কিছুদিন পরেই শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষাকে সহজ করতে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের সাজেশন গুলো দেওয়া শুরু করা হয়েছে। তোমাদের জন্য আজকে সমাজকর্ম পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্নপত্র যাচাই-বাছাই করে এই সাজেশন তৈরি করার কারণে পরীক্ষায় রয়েছে শতভাগ কমনের সম্ভাবনা।
কোর্সটিকায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সমাজকর্ম পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম। সমাজকর্ম বিভাগের এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩২১০১। এই সাজেশন ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়েই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে।
সমাজকর্ম পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ব্যক্তি সমাজকর্ম কাকে বলে?
উত্তর: আর্থ-মনোসামাজিক সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে আবর্তিত পদ্ধতিকে ব্যক্তি সমাজকর্ম বলে।
২. ‘Social Case Work: A Problem Solving Process’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Social Case Work: A Problem Solving Process’ গ্রন্থটির লেখক এইচ. এইচ. পার্লম্যান।
৩. ব্যক্তি সমাজকর্মে মেরি রিচমন্ড এত বিখ্যাত কেন?
উত্তর: মেরি রিচমন্ড তার ‘Social Diagnosis’ গ্রন্থে সর্বপ্রথম ব্যক্তি সমাজকর্মের জ্ঞানকে সুসংগঠিত, সমন্বিত ও পদ্ধতিগতভাবে উপস্থাপন করেন। তাই তিনি ব্যক্তি সমাজকর্মে এত বিখ্যাত।
৪. ‘Introduction to Social Work’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তর: Introduction to Social Work’ গ্রন্থের প্রণেতা রেক্স এ. স্কিডমোর এবং মিল্টন জি. থ্যাকারি।
৫. ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি কে?
উত্তর: ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি বলতে মনোসামাজিকভাবে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বুঝায়, যিনি নিজের সমস্যা সমাধানে অক্ষম এবং অন্যের সাহায্য কামনা করেন।
৬. সমাজকর্মে পেশাদার প্রতিনিধি কে?
উত্তর: সমাজকর্ম প্রতিষ্ঠানে নিয়োজিত পেশাদার ব্যক্তিকে (সমাজকর্মী) পেশাদার প্রতিনিধি বলা হয়, যিনি ব্যক্তি সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং কলাকৌশলে সমৃদ্ধ থাকেন।
৭. ব্যক্তি সমাজকর্মে ‘৫পি’ এর প্রবক্তা কে?
উত্তর: ব্যক্তি সমাজকর্মে ‘৫পি’ এর প্রবক্তা হলেন এইচ. এইচ. পার্লম্যান।
৮. ব্যক্তি সমাজকর্মের দুটি নীতির নাম লেখ।
উত্তর: ব্যক্তি সমাজকর্মের দুটি নীতির নাম হলো- ১. গ্রহণ নীতি ও ২. যোগাযোগ নীতি।
৯. ‘Social Diagnosis’ গ্রন্থটির প্রণেতা কে?
উত্তর: ‘Social Diagnosis’ গ্রন্থটির প্রণেতা মেরি রিচমন্ড।
১০. ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি?
উত্তর: ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হলো মূল্যায়ন ও অনুসরণ।
১১. সাক্ষাৎকার কী?
উত্তর: দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে উদ্দেশ্যমূলক কথোপকথনই সাক্ষাৎকার।
১২. ব্যক্তি সমাজকর্মে তথ্য সংগ্রহের উপযোগী কৌশল কোনটি?
উত্তর: ব্যক্তি সমাজকর্মে তথ্য সংগ্রহের উপযোগী কৌশল হলো সাক্ষাৎকার।
১৩. অস্থায়ী দলের একটি উদাহরণ দাও।
উত্তর: অস্থায়ী দলের একটি উদাহরণ হলো ক্রীড়া সংঘ।
১৪. Rapport শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: মিস ভার্জিনিয়া রবিনসন তার ‘A Chaning Psychology in Social Casework’ গ্রন্থে সর্বপ্রথম Raport শব্দটি ব্যবহার করেন।
১৫. ব্যক্তি সমাজকর্মে র্যাপো প্রতিষ্ঠার মূল লক্ষ্য কী?
