অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করবো। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে ও গুরুত্বপূর্ণ টপিক হতে সাজেশনটি তৈরি করা হয়েছে। তাই, পরীক্ষায় ভালো করতে চাইলে অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন গুলো চর্চা করা হতে পারে উত্তর পন্থা।
কোর্সটিকায় আজকে সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান বিষয়ের উপর সাজেশন দেওয়া হয়েছে। সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৬০৯। এখানে, ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়ই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে তোমরা পেয়ে যাচ্ছো কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বই হতে যেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. অভিবাসন কত প্রকার?
উত্তর: অভিবাসন ২ প্রকার। যথা: ১. অভ্যন্তরীণ অভিবাসন ও ২. আন্তর্জাতিক অভিবাসন।
২. অভিবাসনের যেকোনো একটি আকর্ষণীয় দিক উল্লেখ কর।
উত্তর: অভিবাসনের একটি আকর্ষণীয় দিক হলো ধর্মীয় ও সামাজিক নিপীড়ন থেকে অভিবাসী ব্যক্তি রেহাই পায়।
৩. ইসলাম শব্দের অর্থ কী?
উত্তর: ইসলাম শব্দের অর্থ শান্তি।
৪. হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন হযরত মুহম্মদ (সা.)।
৫. সংখ্যালঘু শব্দের অর্থ কী?
উত্তর: সংখ্যালঘু শব্দের অর্থ যা সংখ্যায় কম।
৬. এথনিসিটি কী?
উত্তর: এথনিসিটি হলো নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী।
৭. ‘এথনিসিটি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘এথনিসিটি’ শব্দের অর্থ নৃতাত্ত্বিক।
৮. Ethnicity কোন শব্দ থেকে এসেছে?
অথবা, এথনিক কোন ভাষার শব্দ?
উত্তর: গ্রিক শব্দ Ethnos থেকে Ethnicity শব্দটি এসেছে।
৯. ডায়াসপোরা কী?
উত্তর: প্রবাসে থাকা নির্দিষ্ট ভূখন্ডে বসবাসরত নির্দিষ্ট সম্প্রদায়কে ডায়াসপোরা বলা হয়।
১০. মুসলমানদের ইউরোপ বিজয়ের সূচনা হয় কার নেতৃত্বে?
উত্তর: মুসলমানদের ইউরোপ বিজয়ের ‘সূচনা হয় উমাইয়া খলিফাদের নেতৃত্বে।
১১. স্পেন দেশটি কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: স্পেন দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত।
১২. ‘Light House of Europe’ নামে পরিচিত কোন অঞ্চল?
অথবা, “ইউরোপের লাইট হাউস” নামে পরিচিত শহর কোনটি?
উত্তর: ‘Light House of Europe’ নামে পরিচিত কর্ডোভা।
১৩. কত সালে যুক্তরাজ্যে মসজিদ কাউন্সিল গঠিত হয়?
উত্তর: ১৯৮৩ সালে যুক্তরাজ্যে মসজিদ কাউন্সিল গঠিত হয়।
১৪. আলবেনিয়া কখন স্বাধীনতা অর্জন করে?
উত্তর: আলবেনিয়া ১৯১২ সালের ২৮ নভেম্বর স্বাধীনতা অর্জন করে।
১৫. আলবেনিয়ায় কত শতাংশ জনগণ মুসলমান?
উত্তর: আলবেনিয়ায় ৭০ শতাংশ জনগণ মুসলমান।
১৬. সুইডেনের একটি মুসলিম কমিউনিটির নাম লেখ।
উত্তর: সুইডেনের একটি মুসলিম কমিউনিটির নাম Muslim faith community.
১৭. MCB এর পূর্ণনাম কী?
উত্তর: MCB এর পূর্ণনাম Muslim Council of Britain.
১৮. দি ইউনিয়ন অব মুসলিম অরগানাইজেশন কোথায় অবস্থিত?
উত্তর: দি ইউনিয়ন অব মুসলিম অরগানাইজেশন ব্রিটেনে অবস্থিত।
১৯. ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কী?
উত্তর: ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার ইউরো।
২০. আমব্রলা কোন দেশের মুসলিম সংগঠন?
