শ্রাবণে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : শিশু-কিশোর পাঠকদের কাছে সুকুমার রায় একটি প্রিয় নাম। তাঁর আদি পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায়। বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন প্রধানত রসের কবিতা, হাসির গল্প, নাটক ইত্যাদি শিশুতোষ রচনার জন্য। ‘আবোল তাবোল’, ‘হযবরল’, ‘পাগলা দাশু’ প্রভৃতি তাঁর অতুলনীয় রচনা। তাঁর পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী একজন বিখ্যাত শিশুসাহিত্যিক। কিংবদন্তি চলচ্চিত্র-নির্মাতা ও খ্যাতিমান সাহিত্যিক সত্যজিৎ রায় তাঁর পুত্র। সুকুমার রায়ের জন্ম কলকাতায় ১৮৮৭ খ্রিষ্টাব্দে এবং মৃত্যু ১৯২৩ খ্রিষ্টাব্দে।
শ্রাবণে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বর্ষার ধারা কীভাবে বইতে থাকে?
উত্তর: বর্ষার ধারা অফুরান নামতায় বইতে থাকে।
২. বর্ষায় আকাশের মুখ কীসে ঢেকে যায়?
উত্তর: বর্ষায় আকাশের মুখ মেঘে ঢেকে যায়।
৩. বর্ষায় চারপাশ কীরূপ থাকে?
উত্তর: বর্ষায় চারপাশ ধোঁয়ামাখা থাকে।
৪. বর্ষা কীভাবে বারিধারা বইয়ে দেয়?
উত্তর: পৃথিবীর ছাদ পিটিয়ে বর্ষা বারিধারা বইয়ে দেয়।
৫. গাছপালা কোন ঋতুতে প্রাণভরে স্নান করে?
উত্তর: গাছপালা বর্ষা ঋতুতে প্রাণভবে স্নান করে।
৬. বর্ষায় চারদিক কীসে টলমল করতে থাকে?
উত্তর: বর্ষায় চারদিক পানিতে টলমল করতে থাকে।
৭. গ্রীষ্মের তাপ ধুইয়ে দেয় কোন ঋতু?
উত্তর: গ্রীষ্মের তাপ ধুইয়ে দেয় বর্ষা ঋতু।
৮. সারা বিশ্বের রৌদ্রের স্মৃতি কোন ঋতুতে মুছে যায়?
উত্তর: সারা বিশ্বের রৌদ্রের স্মৃতি বর্ষা ঋতুতে মুছে যায়।
৯. ধরণীর আশাভয় এবং ধরণী সুখ-দুঃখ কোন ঋতু?
উত্তর: ধরণীর আশাভয় এবং ধরণীর সুখ-দুঃখ বর্ষা ঋতু।
১০. হৃদয়ে বীণ বাজে কোন ঋতু?
উত্তর: হৃদয়ে নিঃসঙ্গতার বীণ বাজে বর্ষা ঋতুতে।
১১. ‘শ্রাবণে’ কবিতাটি সুকুমার রায়ের কোন ছড়া গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?
উত্তর: ‘শ্রাবণে’ কবিতাটি সুকুমার রায়ের ‘খাই খাই’ ছড়াগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে।
১২. প্রকৃতি সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করে কোন ঋতুতে?
উত্তর: প্রকৃতি সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করে বর্ষা ঋতুতে।
১৩. সুকুমার রায়ের পৈত্রিক নিবাস কোথায়?
উত্তর: সুকুমার রায়ের পৈত্রিক নিবাস ময়মনসিংহ।
১৪. ‘হযবরল’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘হযবরল’ গ্রন্থটির রচয়িতা সুকুমার রায়।
১৫. সুকুমার রায় জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে?
উত্তর: সুকুমার রায় জন্মগ্রহণ করেন ১৯২৩ খ্রিষ্টাব্দে।
শ্রাবণে কবিতার প্রশ্ন উত্তর class 7
১৭. প্রাণখোলা বর্ষায় কে স্নান করে?
উত্তর: প্রাণখোলা বর্ষায় স্নান করে গাছপালা।
১৮. বর্ষায় কীসের শেষ নাই?
উত্তর: বর্ষায় প্লাবনের শেষ নেই।
১৯. ‘জর্জর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘জর্জর’ শব্দের অর্থ কাতর।
২০. নদীনালা কেমন জলে ভরে ওঠে?
উত্তর: ঘোলা জলে ভরে ওঠে।
২১. ‘শ্রাবণে’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘শ্রাবণে’ কবিতাটি সুকুমার রায়ের ‘খাই খাই’ ছড়া গ্রন্থের অন্তর্গত।
২২. সুকুমার রায়ের পৈতিৃক নিবাস কোথায়?
উত্তর: সুকুমার রায়ের পৈত্রিক নিবাস ময়মনসিংহ জেলায়।
২৩. ঝমাঝম বারিধার কী পিটে?
উত্তর: ঝমাঝম বারিধার পৃথিবীর ছাত পিটে।
২৪. নামতা কী?
উত্তর: নামতা হলো গণিতে গুণ করার ধারাবাহিক তালিকা।
২৫. ‘শ্রাবণে’ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘শ্রাবণে’ কবিতাটি ‘খাই খাই’ ছড়াগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
২৬. বর্ষায় কিসের স্মৃতিটুকু ধুয়ে যায়?
উত্তর: বর্ষায় রৌদ্রের স্মৃতিটুকু ধুয়ে যায়।
২৭. সুকুমার রায়ের আদি পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: সুকুমার রায়ের আদি পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায়।
২৮. নদীনালা ঘোলাজলে ভরে ওঠে কখন?
উত্তর: নদীনালা ঘোলাজলে ভরে ওঠে প্রাণখোলা বরষায়।
২৯. ‘শ্রাবণে’ কবিতা সুকুমার রায়ের কোন ছড়া গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘শ্রাবণে’ কবিতা সুকুমার রায়ের ‘খাই খাই’ ছড়াগ্রন্থের অন্তর্গত।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে শ্রাবণে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post