উত্তর: ব্যক্তি সমাজকর্মে র্যাপো প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বাক্তি সমস্যার কাঙ্ক্ষিত সমাধান এবং সাহায্যার্থীকে সমাজে পুনর্বাসিত করা।
১৬. পরিবর্তন প্রতিনিধি কে?
উত্তর: সমাজকর্মী হলেন পরিবর্তন প্রতিনিধি।
১৭. কেস লিপিবদ্ধকরণের ধরনগুলো কী কী?
উত্তর: কেস লিপিবদ্ধকরণ ৩ প্রকার। যথা: ১. বর্ণনামূলক, ২. সংক্ষিপ্ত ও ৩. ব্যাখ্যামূলক।
১৮. ‘Group Work Recording’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Group Work Recording’ গ্রন্থটির রচয়িতা Anne W. Lindsay.
১৯. প্রাথমিক দল বলতে কী বুঝ?
উত্তর: নিবিড় সম্পর্কের বন্ধনে আবন্ধ ব্যক্তিবর্গের সংগঠন হচ্ছে প্রাথমিক/মুখ্য দল।
২০. গৌণ দলের কয়েকটি উদাহরণ দাও।
অথবা, মাধ্যমিক দলের দুটি উদাহরণ দাও।
অথবা, গৌণ দলের একটি উদাহরণ দাও।
উত্তর: গৌণ দলের কয়েকটি উদাহরণ হলো- ১. ট্রেড ইউনিয়ন, ২. বাণিজ্যিক সংঘ, ৩. যুব সংঘ, ৪. ক্লাব প্রভৃতি।
২১. ‘Social Group Work: A Helping Process’ গ্রন্থটির প্রণেতা কে?
উত্তর: ‘Social Group Work: A Helping Process’ গ্রন্থটির প্রণেতা সমাজবিজ্ঞানী কানপকা।
২২. ‘We Feeling’ এর ভাবার্থ কী?
উত্তর: ‘We Feeling’ এর ভাবার্থ হলো আমিত্ববোধ।
২৩. দলীয় গতিশীলতা কত প্রকার?
উত্তর: দলীয় গতিশীলতা দুই প্রকার। যথা: ১. আনুভূমিক বা সমান্তরাল দলীয় গতিশীলতা ও ২. উলম্ব দলীয় গতিশীলতা।
২৪. দল সমাজকর্মের উপাদান কী কী?
উত্তর: দল সমাজকর্মের উপাদানগুলো হলো–১. সামাজিক দল, ২. দল সমাজকর্ম প্রতিষ্ঠান, ৩. দল সমাজকর্মী ও ৪. দল সমাজকর্ম প্রক্রিয়া।
২৫. নেতিবাচক দলীয় আন্তঃক্রিয়ার উদাহরণ দাও।
অথবা, নেতিবাচক আন্তঃক্রিয়ার একটি উদাহরণ দাও।
উত্তর: নেতিবাচক দলীয় আন্তঃক্রিয়ার একটি উদাহরণ হলো দ্বন্দ্ব।
২৬. দল সমাজকর্মে উপযোগী নেতৃত্ব কোনটি?
উত্তর: দল সমাজকর্মে উপযোগী নেতৃত্ব হলো গণতান্ত্রিক নেতৃত্ব।
২৭. NGO এর পূর্ণরূপ কী?
উত্তর: NGO এর পূর্ণরূপ হলো Non-Governmental Organization.
২৮. ব্র্যাকের স্লোগান কী?
উত্তর: ব্র্যাকের স্লোগান হলো Alleviation of Poverty and Empowerment of Poor.
২৯. ‘UCEP’ এর পূর্ণরূপ কী?
উত্তর: ‘UCEP এর পূর্ণরূপ হলো- Underprevileged Childern Education programme.
৩০. ছোটমণি নিবাস বলতে কী বুঝ?
