আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৫ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘Introduction to Social Welfare’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘Introduction to Social Welfare’ গ্রন্থটি ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডারের লেখা।
২. ‘বিপ্লব’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: ‘বিপ্লব’ শব্দের ইংরেজি প্রতিশব্দ Revolution.
৩. সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: সমাজকর্ম হলো সামাজিক বিজ্ঞান।
৪. COS এর পূর্ণরূপ কী?
উত্তর: COS এর পূর্ণরূপ Charity Organization Society.
৫. ‘Industry’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: ‘Industry’ শব্দটি ল্যাটিন শব্দ ‘Industria’ থেকে উৎপত্তি হয়েছে।
৬. পদ্ধতি কী?
উত্তর: পদ্ধতি হলো কোনো বিশেষ কাজ সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের সুশৃঙ্খল উপায়।
৭. সমাজকর্ম কী?
উত্তর: সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সাহায্যকারী পেশা, সমাজের বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নে সহায়তা করে।
৮. CSWE–এর পূর্ণরূপ কী?
উত্তর: CSWE–এর পূর্ণরূপ Council on Social Work Education.
৯. উদীয়মান পেশা কোনটি?
উত্তর: উদীয়মান পেশা হলো সমাজকর্ম।
উপরে দেওয়া সমাজকর্ম ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post