উত্তর: আমব্রলা জার্মানির মুসলিম সংগঠন।
২১. ‘Terrorism’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Terrorism’ শব্দের অর্থ সন্ত্রাসবাদ।
২২. ‘টুইন টাওয়ার’ কখন ধ্বংসপ্রাপ্ত হয়?
উত্তর: ‘টুইন টাওয়ার’ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ধ্বংসপ্রাপ্ত হয়।
২৩. ওয়ালেস ফার্দ মুহম্মদ কে ছিলেন?
উত্তর: ওয়ালেস ফার্স মুহম্মদ ছিলেন শ্বেতাঙ্গ বিদ্বেষী একজন মুসলিম নেতা।
২৪. এলিজা মুহম্মদ কে?
উত্তর: এলিজা মুহম্মদ NOI এর President ও ব্লাক কমিউনিটির নেতা।
২৫. প্যারাডাইজ ভ্যালি কী?
উত্তর: ‘Nations of Islam’ এর কৃষ্ণাঙ্গ মুসলমানরা ১৯৩০ সালে ডেট্রয়েট শহরে ‘Paradise Valley in Detroit’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা প্যারাডাইজ নামে পরিচিত।
২৬. IIFSO এর পূর্ণরূপ লেখ।
অথবা, IIFSO-এর পূর্ণরূপ কী?
উত্তর: IIFSO এর পূর্ণরূপ International Islamic Federation of Student Organization.
২৭. এডওয়ার্ড উইলমেট ব্লাইডেন কোন দেশের নাগরিক?
উত্তর: এডওয়ার্ড উইলমেট ব্লাইডেন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক।
২৮. ‘Edmontos Alberta’ কী?
উত্তর: ‘Edmontos Alberta’ হলো কানাডায় মুসলমানদের প্রথম প্রতিষ্ঠান।
২৯. ত্রিনিদাদ এন্ড টোবাগো কোন অঞ্চলের দেশ?
উত্তর: ত্রিনিদাদ এন্ড টোবাগো ক্যারিবীয় অঞ্চলের দেশ।
৩০. মুসলমানদের মধ্যে সর্বপ্রথম কে চীনে আগমন করেন?
অথবা, মহানবি (স.) এর কোন সাহাবি প্রথম চীনে গমন করেন?
উত্তর: মুসলমানদের মধ্যে সর্বপ্রথম সাদ বিন আবি ওয়াক্কাস চীনে আগমন করেন।
৩১. হুই মুসলমানরা কোন দেশের অধিবাসী?
উত্তর: তুই মুসলমানরা চীনের অধিবাসী।
৩২. উইঘুররা কোন দেশের মুসলমান?
উত্তর: উইঘুররা তুর্কিস্তান জাতিভুক্ত চীনা মুসলমান।
৩৩. চেচনিয়ার রাজধানীর নাম কী?
অথবা, চেচনিয়ার রাজধানীর নাম লেখ।
উত্তর: চেচনিয়ার রাজধানী নাম গ্রোজনি।
৩৪. আসলান মাসখাদভ কে?
উত্তর: আসলান মাসখাদভ ছিলেন একজন চেচেন নেতা।
৩৫. বার্মার বর্তমান নাম কী?
উত্তর: বার্মার বর্তমান নাম মিয়ানমার।
৩৬. নাসাকা কী?
উত্তর: নাসাকা হলো মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।
৩৭. নারমিখলা কে?
উত্তর: নারমিখলার মুসলিম নাম ছিল মুহম্মদ সুলায়মান শাহ, তিনি জালালউদ্দিন মুহম্মাদ শাহের করদ রাজ ছিলেন।
৩৮. নারমিখলার মুসলিম নাম কী ছিল?
উত্তর: নারমিখলার মুসলিম নাম ছিল মুহম্মদ সুলায়মান শাহ।
৩৯. আরাকানের বর্তমান নাম কী?
উত্তর: আরাকান রাজ্যের বর্তমান নাম রাখাইন।
৪০. রাখাইন শব্দের অর্থ কী?
উত্তর: রাখাইন শব্দের অর্থ দৈত্য বা রাক্ষস।
৪১. কিং ড্রাগন অপারেশন কী?
