অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমাজকর্ম বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম ও বিশ্বায়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন pdf ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: সমাজকর্ম ও বিশ্বায়ন, বিষয় কোড: ২৪২১১১।
সমাজকর্ম ও বিশ্বায়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. Globalization শব্দের অর্থ কী?
উত্তর : Globalization শব্দের অর্থ বিশ্বায়ন।
২. বিশ্বায়ন শব্দের প্রবর্তক কে?
অথবা, কে প্রথম বিশ্বায়ন শব্দটি ব্যবহার করেন?
উত্তর : বিশ্বায়ন শব্দের প্রবর্তক Charles Taze Russell এবং তিনিই প্রথম বিশ্বায়ন শব্দটি ব্যবহার করেন।
৩. Global Village ধারণাটির উদ্ভাবক কে?
উত্তর : Global Village ধারণাটির উদ্ভাবক মার্শাল ম্যাক লোহান।
৪. Global শব্দের অর্থ কী?
উত্তর : Cilobal শব্দের অর্থ বিশ্বব্যাপী (World wide) / বৈশ্বিক।
৫. উদারতাবাদের জনক কে?
উত্তর : উদারতাবাদের জনক জন লক।
৬. বিশ্বায়নের বিভিন্ন দিক উল্লেখ কর।
উত্তর : বিশ্বায়নের কয়েকটি দিক হলো— অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, তথ্যগত ও সামরিক বিশ্বায়ন।
৭. আমেরিকাতে প্রথম অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়?
উত্তর : আমেরিকাতে প্রথম অর্থনৈতিক মন্দা ১৮৭৩ সালে দেখা দেয়।
৮. GATT এর পূর্ণরূপ লেখ।
উত্তর : GATT এর পূর্ণরূপ হলো- General Agreement on Traiffs and Trade.
৯. কোন সংস্থাটিকে অর্থনৈতিক বিশ্বায়নের মূল বাহন বলা হয়?
উত্তর : বিশ্বব্যাংককে অর্থনৈতিক বিশ্বায়নের মূল বাহন বলা হয়।
১০. অর্থনৈতিক বিশ্বায়নের ভিত্তি কখন থেকে গড়ে ওঠে?
উত্তর : অর্থনৈতিক বিশ্বায়নের ভিত্তি ১৮৭০ থেকে ১৯১৪ সালে গড়ে ওঠে।
১১. প্রযুক্তিগত বিশ্বায়ন কী?
উত্তর : বিশ্বে উৎপাদন, বণ্টন, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির অবাধ সমৃদ্ধিই প্রযুক্তিগত বিশ্বায়ন।
১২. ITU এর পূর্ণরূপ কী?
উত্তর : ITU এর পূর্ণরূপ হলো International Telecom Union.
১৩. সামরিক বিশ্বায়ন কী?
উত্তর : সামরিক বিশ্বায়ন এমন প্রক্রিয়া যা বিশ্বব্যবস্থার রাজনৈতিক ইউনিটের মধ্যে সামরিক সম্পর্কের ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং বিশ্বব্যাপী সশস্ত্র বাহিনীর দৃঢ় একীকরণকে বুঝায়।
১৪. স্নায়ুযুদ্ধ কাদের মধ্যে ছিল?
উত্তর : স্নায়ুযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল।
১৫. NASW এর পূর্ণরূপ লেখ।
উত্তর : NASW এর পূর্ণরূপ হলো National Association of Social Workers.
১৬. আন্তর্জাতিক সমাজকর্মবিষয়ক সম্মেলনের প্রস্তাবক কে ছিলেন?
উত্তর : আন্তর্জাতিক সমাজকর্মবিষয়ক সম্মেলনের প্রস্তাবক Dr. Clotidle Malon ছিলেন।
১৭. কোন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমেরিকার সমাজকর্ম শিক্ষার শুরু হয়?
