সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের একটি বিশেষ শাখা। তাই অনার্সে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। আজ কোর্সটিকায় আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনার্স ২য় বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে জানবো। পাশাপাশি প্রতিটি বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক দেব।
অনার্স সমাজকর্ম ২য় বর্ষে মোট ৮ টি বই রয়েছে। এর মধ্যে অন্যান্য সকল ডিপার্টমেন্টের মতই English Compulsory (Non-credit) রয়েছে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতি (২২২২০৯) নামে আরো একটি Non-major বই রয়েছে। বাকি সবগুলো বই Major হিসেবে শিক্ষার্থীদের পড়তে হবে। নিচে তোমাদের ২য় বর্ষের বইগুলোর পূর্ণাঙ্গ তালিকা লক্ষ্য করো।
অনার্স ২য় বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকা
১. মানবীয় জীববিজ্ঞান: বুদ্ধি ও বিকাশ
২. সামাজিক নীতি ও পরিকল্পনা
৩. সামাজিক সমস্যা বিশ্লেষণ
৪. নৃবিজ্ঞান পরিচিতি
৫. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
৬. সমাজবিজ্ঞান পরিচিতি
৭. বাংলাদেশের অর্থনীতি
৮. English Compulsory
শিক্ষার্থীরা, উপরে উল্লেখিত বিষয়গুলোর ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ডাউনলোড করতে প্রতিটি নামের ওপর ক্লিক করো। তোমার কোন বিষয়ের সাজেশন লাগবে তা জানিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো।
Discussion about this post