আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৫ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ইংল্যান্ডে বসতি আইনটি কত সালে প্রণীত হয়?
উত্তর: ইংল্যান্ডে বসতি আইনটি ১৬৬২ সালে প্রণীত হয়
২. COS কী?
উত্তর: COS হচ্ছে Charity Organization Society বা দান সংগঠন সমিতি।
৩. ‘Virgin Queen’ নামে কাকে ডাকা হতো?
উত্তর: রানী প্রথম এলিজাবেথকে ‘Virgin Queen’ নামে ডাকা হতো।
৪. আধুনিক সমাজকর্মের সূত্রপাত কোন দেশে হয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিক সমাজকর্মের সূত্রপাত হয়।
৫. নগরায়ণ কী?
উত্তর: নগরায়ণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক পেশা বা জীবনব্যবস্থা হতে মানুষ অকৃষিভিত্তিক পেশা বা জীবন পদ্ধতিতে স্থানান্তরিত হয়।
৬. NASW–এর পূর্ণরূপ লিখ।
উত্তর: NASW–এর পূর্ণরূপ National Association of Social Workers.
৭. ১৯০৫ সালে দরিদ্র আইন কমিশনের প্রধান কে ছিলেন?
উত্তর: ১৯০৫ সালে লর্ড জর্জ হ্যামিল্টন দরিদ্র আইন কমিশনের প্রধান ছিলেন।
৮. ‘Social Diagnosis’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Social Diagnosis’ গ্রন্থটির লেখক ম্যারি রিচমন্ড।
৯. ইংল্যান্ডে কত সালে দান সংগঠন সমিতি গঠিত হয়?
উত্তর: ১৮৬৯ সালে ইংল্যান্ডে দান সংগঠন সমিতি গঠিত হয়।
উপরে দেওয়া সমাজকর্ম ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post