আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৫ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. The Value Base of Social Work গ্রন্থের লেখক কে?
উত্তর: The Value Base of Social Work গ্রন্থটির লেখক হলেন চার্লস এস লেডি (Charles S. Levy).
২. NASW কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৫ সালে NASW (National Association of Social Workers) প্রতিষ্ঠিত হয়।
৩. বিভারিজ রিপোর্ট কত সালে পেশ করা হয়?
উত্তর: ১৯৪২ সালে বিভারিজ রিপোর্ট পেশ করা হয়।
৪. মূল্যবোধ কোন ধরণের প্রত্যয়?
উত্তর: মূল্যবোধ একটি আপেক্ষিক প্রত্যয়।
৫. পেশা কী?
উত্তর: সাধারণত জীবিকা নির্বাহের জন্য তত্ত্বনির্ভর সুশৃঙ্খল জ্ঞান, মূল্যবোধ ও নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হলো পেশা।
৬. সামাজিক মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: সামাজিক মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ Social Values.
৭. গ্রহণনীতি অর্থ কী?
উত্তর: গ্রহণনীতি হলো সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্যার্থীকে কীভাবে গ্রহণ করবে সেই নীতি।
৮. CSWE–এর পূর্ণরূপ লেখো।
উত্তর: CSWE–এর পূর্ণরূপ হলো Council on Social Work Education.
৯. মূল্যবোধ কী?
উত্তর: মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে।
১০. মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ Values.
উপরে দেওয়া সমাজকর্ম ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post