উত্তর : Columbia University School of Social Work বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমেরিকার সমাজকর্ম শিক্ষার শুরু হয়।
১৮. COS এর পূর্ণরূপ লেখ।
উত্তর : COS এর পূর্ণরূপ হলো Charity Organization Society.
১৯. কত সালে সমাজকর্মের ‘Code of Ethics’ উদ্ভাবন করা হয়?
উত্তর : ১৯৬০ সালে সমাজকর্মের Code of Ethics’ উদ্ভাবন করা হয়।
২০. Charity Review কী?
উত্তর : Charity Review হলো (COS) দান সংগঠন সমিতি কর্তৃক প্রকাশিত একটি পত্রিকা।
২১. ‘Ladies of Charity’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ফ্রান্সের ফাদার ভিনসেন্ট ডি, পল (Father Vincent D Paul.) ‘Ladies of Charity’ প্রতিষ্ঠা করেন।
২২. Anna L. Dawes বিখ্যাত কেন?
উত্তর : পেশাদার সমাজকর্মী হিসেবে Anna L. Dawes বিখ্যাত ছিলেন। এছাড়াও তিনি সমাজকর্মের পেশাগত মর্যাদার ওপর প্রথম প্রস্তাবনা পেশ করেন।
২৩. বোরস্টাল স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : বোরস্টাল স্কুল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
২৪. UNCHR এর পূর্ণরূপ লেখ।
উত্তর: UNCHR এর পূর্ণরূপ হলো- United Nations Commission on Human Rights.
২৫. CARE কী?
উত্তর : কেয়ার হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি আন্তর্জাতিক সাহায্য সংস্থা।
২৬. UNHCR এর পূর্ণরূপ কী?
উত্তর : UNHCR এর পূর্ণরূপ হলো United Nations High Commissioner for Refugees.
২৭. ICDDRB কী?
উত্তর : ICDDRB হলো বাংলাদেশে একটি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র।
২৮. বিভারিজ রিপোর্টের পঞদৈত্য উল্লেখ কর।
উত্তর : বিভারিজ রিপোর্টের পত্রাদৈত্য হলো- ১. অভাব, ২. অসুস্থতা, ৩. অজ্ঞতা, ৪. মলিনতা এবং ৫. অলসতা।
২৯. প্রাকৃতিক পরিবেশ কী?
উত্তর : প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো নিয়ে যে পরিবেশ, গঠিত হয় তাই প্রাকৃতিক পরিবেশ।
৩০. প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : প্রথম ধরিত্রী সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. বিশ্বায়নের সংজ্ঞা দাও।
২. বিশ্বায়নের কারণ লেখ।
৩. বিশ্বায়নের পর্যায়সমূহ লেখ।
৪. বাংলাদেশে বিশ্বায়নের ইতিবাচক দিকগুলো লিখ।
৫. বিশ্বায়ন সম্পর্কিত তত্ত্বসমূহ কী কী?
অথবা, বিশ্বায়ন সম্পর্কিত তত্ত্বসমূহের নাম লেখ।
৬. রাজনৈতিক বিশ্বায়নের বিভিন্ন দিক লেখ।
৭. অর্থনৈতিক বিশ্বায়ন কাকে বলে?
৮. প্রযুক্তিগত বিশ্বায়ন বলতে কী বুঝ ?
৯. বিভারিজ রিপোর্ট কী?
১০. সমাজকর্মের মূল্যবোধগুলো উল্লেখ কর।
১১. সমাজকর্মের Code of Ethics গুলো লেখ।
১২. গ্লোবাল সমাজকর্মের ধারণা লেখ।
১৩. সমাজকর্ম মূল্যবোধ কী?
১৪. বৈশ্বিক সমাজকর্ম অনুশীলন কী?
অথবা, বৈশ্বিক প্রেক্ষিতে সমাজকর্ম অনুশীলন লেখ।
১৫. উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ?
