HSC সমাজকর্ম ১ম পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
সমাজকর্ম ১ম পত্র মডেল টেস্ট
১. সামাজিক বিজ্ঞান অনুষদের এমন একটা পঠিত বিষয় আছে যেটির তাত্ত্বিক, ব্যবহারিক এবং উন্নত দেশগুলোতে পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যা চিহ্নিতকরণ, প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কাজের সাথে সচেতনতা সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখে।
ক. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
খ. বহুমুখী সমস্যার সমাধান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সামাজিক বিজ্ঞান অনুষদের কোন বিষয়ের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি আলোচনা কর।
২. মোহন একটি সমাজ উন্নয়নমূলক সংস্থায় কর্মরত। তার সংস্থাটি গ্রামীণ ভূমিহীনদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়। নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। আবার নারী ও শিশু নির্যাতনের কারণ অনুসন্ধান করে তা মোকাবিলার উপায় উদ্ভাবনে নিয়োজিত থাকে।
ক. অধ্যাপক ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার লিখিত একটি বইয়ের নাম লেখ।
খ. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সমাজকর্মের পরিধিভুক্ত যেসব কার্যক্রমের কথা বলা হয়েছে তা বর্ণনা কর।
ঘ. ‘মোহনের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত হয়েছে’- উক্তিটি ব্যাখ্যা কর।
৩. ইউরোপের একটি রাষ্ট্র তাদের দেশের দরিদ্র ও ভবঘুরেদের সমস্যা সমাধানের লক্ষ্যে একটি আইন প্রণয়ন করে। এ আইনে রাষ্ট্র দরিদ্রদের দায়িত্ব গ্রহণ করার পাশাপাশি অসচ্ছল দরিদ্রদের দায়িত্ব নেওয়ার জন্য সচ্ছল আত্মীয়স্বজনকে বাধ্য করা হয়।
ক. কোথায় সমাজকর্ম পেশার পরিপূর্ণতা পায়?
খ. নগরায়ণ কী?
গ. উদ্দীপকে উল্লিখিত আইনটি কোন বিখ্যাত দরিদ্র আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশে এ আইনের প্রয়োগ সম্ভাব্যতা যাচাই কর।
৪. একটি দেশের আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটি সমস্যার পাঁচটি কারণ চিহ্নিত করে এগুলো দূরীকরণের জন্য পাঁচটি সুপারিশ করেন। এগুলো বাস্তবায়ন দেশের উন্নয়নে সুদুর প্রসারী ভূমিকা রাখে।
ক. দরিদ্র আইন কী?
খ. অক্ষম দরিদ্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের কোন রিপোর্ট এর সাদৃশ্য আছে? ব্যাখ্যা দাও।
ঘ. এ রিপোর্টের গুরুত্ব তুলে ধর।
৫. আহির ও জাহিম ছোটবেলার বন্ধু। এক সাথে বড় হয়েছে, এস এস সি ও পাস করেছে একই প্রতিষ্ঠান থেকে। কিন্তু এরপর আহিরের লেখাপড়া বন্ধ হয়ে যায়। আর জাহিম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার পর সে একটি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করে। আর আহির তার বাবার সাথে ব্যবসায় নিয়োজিত
ক. মূল্যবোধ কী?
খ. পেশার ক্ষেত্রে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকে আহির এবং জাহিম, এদের কার কর্মটি পেশা? ব্যাখ্যা কর।
ঘ. “সকল পেশাই বৃত্তি কিন্তু সকল বৃত্তি পেশা নয়”- বিশ্লেষণ কর।
৬. আলাল ও দুলাল বাল্যবন্ধু। দুজনই প্রাইমারি পর্যন্ত একসাথে লেখাপড়া করেছে। প্রাইমারির পর আলালের লেখাপড়া বন্ধ হয়ে যায়। কিন্তু দুলাল লেখাপড়া শেষ করে সমাজের একজন প্রতিষ্ঠিত ডাক্তার হিসেবে সুনামের সাথে কাজ করছে।
ক. মূল্যবোধ কী?
