সততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর মুহম্মদ শহীদুল্লাহ : সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনি বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎলোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশের তিন জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবলরোগী একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ।
সততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মুহম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৮৫ খ্রিস্টাব্দে।
২. মুহম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে।
৩. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন?
উত্তর: ভাষাতত্ত্ব ও বহুভাষাবিদ হিসেবে তিনি বিশেষজ্ঞ ছিলেন।
৪. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন?
উত্তর: ফ্রান্সের প্যারিসে সোরবন বিশ্ববিদ্যালয় থেকে।
৫. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের।
৬. ‘বাংলা ভাষার আঞ্চলিক অভিধান’ কে সম্পাদনা করেছেন?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ
৭. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু-পত্রিকার নাম কি?
উত্তর: ‘আঙুর’।
৮. মুহম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৬৯ খ্রিস্টাব্দে।
৯. মুহম্মদ শহীদুল্লাহ কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: ঢাকায়।
১০. মুহম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে।
মূলপাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. ‘সততার পুরস্কার’ গল্পের লেখক কে?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ।
২. গল্পটি কোন ধর্মীয় শিক্ষার ওপর ভিত্তি করে রচিত?
উত্তর: ইসলামী শিক্ষা ও হাদিসের একটি কাহিনির উপর ভিত্তি করে।
৩. ‘সততার পুরস্কার’ গল্পের মূল মূলভাব কী?
উত্তর: আল্লাহ মানুষের সততা ও কৃতজ্ঞতা পরীক্ষা করেন এবং সৎ ও কৃতজ্ঞ ব্যক্তিকে পুরস্কৃত করেন।
৪. আল্লাহ কার মাধ্যমে তিন ব্যক্তিকে পরীক্ষা করেন?
উত্তর: একজন ফেরেশতার মাধ্যমে।
৫. ফেরেশতারা কীসের তৈরি?
উত্তর: নূরের তৈরি।
৬. গল্পে কয়জন ব্যক্তি ছিলেন যাদের পরীক্ষা নেওয়া হয়?
উত্তর: তিনজন।
৭. তিন ব্যক্তির কী কী শারীরিক সমস্যা ছিল?
উত্তর: একজন ধবলরোগী, একজন টাকওয়ালা, একজন অন্ধ।
৮. প্রথম ব্যক্তি কী রোগে আক্রান্ত ছিলেন?
উত্তর: ধবলরোগ।
৯. দ্বিতীয় ব্যক্তির কী সমস্যা ছিল?
উত্তর: তিনি টাক ছিলেন।
১০. তৃতীয় ব্যক্তির কী সমস্যা ছিল?
উত্তর: তিনি অন্ধ ছিলেন।
১১. ধবলরোগী কী চাইলো?
উত্তর: সুন্দর গায়ের রং ও চামড়া এবং একটি উট।
১২. টাকওয়ালা ব্যক্তি কী চাইলো?
উত্তর: মাথায় চুল।
১৩. অন্ধ ব্যক্তি ফেরেশতার কাছে কী প্রার্থনা করলো?
উত্তর: দৃষ্টি ফিরে পাওয়ার।
১৪. কয়েক বছর পর ফেরেশতা কী রূপ ধারণ করে তাদের কাছে এলেন?
উত্তর: এক গরিব বিদেশির ছদ্মবেশে।
১৫. ফেরেশতা প্রথমে কার কাছে গিয়ে সাহায্য চাইলেন?
উত্তর: ধবলরোগী থেকে সুস্থ হওয়া ব্যক্তির কাছে।
সততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১৬. ধবলরোগী ফেরেশতাকে কী উত্তর দিলেন?
উত্তর: উটের অনেক দাম, কি করিয়া দেই?
১৭. ফেরেশতা টাকওয়ালা ব্যক্তির কাছে কী চাইলেন?
উত্তর: একটি গাভি।
১৮. টাকওয়ালা ব্যক্তি ফেরেশতাকে কী উত্তর দিলেন?
উত্তর: তিনি নিজের অতীত অস্বীকার করে গাভি দিতে অস্বীকার করলেন।
১৯. ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে কী চাইলেন?
উত্তর: একটি ছাগল।
২০. অন্ধ ব্যক্তি ফেরেশতাকে কী উত্তর দিলেন?
উত্তর: তিনি আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেরেশতাকে যেকোনো কিছু নিতে বললেন।
২১. ফেরেশতা ধবলরোগী ও টাক ব্যক্তির জন্য কী শাস্তি দিলেন?
উত্তর: তারা তাদের আগের অবস্থায় ফিরে গেল।
২২. ফেরেশতা অন্ধ ব্যক্তির জন্য কী করলেন?
উত্তর: তিনি তার সম্পদ বহাল রাখলেন এবং তাকে পুরস্কৃত করলেন।
২৩. ‘সততার পুরস্কার’ গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?
উত্তর: আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, এবং যারা কৃতজ্ঞ ও সৎ, তারা পুরস্কৃত হয়।
২৪. অকৃতজ্ঞ ব্যক্তির পরিণতি কী হয়?
উত্তর: তারা আল্লাহর আশীর্বাদ হারিয়ে ফেলে এবং আগের অবস্থায় ফিরে যায়।
২৫. কোন চরিত্রটি সততার জন্য পুরস্কৃত হয়?
উত্তর: যিনি অন্ধ থেকে সুস্থ হয়েছিলেন।
২৬. ‘ধবল’ শব্দের অর্থ কী?
উত্তর: সাদা, শ্বেত, এক প্রকার চর্মরোগ।
২৭. ‘গাভিন’ বলতে কী বোঝায়?
উত্তর: গর্ভধারণ করেছে এমন (গাভিন গরু)।
২৮. ‘স্বর্গীয় দূত’ কাকে বলা হয়?
উত্তর: আল্লাহর বার্তাবাহক বা ফেরেশতা।
২৯. ‘কসম’ শব্দের অর্থ কী?
উত্তর: শপথ বা দিব্যি।
৩০. ‘বেজার’ শব্দের অর্থ কী?
উত্তর: অখুশি বা অসন্তুষ্ট।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে সততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য প্রায় ৩০টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post