উত্তর: ১৯৭৮ সালে আরাকানে মুসলিমদের উচ্ছেদের জন্য নে উইন সরকার যে অপারেশন পরিচালনা করে এটিই ইতিহাসে কিং ড্রাগন অপারেশন নামে পরিচিত।
৪২. কিং ড্রাগন অপারেশন কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর: কিং ড্রাগন অপারেশন মিয়ানমারের আরাকানে সংঘটিত হয়েছিল।
৪৩. শ্রীলঙ্কার রাজধানীর নাম কী?
উত্তর: শ্রীলঙ্কার রাজধানীর নাম শ্রী জয়াবর্ধানেপুরা কোটে।
৪৪. গ্রিক ভৌগোলিকদের কাছে শ্রীলঙ্কা কী নামে পরিচিত ছিল?
উত্তর: গ্রিক ভৌগোলিকদের কাছে শ্রীলঙ্কা Taprobne নামে পরিচিত ছিল।
৪৫. শ্রীলঙ্কান মুসলিম কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
অথবা, কখন শ্রীলংকায় মুসলিম কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর: শ্রীলঙ্কান মুসলিম কংগ্রেস ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
৪৬. কত খ্রিস্টাব্দে হাজি ইলিয়াস শাহ নেপাল আক্রমণ করেন?
উত্তর: ১৩৫০ খ্রিস্টাব্দে হাজি ইলিয়াস শাহ নেপাল আক্রমণ করেন।
৪৭. মোরো শব্দের অর্থ কী?
উত্তর: মোরো শব্দের অর্থ অপভ্রংশ।
৪৮. ফিলিপাইনের একটি মুসলিমপ্রধান শহরের নাম লেখ।
উত্তর: ফিলিপাইনের একটি মুসলিমপ্রধান শহরের নাম মিন্দানাও।
৪৯. MNLF এর পূর্ণরূপ লেখ।
অথবা, MNLF এর পূর্ণরূপ কী?
উত্তর: MNLF এর পূর্ণরূপ হলো Moro National Liberation Front.
৫০. মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এমএনএলএফ) এর প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এমএনএলএফ) এর প্রথম সভাপতি ছিলেন নুর মিসৌরি।
৫১. কোবে মসজিদ কোথায় অবস্থিত?
অথবা, কোবে মসজিদটি কোন দেশে অবস্থিত?
উত্তর: কোবে মসজিদ জাপানে অবস্থিত।
৫২. ডারবান শহরটি কোন দেশে?
উত্তর: ডারবান শহরটি দক্ষিণ আফ্রিকায়।
৫৩. নাটাল মুসলিম কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: নাটাল মুসলিম কাউন্সিল ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয়।
৫৪. শেখ আব্দুল্লাহ ইউসুফ কে?
উত্তর: শেখ আব্দুল্লাহ ইউসুফ হলেন দক্ষিণ আফ্রিকায় ইসলাম ধর্মের প্রথম প্রচারক।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. অভিবাসন কী?
অথবা, অভিবাসন বলতে কী বুঝ?
২. মেধা পাচার বলতে কী বুঝ?
অথবা, মেধা পাচার বলতে কী বুঝায়?
৩. এথনিক গোষ্ঠী বলতে কী বুঝ?
অথবা, এথনিক গোষ্ঠী সম্পর্কে ব্যাখ্যা কর।
অথবা, এথনিক গোষ্ঠী সম্পর্কে একটি ধারণা দাও।
৪. আফ্রিকান ডায়াসপোরা বলতে কী বুঝ?
অথবা, আফ্রিকান ডায়াসপোরা সম্পর্কে যা জান লেখ।
৫. রেনিগেড কী?
অথবা, রেনিগেডস কারা?
