সমাজকর্ম ১ম পত্র ৩য় অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : আবেদিন কাদের একজন পেশাদার সমাজকর্মী। তিনি তার সমস্যাগ্রস্ত ক্লায়েন্টদের সাথে পেশাগত সম্পর্ক স্থাপন করে, সুশৃঙ্খল জ্ঞান ও নীতিমালার ভিত্তিতে, পেশাগত সংগঠনের আওতায় থেকে সেবা প্রদান করে থাকেন।
ক. মূল্যবোধ কী?
খ. পেশা ও বৃত্তির সম্পর্ক কোথায়?
গ. উদ্দীপকে উল্লিখিত আবেদিন কাদের এর পেশাগত মূল্যবোধগুলো প্রয়োজন কেন? ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আবেদিন কাদের এর- “পেশা হিসেবে সমাজকর্ম কতটা যৌক্তিক”? উত্তরের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : বুনা ইসলাম একজন পেশাদার সমাজকর্মী। স্বামী পরিত্যক্ত রোশনি সাহায্যের জন্য তার প্রতিষ্ঠানে আসলে তিনি তাকে মর্যাদার সাথে সাদরে গ্রহণ করেন। তিনি রোশনির সমস্যার সমাধানে তাকে একটি হাঁস মুরগির খামার করে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু রোশনি তাকে জানায় যে, সে সেলাই-এর কাজ ভালো জানে। তাই তাকে একটি সেলাই মেশিন কিনে দিলে বেশি ভালো হবে। রুনা ইসলাম তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাকে একটি সেলাই মেশিন কিনে দেন।
ক. মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?
খ. পেশা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে রুনা ইসলামের কাজে সমাজকর্মের কোন কোন মূল্যবোধের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উল্লেখিত মূল্যবোধগুলো সমাজকর্ম পেশার সামগ্রিক মূল্যবোধ সম্পর্কে ধারণা প্রদান করে কি? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : আকরাম সাহেব শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন দশ বছর ধরে। তিনি বাংলা বিভাগের প্রভাষক। বাংলা বিষয়ে তার বেশ দখল আছে। তাই যারা নতুন নিয়োগপ্রাপ্ত হন তারা যে কোনো বিষয়ে তার কাছে সহযোগিতা পেয়ে থাকেন এবং তিনি তাদেরকে যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন।
ক. পেশা কী?
খ. পেশা বলতে কী বোঝ?
প, শিক্ষকতাকে আকরাম সাহেবের পেশা বলার কারণ কী? ব্যাখ্যা করো।
ঘ. আকরাম সাহেবের কর্মকাণ্ডে কোন সংজ্ঞার প্রতিফলন ঘটেছে? যুক্তিসহ উত্তর বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : মালেক মিয়া কাঁচামালের ব্যবসায়ী। বিভিন্ন ধরনের শাক সবজি ও ফলমূল বিক্রি করে সে অনেক কষ্টে সংসার চালায়। তার একমাত্র ছেলে নবম শ্রেণির ছাত্র। মালেক মিয়া স্বপ্ন দেখে তার ছেলে শিক্ষিত হয়ে একদিন ডাক্তার হবে। অনেক টাকা রোজগার করবে। তাহলে তার সংসারে আর কোন অভাব থাকবে না।
ক. বৃত্তির ইংরেজি প্রতিশব্দ কী?
খ. পেশার দুইটি বৈশিষ্ট্য লেখ।
গ. মালেক মিয়ার কাজটি বৃত্তি নাকি পেশা তা বুঝিয়ে লেখ।
ঘ. মালেক মিয়ার ছেলে ভবিষ্যৎ-এ ডাক্তার হলে মালেক মিয়ার কাজের সাথে তার পার্থক্য বৃত্তি ও পেশার পার্থক্যের সাথে কীরূপে সাদৃশ্যপূর্ণ তা দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : ডা. আব্দুর রহমান সমাজকর্মীদের এক সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দানকালে বলেন, সমাজে বসবাস করতে হলে মানুষ যেমন কিছু অধিকার ভোগ করে, তেমনি তাকে কিছু দায়িত্বও পালন করতে হয়। দায়িত্ব পালন ছাড়া অধিকার ভোগ করা যায় না। তিনি আরও বলেন, সমাজকর্মীদের কতগুলো বিশেষ গুণের অধিকারী হতে হয়; যেমন-সমানানুভূতি, অকপটতা, সম্মানবোধ, আত্মপ্রকাশের ক্ষমতা ইত্যাদি। এসব গুণ ছাড়াও সেবা গ্রহীতাদের আস্থা অর্জন সম্ভব নয়।
ক. সমাজকর্মীদের জন্য ব্যবহারিক নীতিমালা প্রবর্তন করে কোন প্রতিষ্ঠান?