উত্তর: ছোটমণি নিবাস বলতে এতিম, পরিত্যক্ত, অভিভাবকহীন। ও অবহেলিত (বয়স সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত) শিশুদের লালনপালন ও রক্ষণাবেক্ষণের জন্য যে নিবাস রয়েছে তা বুঝায়।
৩১. ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার মুখ্য ধাপ/স্তর কী কী?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার মুখ্য ধাপ বা স্তর হলো- ১. মনোসামাজিক অনুধ্যান, ২. সমস্যা নির্ণয়, ৩. সমাধান ব্যবস্থা, ৪. মূল্যায়ন, ৫. অনুসরণ।
৩২. SOAP এর পূর্ণরূপ কী?
উত্তর: SOAP এর পূর্ণরূপ হলো Subjective Objective Assesment Plan.
৩৩. পরিবর্তনের বাহক কাদের বলে?
উত্তর: সমাজকর্মীকে পরিবর্তনের বাহক (Change Agent) বলে।
৩৪. সমাজবিজ্ঞানী সি. এইচ. কুলি সামাজিক দলকে প্রধানত কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন?
উত্তর: সমাজবিজ্ঞানী সি. এইচ. কুলি সামাজিক দলকে প্রধানত ২টি শ্রেণিতে বিভক্ত করেছেন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ব্যক্তি সমাজকর্ম বলতে কী বুঝ?
অথবা, ব্যক্তি সমাজকর্মকে সংজ্ঞায়িত কর।
২. ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
অথবা, ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ কী?
৩. আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ব্যাখ্যা কর।
৪. ব্যক্তি সমাজকর্মে একজন ব্যক্তির বৈশিষ্ট্যসমূহ কী?
অথবা, একজন সাহায্যার্থীর বৈশিষ্ট্যগুলো লেখ।
অথবা, ব্যক্তি সমাজকর্মের ব্যক্তির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১৫. মনোসামাজিক অনুধ্যান কী?
অথবা, মনোসামাজিক অনুধ্যান বলতে কী বুঝায়?
৬. ব্যক্তি সমাজকর্মে চিকিৎসাজনিত সমস্যা নির্ণয় কী?
৭. ব্যক্তি সমাজকর্মে তথ্য সংগ্রহের কৌশলগুলো লেখ।
অথবা, তথ্য সংগ্রহের কৌশলগুলো লেখ।
৮. তথ্য সংগ্রহের ক্ষেত্রে গৃহ পরিদর্শন গুরুত্বপূর্ণ কেন?
৯. ‘র্যাপো’ বলতে কী বুঝ?
অথবা, র্যাপো কী?
১০. Rapport এর উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।
১১. সমাজকর্মীর শৈল্পিক দক্ষতাসমূহ কী?
অথবা, সমাজকর্মীর ‘Artistic Skills’ সমূহ লেখ।
১২. কেস লিপিবদ্ধকরণের বৈশিষ্ট্য কী?
অথবা, উত্তম লিবিদ্ধকরনের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৩. কেস লিপিবদ্ধকরণে একজন সমাজকর্মীর কী কী দক্ষতা থাকা প্রয়োজন?
১৪. সাক্ষাৎকার বলতে কী বুঝ?
১৫. উত্তম সাক্ষাৎকারের কৌশল কী?
১৬. সামাজিক দলের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
অথবা, সামাজিক দলের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৭. সামাজিক দলের প্রকারভেদ লেখ।
অথবা, সামাজিক দলের শ্রেণিবিন্যাস কর।
১৮. দলীয় গতিশীলতা কী?
অথবা, দলের গতিশীলতা বলতে কী বুঝ?
১৯. দলীয় প্রক্রিয়া বলতে কী বুঝ?
২০. দলীয় আন্তঃক্রিয়া বলতে কী বুঝ?
২১. দলীয় দ্বন্দ্ব বলতে কী বুঝ?
২২. কর্মসূচি পরিকল্পনা বলতে কী বুঝ?
অথবা, দল সমাজকর্মে কর্মসূচি পরিকল্পনা বলতে কী বুঝ?
২৩. গ্রুপ রেকর্ডিংয়ের উদ্দেশসমূহ কী কী?
২৪. সামাজিক কার্যক্রম বলতে কী বুঝ?