৬. মুসলমানদের ইউরোপে প্রবেশের পথগুলো সংক্ষেপে আলোচনা কর।
অথবা, প্রথম যুগে কয়টি পথে মুসলমানরা ইউরোপে প্রবেশ করেছিল বর্ণনা কর।
অথবা, মুসলমানদের ইউরোপ প্রবেশের পথগুলোর বর্ণনা কর।
৭. ব্রিটেনে মুসলিম কমিউনিটিগুলোর কর্মকাণ্ড সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ব্রিটেনে মুসলিম কমিউনিটিগুলোর কার্যক্রম সম্পর্কে লেখ।
৮. বুলগেরিয়ায় মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা কর।
অথবা, বুলগেরিয়ায় মুসলমানদের অবস্থা সংক্ষেপে লেখ।
অথবা, বুলগেরিয়ায় মুসলমানদের অবস্থা সংক্ষেপে বিবৃত কর।
৯. বাল্টিক অঞ্চলে মুসলমান ও ইসলামি সংগঠনের ভূমিকা আলোচনা কর।
অথবা, বাল্টিক অঞ্চলে মুসলমান ও ইসলামি সংগঠনের অবস্থা বর্ণনা কর।
১০. Muslim Parliament, 1994 এর কার্যক্রম উল্লেখ কর।
অথবা, Muslim Parliament, 1994 এর কার্যক্রম সংক্ষেপে লেখ।
১১. MCB এর পরিচয় দাও।
অথবা, ব্রিটেনের মুসলিম পরিষদের একটি ধারণা দাও।
১২. ফরাসি সরকারের মুসলিম নীতি আলোচনা কর।
অথবা, ফরাসি সরকারের মুসলিম নীতি বর্ণনা কর।
১৩. জার্মান সরকারের মুসলিম নীতি আলোচনা কর।
অথবা, জার্মান সরকারের মুসলিম নীতি সংক্ষেপে লেখ।
১৪. সন্ত্রাসবাদ কী?
অথবা, সন্ত্রাসবাদ বলতে কী বুঝ?
১৫. সন্ত্রাসবাদের কারণগুলো চিহ্নিত কর।
অথবা, সন্ত্রাসবাদের কারণগুলো কী?
১৬. যুক্তরাষ্ট্রে মুসলমানদের অভিবাসনে সমস্যাবলি আলোচনা কর।
১৭. “Nations of Islam” সম্পর্কে লেখ।
অথবা, আমেরিকায় “দি ন্যাশন অব ইসলাম” প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বর্ণনা কর।
১৮. দ্য নেশনস অব ইসলাম প্রতিষ্ঠায় এলিজা মুহম্মদের ভূমিকা উল্লেখ কর।
১৯. নেশনস অব ইসলামের বর্তমান অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, Nations of Islam এর বর্তমান অবস্থা লেখ।
২০. ক্যারিবীয় মুসলমানদের অবস্থা আলোচনা কর।
অথবা, ক্যারিবীয় অঞ্চলের মুসলমানদের অবস্থা বর্ণনা কর।
২১. সুং দলিল সম্পর্কে যা জান লেখ।
অথবা, সুং দলিল বলতে কী বুঝ?
২২. উইঘুরদের পরিচিতি উল্লেখ কর।
অথবা, সিংকিয়াং এর মুসলিমদের সম্পর্কে ধারণা দাও।
অথবা, চীনের উইঘুর মুসলমানদের ওপর আলোচনা কর।
২৩. রোহিঙ্গাদের পরিচয় দাও।
অথবা, রোহিঙ্গা কারা?
২৪. রোহিঙ্গাদের সমস্যাবলি লেখ।
অথবা, মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা আলোচনা কর।
২৫ . শ্রীলঙ্কায় ইসলামের প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, শ্রীলঙ্কায় ইসলাম কীভাবে প্রসার লাভ করে?
