শ্রাবণে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : কবিতাটি সুকুমার রায়ের ‘খাই খাই’ ছড়াগ্রন্থের অন্তর্গত। গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করেছে, কবিতায় সে ছবিই আঁকা হয়েছে। বর্ষার জলে গাছপালা নদী-নালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয়। প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে। গ্রীষ্মকালের রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে। এভাবেই ঋতুর পালাবদলের মতো মানব-মনের আশা-আকাঙ্ক্ষা, সুখ-দুঃখের পালাবদল ঘটে।
শ্রাবণে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. নিচের কোনটি সুকুমার রায়ের রচনা?
ক. আবোল তাবোল
খ. শেষ সপ্তক
গ. মাটির কান্না
ঘ. রঙিলা নায়ের মাঝি
২. ‘পাগলা দাশু’ গল্পটির লেখক কে?
ক. সত্যজিত রায়
খ. সুকুমার রায়
গ. কিশোর রায়
ঘ. জসীম উদ্দীন
৩. কোন পাঠকদের কাছে সুকুমার রায় একটি প্রিয় নাম?
ক. বয়স্ক
খ. মধ্যবয়সী
গ. শিশু-কিশোর
ঘ. যুবক
৪. সুকুমার রায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২৩
খ. ১৯২৮
গ. ১৯৪১
ঘ. ১৯৫০
৫. অঙ্ক শেখার প্রাথমিক বইকে কী বলে?
ক. আদর্শ লিপি
খ. ধারাপাত
গ. গণিত বই
ঘ. নামতা বই
৬. ‘ছাত’ শব্দের অর্থ কী?
ক. ছাতা
খ. দালান
গ. ছাদ
ঘ. টোপর
৭. ‘উন্মাদ’ শব্দের অর্থ কী??
ক. কাতর
খ. রিক্ত
গ. শক্তিশালী
ঘ. ক্ষিপ্ত
৮. ‘বারিধার’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. জলের ধারা
খ. অস্ত্রের ধার
গ. নদীর ধারা
ঘ. আগ্নেয়গিরি
৯. ‘নিঃঝুম’ শব্দের অর্থ কী?
ক. বৃষ্টি
খ. অনবরত
গ. নীরব
ঘ. উন্মত্ত
১০. ‘জর্জর’ শব্দের অর্থ কী?
ক. মামলা
খ. কাতর
গ. জড়িত
ঘ. সংশয়
১১. ‘শ্রাবণে’ কবিতার মূল বিষয় কী?
ক. বর্ষার ব্যাপ্তি
খ. বর্ষার সৌন্দর্য
গ. বর্ষার ভাবালুতা
ঘ. বর্ষার দুর্ভোগ
১২. ‘শ্রাবণে’ কবিতাটির কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যজিত রায়
গ. সুকুমার রায়
ঘ. ফররুখ আহমদ
১৩. ‘শ্রাবণে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. হযবরল
খ. আবোল তাবোল
গ. পাগলা দাশু
ঘ. খাই খাই
১৪. রিমঝিম বৃষ্টির ধ্বনি কাদের নামতা পড়ার শব্দের মতো মনে হয়?
ক. বুড়োদের
খ. বালকদের
গ. মেয়েদের
ঘ. শিশুদের
১৫. কিসে আকাশের মুখ ঢেকে যায়?
ক. জোছনায়
খ. মেঘে
গ. অমাবস্যায়
ঘ. ধোঁয়ায়
শ্রাবণে কবিতার mcq প্রশ্ন
১৬. বৃষ্টিতে গাছপালা কী করে?
ক. স্নান
খ. উৎসব
গ. কান্না
ঘ. হৈচৈ
১৭. বর্ষার কী ভরে উঠে?
ক. রাস্তা-ঘাট
খ. নদী-নালা
গ. বাড়ি-ঘর
ঘ. মাঠ-ঘাট
১৮. উন্মাদ শ্রাবণ বর্ষায় কী করে?
ক. উৎসব
খ. পূজা
গ. মাতম
ঘ. প্রার্থনা
১৯. ‘শ্রাবণে’ কবিতায় কয়দিকের কথা বলা হয়েছে?
ক. চারদিক
খ. পাঁচদিক
গ. ছয়দিক
ঘ. দশদিক
২০. ‘জলেজেলে জলময়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. পরিপূর্ণতা
খ. জলাধার
গ. পূর্ণ নদী
ঘ. বর্ষার প্লাবন
২১. বর্ষায় কিসের তাপ ধুয়ে যায়?
ক. শরতের
খ. শীতের
গ. বসন্তের
ঘ. গ্রীষ্মের
২২. বর্ষায় কিসের স্মৃতিটুকু ধুয়ে যায়?
ক. বাতাসের
খ. রৌদ্রের
গ. আকাশের
ঘ. মানুষের
২৩. বর্ষায় প্রকৃতিতে কিসের সঞ্চার ঘটে?
ক. প্রাণের
খ. গানের
গ. আনন্দের
ঘ. কবিতার
২৪. বর্ষায় নতুন রূপ ধারণ করে-
ক. মানুষ
খ. জীবজন্তু
গ. প্রকৃতি
ঘ. পাখপাখালি
২৫. কবি শ্রাবণকে কোন বিশেষণে বিশেষায়িত করেছেন?
ক. উদ্ভট
খ. উন্মাদ
গ. জর্জর
ঘ. বর্বর
২৬. ‘শ্রাবণে’ কবিতা শিক্ষার্থীদের আকৃষ্ট করবে-
i. জলবায়ু বিষয়ে
ii. প্রকৃতি বিষয়ে
iii. পরিবেশ বিষয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. বর্ষায় প্রকৃতি-
i. সজীব হয়
ii. প্রাণবন্ত হয়
iii. রুক্ষ থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. মানব-মনে পালাবদল ঘটে-
i. আশা-আকাঙ্ক্ষার
ii. ভরসার
iii. সুখ-দুঃখের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. শ্রাবণে জল ঝরে-
i. সারাদিন
ii. সারারাত
iii. অবিরাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. শ্রাবণে থাকে-
i. আকাশের মুখ ঢাকা
ii. জলেজলে জলময়
iii. ধোঁয়ামাখা চারিধার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে শ্রাবণে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post