খ. সমাজকর্ম মূল্যবোধ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের দুলালের জীবিকা অর্জনের পন্থাকে কী নামে অভিহিত করা যায়? উক্ত বিষয়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
ঘ. উদ্দীপকের আলাল ও দুলালের জীবিকা অর্জনের পন্থার মধ্যে বৈসাদৃশ্য আলোচনা কর।
৭. বাবা-মাকে হারিয়ে ছোট বিপাশা মামার মাধ্যমে আশ্রয় নেয় সরকারি শিশু পরিবারে। এখানে সে পারিবারিক পরিবেশের মধ্য দিয়েই বেড়ে ওঠার সুযোগ পাবে। লেখাপড়ার পাশাপাশি তাকে এখানে কারিগরি শিক্ষাও প্রদান করা হচ্ছে। তার মতো আরও অসংখ্য এতিম ছেলেমেয়েরা এ আশ্রয়কেন্দ্রে বাস করে এবং যথাযথ শিক্ষা পায়।
ক. ‘কল্যাণ’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
খ. সমাজকল্যাণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি সমাজকল্যাণের উদ্দেশ্যকে কীভাবে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
ঘ. বিপাশাকে সহায়তা করার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানটি ওয়াল্টার এ. ফ্রিডল্যান্ডার প্রদত্ত সমাজকল্যাণের ধারণাকেই প্রতিষ্ঠা করেছে- বিশ্লেষণ কর।
৮. কায়েস সাহেব তার মাদকাসক্ত ছেলেকে সংশোধনের জন্য একটি নিরাময় কেন্দ্রে নিয়ে গেলেন। সেখানে কর্মরত সমাজকর্মী সমাজকর্মের মৌলিক পদ্ধতির একটি প্রক্রিয়া অনুসরণ করে মাদকাসক্ত ছেলেটির সমস্যা সমাধানের চেষ্টা করেন।
ক. সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি?
খ. সমষ্টি সংগঠন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে ইঙ্গিতকৃত পদ্ধতিটি মাদকাসক্ত ছেলেটির সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে’- বিশ্লেষণ কর।
৯. বাংলাদেশের উন্নয়নের প্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক এক অনন্য নাম। গ্রামের দুস্থ ও অসহায় সম্প্রদায়ের উন্নয়নে এ ব্যাংক তাদেরকে প্রদান করে থাকে। এর মাধ্যমে এ ব্যাংক গ্রামের অসহায় জনগণকে স্বাবলম্বী করতে ভূমিকা রাখছে এবং তাদের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করছে। এর প্রভাবে বাংলাদেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠী দেশের উন্নয়নে অংশ নিচ্ছে এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
ক. সামাজিক উন্নয়নের উদ্দেশ্যের প্রেক্ষাপটকে কত ভাগে ভাগ করা যায়?
খ. সামাজিক উন্নয়ন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি সামাজিক উন্নয়নে কীভাবে সাহায্য করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটির কার্যকলাপের মধ্য দিয়ে সামাজিক উন্নয়নে সমাজকর্মের লক্ষ্যও পূরণ হয়েছে- মন্তব্যটি মূল্যায়ন কর।
১০. জনাব ফজল একজন পেশাদার সমাজকর্মী। তিনি সমস্যাগ্রস্ত ব্যক্তির ওপর জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়। যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়।
ক. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
খ. সমাজকর্ম পেশা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের কোন নীতির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ব্যক্তির সমস্যা সমাধানে উক্ত নীতির তাৎপর্য বিশ্লেষণ কর।
১১. সুমাইয়া একটি মোটিভেশন সেন্টারে কাউন্সিলর হিসেবে সমাজকর্মীর ভূমিকায় কাজ করে। রাশেদ নামের একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি তার কাছে সাহায্যের জন্য আসে। সে রাশেদকে সাদরে গ্রহণ করে এবং তার সাথে পেশাগত সম্পর্ক গড়ে তোলে। সে রাশেদের সাথে বিভিন্ন বিষয়ে একান্তে আলোচনা করে এবং তার তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে। সুমাইয়া রাশেদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করে। তার অংশগ্রহণ নিশ্চিতকরণে তার পছন্দ, অপছন্দ ও মতামতকে গুরুত্ব দেয়। ফলে তার সমাধান ফলপ্রসূ হয়।
ক. সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি?
খ. সমষ্টি উন্নয়ন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সুমাইয়া রাশেদের সমস্যা সমাধানে ব্যক্তি সমাজকর্মের যেসব নীতিমালা প্রয়োগ করেছে তার বর্ণনা দাও।
ঘ. “র্যাপো ব্যক্তি সমাজকর্মের আত্মাস্বরূপ”- সমস্যা সমাধানের্ যাপোর গুরুত্ব উল্লেখপূর্বক বক্তব্যটি বিশ্লেষণ কর।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি সমাজকর্ম ১ম পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post