২৬. শ্রীলঙ্কার মুর মুসলমানদের বিষয়ে একটি টীকা লেখ।
অথবা, শ্রীলঙ্কার মুর মুসলমানদের পরিচয় দাও।
২৭. নেপালে ইসলাম বিস্তারের ইতিহাস সংক্ষেপে লেখ।
অথবা, নেপালে ইসলাম প্রসারের পদ্ধতি আলোচনা কর।
২৮. মাধেসি মুসলমান সম্পর্কে লেখ।
অথবা, মাধেসি মুসলমান সম্পর্কে কী জানো? সংক্ষেপে লেখ।
২৯. দক্ষিণ আফ্রিকায় ইসলাম প্রচারে মুসলিম কমিউনিটিগুলোর ভূমিকা আলোচনা কর।
অথবা, দক্ষিণ আফ্রিকায় ইসলাম প্রচারে মুসলিম কমিউনিটিগুলোর ভূমিকা পর্যালোচনা কর।
৩০. দক্ষিণ আফ্রিকার উল্লেখযোগ্য ৫টি ইসলামি সংগঠনের বিবরণ দাও।
অথবা, দক্ষিণ আফ্রিকার ইসলামি সংগঠনগুলোর একটি বর্ণনা দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. অভিবাসন কী? আন্তর্জাতিক অভিবাসনের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, অভিবাসন কী? আন্তর্জাতিক অভিবাসনের কারণ ও ফলাফল লেখ।
২. ধর্মীয় সংখ্যালঘু বলতে কী বুঝ? সংখ্যালঘু সম্প্রদায়ের বৈশিষ্ট্য লিপিবন্ধ কর।
অথবা, সংখ্যালঘু বলতে কী বুঝ? সংখ্যালঘুদের বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. ডায়াসপোরার বলতে কী বুঝ? এর শ্রেণিবিভাগ উল্লেখ কর।
অথবা, ডায়াসপোরা বলতে কী বুঝ? ডায়াসপোরার শ্রেণিবিভাগ আলোচনা কর।
৪. মহানবি (সা.) এর জীবদ্দশায় বহির্বিশ্বে ইসলাম প্রচার সম্পর্কে আলোচনা কর।
অথবা, মহানবি (সা.) এর জীবদ্দশায় বহির্বিশ্বে ইসলাম প্রচার সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা কর।
৫. ইউরোপে মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।
অথবা, ইউরোপে মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখ।
৬. ব্রিটেনের মুসলমানদের আগমন ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা কর।
অথবা, ব্রিটেনের মুসলমানদের উৎস ও বিকাশ সম্পর্কে একটি বিবরণ দাও।
৭. ব্রিটিশ মুসলমানদের সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর একটি বিবরণ দাও।
অথবা, ব্রিটিশ মুসলমানদের সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো সম্পর্কে আলোচনা কর।
৮. ব্রিটিশ মুসলমানদের সামাজিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা কর।
অথবা, ব্রিটিশ মুসলমানদের সামাজিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা কর।
৯. ফরাসি মুসলমানদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
অথবা, ফরাসি মুসলমানদের উদ্ভব ও বিকাশ লেখ।
১০. আলবেনিয়ার মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা কর।
অথবা, আলবেনিয়ার মুসলমানদের অবস্থার একটি চিত্র উপস্থাপন কর।
১১. আলবেনিয়ার মুসলমানদের সমস্যাগুলো লেখ।
অথবা, আলবেনিয়ার মুসলমানদের সমস্যাগুলো আলোচনা কর।
১২. সুইডেনের মুসলমানদের সম্পর্কে বর্ণনা দাও।
অথবা, সুইডেনের মুসলমানদের আগমন ও ক্রমবিকাশ আলোচনা কর।
১৩. ফ্রান্সে মুসলমানদের আগমন সম্পর্কে আলোচনা কর। ফরাসি সরকারের মুসলিম নীতি ব্যাখ্যা কর।
অথবা, ফ্রান্সে মুসলমানদের আগমন সম্পর্কে লেখ। ফরাসি সরকারের মুসলিম নীতি বিশ্লেষণ কর।
১৪. সাম্প্রতিককালে ফ্রান্সে মুসলমানদের অবস্থা বর্ণনা কর।
অথবা, ফ্রান্সে মুসলমানদের অরস্থার বিবরণ দাও।
১৫. সন্ত্রাসবাদ কী? সন্ত্রাসবাদ দমনে মুসলমানদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পর্যালোচনা কর।
অথবা, সন্ত্রাসবাদ সম্পর্কে সংক্ষেপে লেখ। সন্ত্রাস দমনে মুসলমানদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি বিশ্লেষণ কর।
১৬. আমেরিকায় মুসলমানদের আগমনের ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা কর।
অথবা, আমেরিকায় মুসলমানদের আগমনের ইতিহাস বর্ণনা কর।
