আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৫ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ১ম পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ১ম পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. জ্ঞান–বিজ্ঞানের ধারা কয়টি?
উত্তর: জ্ঞান–বিজ্ঞানের ধারা দুইটি।
২. ‘Positive Philosophy’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Positive Philosophy’ গ্রন্থের লেখক হলেন অগাস্ট কোঁৎ।
৩. Anthropos শব্দের অর্থ কী?
উত্তর: ‘Anthropos’ শব্দের অর্থ ‘মানুষ’।
৪. ‘Psyche’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Psyche’ শব্দের অর্থ ‘আব্বা’।
৫. কে প্রথম ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর: সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ প্রথম ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন।
৬. জনবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কী
উত্তর: জনবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ Demography.
৭. জনবিজ্ঞান কী?
উত্তর: জনবিজ্ঞান হলো জনসংখ্যা বিষয়ক বিজ্ঞান, যা জনসংখ্যা ও এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করে।
৮. অর্থনীতির সংজ্ঞা দাও।
উত্তর: সীমাহীন অভাব অনুভবকারী ব্যক্তি ও সমাজ কীভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অভাব পূরণের জন্য পছন্দমতো বণ্টন করে তা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই অর্থনীতি।
৯. Anthropo শব্দের অর্থ কী?
উত্তর: Anthropo শব্দের অর্থ মানুষ।
উপরে দেওয়া সমাজকর্ম ১ম পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post