অথবা, সামাজিক কার্যক্রম কাকে বলে?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা কর।
অথবা, ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তরসমূহ আলোচনা কর।
অথবা, বালি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তরগুলোর বিবরণ দাও।
২. বাক্তি সমাজকর্মের তথ্য সংগ্রহের কৌশলগুলো আলোচনা কর।
অথব্য, ব্যক্তি সমাজকর্মে তথ্য সংগ্রহের উপায় বর্ণনা কর।
৩. পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
৪. ব্যক্তি সমাজকর্মে ব্যাপোর গুরুত্ব আলোচনা কর।
অথবা, “ব্যক্তি সমাজকর্মে সমাধান প্রক্রিয়ায় পেশাগত সম্পর্ক তৈরি অপরিহার্য।” -তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
অথবা, “ব্যক্তি সমাজকর্মে র্যাপো অপরিহার্য।” -তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
৫. সাক্ষাৎকারের গুরুত্ব কী? সাক্ষাৎকার গ্রহণের কৌশল সংক্ষেপে আলোচনা কর।
অথবা, সাক্ষাতকার কী? উত্তম সাক্ষাৎকারের কৌশলসমূহ বর্ণনা কর।
অথবা, উত্তম সাক্ষাৎকারের কৌশলসমূহ বর্ণনা কর।
৬. বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের পরিধি আলোচনা কর।
অথবা, বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের অনুশীলন ক্ষেত্রগুলো আলোচনা কর।
৭. বাংলাদেশে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগের সমস্যা ও সমাধানের উপায় আলোচনা কর।
অথবা, বাংলাদেশে ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে প্রতিবন্ধকতা আলোচনা কর।
৮. সামাজিক দল বলতে কী বুঝ? ব্যক্তির উন্নয়নে সামাজিক দলের তাৎপর্য ব্যাখ্যা কর।
অথবা, ব্যক্তিজীবনে সামাজিক দলের গুরুত্ব আলোচনা কর।
৯. দল সমাজকর্ম কী? দল সমাজকর্মের নীতিমালা বর্ণনা কর।
অথবা, দল সমাজকর্মের সংজ্ঞা দাও। দল সমাজকর্মের নীতিমালা আলোচনা কর।
১০. দলীয় গতিশীলতার উপাদানসমূহ আলোচনা কর।
১১. দলীয় গতিশীলতা কী? দলীয় গতিশীলতার প্রকারভেদ আলোচনা কর।
১২. দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার পার্থক্য লেখ।
১৩. দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলি আলোচনা কর।
অথবা, দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলি বর্ণনা কর।
১৪. দলীয় দ্বন্দ্বের কারণ উল্লেখ কর। দ্বন্দ্ব নিরসনের উপায় বর্ণনা কর।
অথবা, দলীয় দ্বন্দ্বের কারণ লেখ। দলীয় দ্বন্দ্ব নিরসনে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর।
১৫. সামাজিক দলে সাধারণত কী কী ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়? দল নিরসনের কৌশলগুলো বর্ণনা কর।
১৬. কর্মসূচি পরিকল্পনা ও উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা লেখ।
১৭. নেতৃত্ব কী? দল সমাজকর্মে নেতৃত্ব এত গুরুত্বপূর্ণ কেন? আলোচন কর।
অথবা, নেতৃত্ব কী? দল সমাজকর্মে নেতৃত্ব গুরুত্বপূর্ণ কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
১৮. উদাহরণসহ নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে আলোচনা কর।
১৯. গ্রুপ রেকর্ডিং কী? এর উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা কর।
২০. বাংলাদেশে দল সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশে দল সমাজকর্মের ক্ষেত্রসমূহ বর্ণনা কর।
২১. দল সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের মধ্যকার সম্পর্ক আলোচনা কর।
২২. ব্র্যাক কী? বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাকের অবদান আলোচনা কর।
অথবা, বাংলাদেশে জাতীয় উন্নয়নে ব্র্যাকের ভূমিকা আলোচনা কর।
২৩. গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যগুলো কী? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা পর্যালোচনা কর।
অথবা, গ্রামীণ ব্যাংক কী? বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর।
অথবা, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের অবদান বর্ণনা কর।
২৪. দল সমাজকর্ম অনুশীলনে প্রধান প্রধান এনজিও অ্যাপ্রোচসমূহ বর্ণনা কর।
উপরে কিওয়ার্ড নিয়ে আলোচনা করা হলো। আলোচনায় তোমরা দেখতে পেলে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। তবে, খ-বিভাগ ও গ-বিভাগে শুধু প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post