খ. ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ. ডা. আব্দুর রহমানের বক্তৃতায় সমাজকর্মের মূল্যবোধের যে দিকটি প্রকাশ পেয়ে তা বর্ণনা কর।
ঘ. একজন সমাজকর্মী উদ্দীপকে আলোচিত বিশেষ গুণগুলোর অধিকারী না হলে সেবাগ্রহীতাদের আস্থা অর্জন সম্ভব নয়। এ বিষয়ে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : জাফর সাহেব একজন নামকরা ব্যবসায়ী। বছরের বেশির ভাগ সময় তিনি বিদেশে থাকেন। স্ত্রী শারমিন রাত-দিন পার্টি ক্লাব নিয়ে ব্যস্ত। এদিকে একমাত্র ছেলে রুহান খারাপ বন্ধুদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়েছে জাফর সাহেব তা বুঝতে পেরে রুহানকে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করে দেয়। কেন্দ্রে কর্মী লাবণ্য রুহানকে আন্তরিকতার সাথে গ্রহণ করে ও তার মতামতকে প্রাধান্য দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।
ক. পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞানার্জনের প্রয়োজন- উক্তিটি কার?
খ. পেশাগত মূল্যবোধ কী?
গ. উদ্দীপকের কর্মী লাবণ্য সমাজকর্মের কোন মূল্যবোধটি অনুসরণ করেছেন? বুঝিয়ে লিখ।
ঘ. উদ্দীপকের রুহানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে লাবণ্যকে আরো কিছু মূল্যবোধ অনুসরণ করতে হয়েছে- তুমি কি বক্তব্যটি সমর্থন কর? সুচিহ্নিত মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : জামিল ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করার পর ইন্টার্নি শেষ করে ইবনে সিনা মেডিকেল কলেজে প্রভাষক পদে যোগদান করেন। তাকে মাসিক যে বেতন দেওয়া হয় তা দিয়ে মা-বাবাসহ সবাই ভালো আছেন। কিন্তু জামিলের ছোটবেলার বন্ধু জহির বেশি লেখাপড়া করতে পারেনি। গ্রামে সে মৎস্য খামার করে জীবিকা নির্বাহ করছে। এ কাজের জন্য তার কেবলমাত্র কিছু ঋণের প্রয়োজন হয়েছে।
ক. মূল্যবোধ কী?
খ. সমাজকর্ম মূল্যবোধের ধারণা দাও।
গ. উদ্দীপকে জামিলের কাজটিকে কী বলে? এর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জামিল এবং জহিরের কাজ দুটি কীভাবে আলাদা? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : অনন্যা রহমান একজন সমাজকর্মী। স্বামী পরিত্যক্তা দুঃস্থ নারীদের উন্নয়নে তিনি কাজ করেন। তার অন্যতম সেবা গ্রহণকারী স্বামী পরিত্যক্তা আসমা বেগম। আসমা বেগম তার দাম্পত্য জীবনের অনেক গোপন কথা অনন্যা রহমানকে বলেন। অনন্য রহমান বিষয়টি গোপন রাখেন। আসমা বেগম নিজের চেষ্টায় একটি হাঁস-মুরগির খামার গড়ে তুলেছেন। এ কাজটি অনন্যা রহমান অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন।
ক. বৃত্তির ইংরেজি প্রতিশব্দ কী?
খ. আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
গ. আসমা বেগমের সাথে কাজ করতে অনন্যা রহমান কী কী মূল্যবোধের পরিচয় দিয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. একজন সমাজকর্মী হিসেবে অনন্যা রহমানের আর কী মূল্যবোধ থাকা উচিত?
সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব ফরিদ একজন প্রবেশন কর্মকর্তা। তার তত্ত্বাবধানে দশজন কিশোর অপরাধীকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। ঐ সকল কিশোর অপরাধীদের মধ্যে বিত্তহীন, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত রয়েছে। কিন্তু প্রবেশন অফিসার অন্যান্য কিশোরদের তুলনায় উচ্চবিত্ত কিশোরদের প্রতি বেশি যত্নশীল এবং তাদের সাথে তিনি বেশি যোগাযোগ রাখার চেষ্টা করেন। ফলে অন্যান্য কিশোর অপরাধীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
ক. বৃত্তি কী?
খ. সম্পদের সদ্ব্যবহার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব ফরিদ সমাজকর্মের কোন মূল্যবোধ লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. ‘পেশাগত মূল্যবোধ লঙ্ঘন একজন পেশাজীবীর কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।’ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : রায়হান মল্লিক পেশায় একজন উকিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওকালতি পাস করে উকিল হওয়ার জন্য জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে। এখন সে ওকালতি শাস্ত্রের প্রয়োগ সম্পর্কিত বাস্তব ও উচ্চতর জ্ঞান অর্জনের জন্য খ্যাতিমান উকিলের নিকট থেকে শিক্ষালাভ করছে। তার ইচ্ছা পেশার মধ্যে দিয়ে সে জনসেবা করবে।
ক. পেশার আভিধানিক অর্থ কী?
খ. পেশাবৃত্তি থেকে কীভাবে আলাদা উদাহরণসহ ব্যাখ্যা করো।
গ. রায়হান মল্লিকের ইচ্ছাকে সমাজকর্ম পেশার বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ করো।
ঘ. রায়হান মল্লিকের ইচ্ছার মধ্য দিয়ে সমাজকর্ম পেশার গুরুত্ব বৃদ্ধি পায়— কথাটি সমাজকর্ম পেশার বৈশিষ্ট্যের আলোকে বিশ্লেষণ করো।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সমাজকর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post