর।
আরো দেখো : ব্যবস্থাপনা ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিল্পোদ্যোগ সাজেশন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post