১৭. যুক্তরাষ্ট্রের মুসলমানদের বর্তমান অবস্থা পর্যালোচনা কর।
অথবা, আমেরিকার মুসলিম সম্প্রদায়ের বর্তমান অবস্থা বর্ণনা কর।
১৮. আমেরিকায় ইসলাম প্রচারে আফ্রিকান দাসদের ভমিকা আলোচনা কর।
অথবা, আমেরিকায় ইসলাম প্রচারে আফ্রিকান দাসদের ভূমিকা মূল্যায়ন কর।
১৯. ক্যারিবিয় অঞ্চলের মুসলিম সংগঠন ও সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা কর।
অথবা, ক্যারিবিয়ান অঞ্চলের মুসলিম, সংগঠনগুলোর কার্যক্রম তুলে ধর।
অথবা, ক্যারিবীয়ান অঞ্চলের মুসলিম সংগঠনগুলোর কার্যক্রম তুলে ধর।
২০. উইঘুরদের বিশেষ উল্লেখপূর্বক চীনে মুসলমানদের উদ্ভব ও বিকাশের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
অথবা, উইঘুরদের বিশেষ উল্লেখপূর্বক চীনে মুসলমানদের আগমন ও বিস্তার প্রক্রিয়া বর্ণনা কর।
২১. চীনে মুসলমানদের আগমন ও বিস্তারের ইতিহাস আলোচনাপূর্বক উইঘুরদের প্রতি চীনা সরকারের দৃষ্টিভঙ্গির বর্ণনা দাও।
অথবা, চীনে মুসলমানদের আগমন ও বিস্তারের ইতিহাস আলোচনাপূর্বক উইঘুরদের প্রতি চীনা সরকারের দৃষ্টিভঙ্গির বিবরণ দাও।
২২. চেচনিয়ায় মুসলমানদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বর্ণনা কর।
অথবা, চেচনিয়ায় মুসলমানদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনা কর।
২৩. মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সমস্যার বর্তমান অবস্থা বর্ণনা কর। এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা ব্যাখ্যা কর।
অথবা, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সমস্যার ওপর আলোকপাত কর। রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন কর।
২৪. শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা সংক্ষেপে বিবৃত কর।
অথবা, শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও।
২৫. নেপালে বর্তমান মুসলমানদের অবস্থা সম্পর্কে লেখ।
অথবা, নেপালের সংখ্যালঘু মুসলমানদের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা পর্যালোচনা কর।
২৬. মোরো কারা? মোরো মুসলমানদের স্বাধীকার আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
অথবা, মোরো মুসলিম কারা? মোরো মুসলমানদের আন্দোলনের ইতিহাস আলোচনা কর।
২৭. মোরো আন্দোলন কী? ফিলিপাইনে মোরো আন্দোলনের ইতিহাস সংক্ষেপে বিবৃত কর।
অথবা, ফিলিপাইনে মোরো আন্দোলনের ইতিহাস বর্ণনা কর।
২৮. মোরো আন্দোলন কী? ফিলিপাইনে মোরো আন্দোলনের বর্তমান অবস্থা বর্ণনা কর।
অথবা, মোরো আন্দোলন কাকে বলে? ফিলিপাইনে মোরো আন্দোলনের বর্তমান অবস্থার বিবরণ দাও।
২৯. ফিলিপাইনস মুসলিম স্বাধীনতা সংগ্রামে নুর মিসৌরির ভূমিকা বিশ্লেষণ কর।
অথবা, ফিলিপাইনস মুসলিম স্বাধীনতা সংগ্রামে নুর মিসৌরির অবদান আলোচনা কর।
৩০. জাপানে ইসলাম প্রচারের ইতহিাস সম্পর্কে আলোচনা কর।
অথবা, জাপানে ইসলাম প্রচার সম্পর্কে লেখ।
৩১. কোরিয়ার মুসলমানদের উদ্ভব ও বিকাশের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
অথবা, কোরিয়ায় মুসলমানদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
৩২. দক্ষিণ আফ্রিকার মুসলমানদের একটি বিবরণ দাও।
অথবা, দক্ষিণ আফ্রিকায় মুসলমানদের অবস্থা সম্পর্কে লেখ।
অথবা, দক্ষিণ আফ্রিকায় ইসলাম প্রচারে মুসলিম কমিউনিটিগুলোর ভূমিকা আলোচনা কর।
উপরে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য সমকালীন বিশ্বে সংখ্যালঘু মুসলমান সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। এই সাজেশনে কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রশ্ন-উত্তর উভয়ই দেওয়ার। বই হতে তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post