সততার পুরস্কার গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর : মুহম্মদ শহীদুল্লাহর কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তাঁর লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—’শেষ নবীর সন্ধানে’ ও ‘গল্প মঞ্জুরী’। তাঁর সম্পাদনায় শিশু-পত্রিকা ‘আঙুর’ প্রকাশিত হয়। ‘বাংলা ভাষার আঞ্চলিক অভিধান’ সম্পাদনা তাঁর অসামান্য কীর্তি।
সততার পুরস্কার গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
১. মুহম্মদ শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের প্রথম ছাত্র?
ক. বাংলা বিভাগ
খ. সংস্কৃত বিভাগ
গ. ভাষাতত্ত্ব বিভাগ
ঘ. পালি বিভাগ
২. মুহম্মদ শহীদুল্লাহ ডিলিট ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়
গ. কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ. দিল্লি বিশ্ববিদ্যালয়
৩. কোন বিষয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে মুহম্মদ শহীদুল্লাহ অর্জন করেছেন অনেক পুরস্কার?
ক. বাংলা ভাষা
খ. সংস্কৃত ভাষা
গ. ভাষা ও সাহিত্য
ঘ. সাহিত্য ও উপন্যাস
৪. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকাটির নাম কী?
ক. সবুজপত্র
খ. সন্দেশ
গ. আঙুর
ঘ. শিখা
৫. মুহম্মদ শহীদুল্লাহর অসামান্য কীর্তি?
ক. বাংলা ভাষার আঞ্চলিক অভিধান
খ. সাহিত্যতত্ত্ব কথা
গ. বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
ঘ. ব্যবহারিক বাংলা অভিধান
৬. মুহম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন?
ক. ১৯৬৯ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৭১ সালে
ঘ. ১৯৭২ সালে
৭. মুহম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয়?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে
গ. বুদ্ধিজীবী কবরস্থানে
ঘ. আজিমপুর কবরস্থানে
৮. ‘সততার পুরস্কার’ গল্প পাঠের উদ্দেশ্য কী?
ক. সততা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা
খ. উপকারীর অপকার করার শিক্ষা
গ. অকৃতজ্ঞতার শিক্ষা
ঘ. মিথ্যা বলার শিক্ষা
৯. ইহুদী লোকদের পরীক্ষার জন্য আল্লাহ কাকে পাঠালেন?
ক. পুলিশ
খ. সাংবাদিক
গ. ফেরেশতা
ঘ. কাউকে না
১০. ফেরেশতারা কীসের তৈরি?
ক. নূর
খ. মাটি
গ. পানি
ঘ. অগ্নি
১১. ‘সকলে যে আমাকে ঘৃণা করে’—উক্তিটি কার?
ক. টাকওয়ালা ব্যক্তির
খ. অন্ধ ব্যক্তির
গ. ধবলরোগীর
ঘ. বধির ব্যক্তির
১২. ধবলরোগীকে সকলে কেমন দৃষ্টিতে দেখত?
ক. শ্রদ্ধার
খ. সম্মানের
গ. ঘৃণার
ঘ. স্নেহের
১৩. ধবলরোগী কী ভালবাসে?
ক. গায়ের রং
খ. ধনসম্পদ
গ. সম্মান
ঘ. খ্যাতি
১৪. ফেরেশতা নিচের কোন ব্যক্তির নিকট প্রথমে গিয়েছিল?
ক. ধবল
খ. টাকওয়ালা
গ. অন্ধ
ঘ. খঞ্জের
১৫. গায়ের রং এর পর ধবলরোগী ফেরেশতার কাছে আর কী চাইল?
ক. উট
খ. গাভী
গ. ছাগল
ঘ. হাঁস-মুরগি
সততার পুরস্কার গল্পের mcq প্রশ্ন উত্তর
১৬. ধবলরোগীর পর আল্লাহর দূত কার কাছে গেলেন?
ক. টাকওয়ালা
খ. অন্ধ
গ. খোঁড়া
ঘ. বুদ্ধি প্রতিবন্ধী
১৭. স্বর্গীয় দূত টাকওয়ালা ব্যক্তিকে কী দিলেন?
ক. গরু
খ. গাভিন গাই
গ. ছাগল
ঘ. উট
১৮. টাকওয়ালা ব্যক্তির পর স্বর্গীয় দূত কার কাছে গেলেন?
ক. ধবলরোগী
খ. অন্ধ
গ. খোঁড়া
ঘ. প্রতিবন্ধী
১৯. স্বর্গীয় দূত অন্ধ ব্যক্তিকে কী দিলেন?
ক. উট
খ. গাই
গ. ছাগল
ঘ. টাকা-পয়সা
২০. ছদ্মবেশী ফেরেশতা ধবলরোগীর নিকট যে আচরণ পেল?
ক. সাহায্য পেল
খ. আদরযত্ন পেল
গ. মিথ্যাচার পেল
ঘ. ত্যাগের মহিমা পেল
২১. ‘তুমি যাহা চাও লও’—উক্তিটি কার?
ক. অন্ধ ব্যক্তির
খ. টাকওয়ালা ব্যক্তি
গ. ফেরেশতার
ঘ. ধবলরোগীর
২২. ‘আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি’ কথাটি কে বলেছে?
ক. অন্ধ ব্যক্তি
খ. ফেরেশতা
গ. টাকওয়ালা ব্যক্তি
ঘ. ধবলরোগী
২৩. ছদ্মবেশী ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট কীরূপ আচরণ পেল?
ক. ধিক্কার পেল
খ. আদরযত্ন পেল
গ. মিথ্যাচার পেল
ঘ. সাহায্য পেল
২৪. ‘সততার পুরস্কার’ গল্পে ‘ধবল’ শব্দটির অর্থ কী?
ক. শ্বেতাঙ্গ
খ. সাদা
গ. কুষ্ঠরোগ
ঘ. টেকো
২৫. হযরত মুসা (আ) প্রবর্তিত ধর্মের অনুসারী কারা?
ক. ইহুদী
খ. বৌদ্ধ
গ. খৃষ্টান
ঘ. মুসলিম
২৬. ‘আমির’ শব্দের অর্থ কী?
ক. শ্রেষ্ঠ
খ. প্রধান
গ. মালিক
ঘ. অন্যতম
২৭. ‘সততার পুরস্কার’ গল্পটি কোন ভাষায় রচিত?
ক. সাধু ভাষায়
খ. চলিত ভাষায়
গ. আঞ্চলিক ভাষায়
ঘ. প্রমিত ভাষায়
২৮. ‘সততার পুরস্কার’ গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কোনটি?
ক. নৈতিক মূল্যবোধ
খ. সৎপথে উপার্জন
গ. পারস্পরিক সহানুভূতি
ঘ. গরিবের প্রতি দয়া দেখান
২৯. মুহম্মদ শহীদুল্লাহ যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করেছেন—
i. কলকাতা সিটি কলেজ
ii. কলকাতা বিশ্ববিদ্যালয়
iii. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii
৩০. মুহম্মদ শহীদুল্লাহ্ অসাধারণ পান্ডিত্যের পরিচয় দিয়েছেন যে বিষয়ে—
i. বাংলা ভাষা
ii. বাংলা সাহিত্যের ইতিহাস
iii. বাংলা উপন্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে সততার পুরস্কার গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post