আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৪ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ১ম পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ১ম পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘Inn’– এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: ‘Inn’– এর বাংলা প্রতিশব্দ হলো সরাইখানা।
২. উচ্চ মাধ্যমিক শ্রেণিতে সমাজকর্ম বিষয়টি কোন সাল থেকে চালু করা হয়?
উত্তর: ১৯৬৪ সাল থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে সমাজকর্ম বিষয়টি চালু করা হয়।
৩. বিধবা বিবাহের সাথে কার নাম ওতপ্রোতভাবে জড়িত?
উত্তর: বিধবা বিবাহের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম ওতপ্রোতভাবে জড়িত।
৪. প্রাক শিল্প যুগের সমাজকল্যাণ ধারার নাম কী?
উত্তর: প্রাক শিল্পযুগের সমাজকল্যাণ ধারার নাম সনাতন সমাজকল্যাণ।
৫. ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়?
উত্তর: ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে।
৬. সতীদাহ উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: সতীদাহ উচ্ছেদ আইন ১৮২৯ সালে প্রণীত হয়।
৭. বায়তুল মাল কী?
উত্তর: বায়তুল মাল বলতে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি সেবাধর্মী প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে বিভিন্ন উৎস হতে জমাকৃত অর্থ ও সম্পদ রাষ্ট্রের ব্যয়ভারসহ জনগণের কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজে ব্যয় করা হয়।
৮. এতিমখানা কী?
উত্তর: এতিমখানা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে পিতৃহীন বা পিতৃ মাতৃহীন এবং নির্ভরশীল, দুস্থ ও অসহায় শিশুদেরকে লালন–পালন, ভরণ–পোষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়।
৯. যাকাত কোন শব্দ?
উত্তর: যাকাত আরবি শব্দ।
উপরে দেওয়া সমাজকর্ম ১ম পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post