১৬. উন্নয়নশীল দেশের মানবীয় আচরণগুলো লেখ।
১৭. মানবাধিকার উন্নয়নে বৈশ্বিক উদ্যোগগুলো কী কী?
১৮. বেসরকারি সংস্থা বা NGO কী? এর প্রকারভেদ আলোচনা কর ।
১৯. ঝুঁকিপূর্ণ জনগণ কারা?
২০. বিশ্ববাজারে এনজিও’র গুরুত্ব উল্লেখ কর।
২১. দান সংগঠন সমিতির বৈশিষ্ট্য লেখ।
২২. পরিবেশ দূষণ রোধে বৈশ্বিক উদ্যোগগুলো কী?
২৩. মানবাধিকার উন্নয়নে বৈশ্বিক উপাদানগুলো কী কী?
২৪. বর্তমান বিশ্বে শরণার্থীদের চিত্র উল্লেখ কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ‘বিশ্বায়ন উন্নয়ন দিয়েছে যত, কেড়ে নিয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি।’ বাক্যটি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা কর।
২. সমালোচনাসহ বিশ্বায়নের বাস্তবতার তত্ত্বটি ব্যাখ্যা কর।
৩. সমালোচনাসহ উদারতাবাদ তত্ত্বটি ব্যাখ্যা কর।
৪. কার্ল মার্কস এর বিশ্বায়ন তত্ত্বটি আলোচনা কর।
৫. রাজনৈতিক বিশ্বায়ন কী? মানবজীবনে রাজনৈতিক বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।
৬. তথ্যগত বিশ্বায়ন সমালোচনাসহ মূল্যায়ন কর।
৭. বাংলাদেশে পরিবেশগত বিশ্বায়নের প্রভাব লেখ।
৮. সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রগুলো আলোচনা কর।
৯. পেশা হিসেবে সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা কর।
১০. বৈশ্বিক সমাজে সমাজকর্ম অনুশীলনের প্রকৃতি সম্পর্কে আলোচনা কর।
১১. বৈশ্বিক প্রেক্ষিতে সমাজকর্ম মূল্যবোধের প্রায়োগিক তাৎপর্য বর্ণানা কর।
১২. বৈশ্বিক প্রেক্ষিতে সমাজকর্মের নৈতিক মানদণ্ড ও এর অনুশীলন সম্পর্কে আলোচনা কর।
১৩. বাংলাদেশের মানব অবস্থা ও মানব আচরণে বিশ্বায়নের ইতিবাচক প্রভাব বর্ণনা কর।
১৪. বর্তমান বিশ্বে শরণার্থীদের সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগসমূহ আলোচনা কর।
অথবা, বর্তমান বিশ্বে শরণার্থীদের সমস্যা নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ আলোচনা কর।
১৫. বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানবীয় অবস্থা আলোচনা কর।
১৬. ঝুঁকিপূর্ণ জনগণ কারা? বিভিন্ন প্রকার ঝুঁকিপূর্ণ জনগণের বর্ণনা দাও।
অথবা, ঝুঁকিপূর্ণ জনগণ বলতে কী বুঝ? বিভিন্ন প্রকার ঝুঁকিপূর্ণ জনগণের বর্ণনা দাও।
১৭. নৃতাত্ত্বিক বৈচিত্র্য ও ঝুঁকিপূর্ণ জনগণের মডেলগুলোর বিবরণ দাও।
১৮. ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য এনজিওর কর্মকৌশল আলোচনা কর।
১৯. সমাজকল্যাণ নীতিতে বৈশ্বিক বিষয়গুলো আলোচনা কর।
২০. বৈশ্বিক সমাজে সমাজকল্যাণ সেবাসমূহের পরিবর্তন এবং কার্যক্রম আলোচনা কর।
আরো দেখো : সমাজকর্ম ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম বিভাগের সমাজকর্ম ও বিশ্বায়ন অনার্স ৪র্থ বর্ষ সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post