সমাজকর্ম ১ম পত্র ৫ম অধ্যায় : সমাজকর্ম একটি সমন্বিত সামাজিক বিজ্ঞান। মানুষের বিভিন্নমুখী সমস্যার সমাধানকল্পে সমাজকর্ম অন্যান্য সামাজিক বিজ্ঞান থেকে তার অধিকাংশ জ্ঞান আহরণ করেছে। আর সামাজিক বিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা সামাজিক জীব হিসেবে মানুষের সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে অর্থাৎ তাদের আচার-আচরণ, প্রথা-প্রতিষ্ঠান, পারস্পরিক সম্পর্ক, কৃষি, সংস্কৃতি তথা গোটা সমাজকে নিয়ে আলোচনা করে এবং তথ্য উদঘাটন ও তত্ত্ব প্রতিষ্ঠা করে।
বর্তমান বিশ্বে সমাজকর্ম পেশাগত সেবার মর্যাদায় পরিগণিত আর সমাজকর্মের চলার পথকে সুগম করেছে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞান। সুতরাং জ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার সাথে সমাজকর্মের গভীর সম্পর্ক ও যোগাযোগ রয়েছে।
সমাজবিজ্ঞান কী?
সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত বিজ্ঞান, যা সমাজের সার্বিক দিক নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করে। এর মধ্যে সমাজকাঠামো, সামাজিক প্রতিষ্ঠান, সমাজের উদ্ভব ও বিকাশ, আচার-অনুষ্ঠান, সমাজিক পরিবর্তনের ধারা এবং মানুষের পারস্পরিক সম্পর্ক ও প্রতিক্রিয়া অন্যতম। বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। ডুর্খেইমের মতে, সমাজবিজ্ঞান হলো বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞান।
সমাজকর্ম ১ম পত্র ৫ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : রিফাত উচ্চ শিক্ষা শেষে এখন গবেষণায় মন দিতে চায়। সে তার গবেষণায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাপনের সমস্যাগুলো তুলে ধরতে চায়। তাই তাকে ঐ জাতিগোষ্ঠীর উৎপত্তি, সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কে যেমন জ্ঞানার্জন করতে হচ্ছে তেমনি তাদের জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, জনসংখ্যা কাঠামো ও বন্ধন সম্পর্কিত তথ্যও সংগ্রহ করতে হচ্ছে।
ক. জ্ঞান-বিজ্ঞানের ধারা কয়টি?
খ. মনোবিজ্ঞানকে কেন সামাজিক বিজ্ঞান বলা হয়?
গ. উদ্দীপকে রিফাতের গবেষণার সাথে জড়িত বিষয়টি সম্পর্কে ধারণা দাও।
ঘ. উদ্দীপকে জন্ম-মৃত্যুহার সম্পর্কিত যে বিষয়টির ইঙ্গিত রয়েছে একজন সমাজকর্মীর জন্য তার আবশ্যকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ২ : মিসেস শায়লা একজন কলেজ শিক্ষক। শিক্ষকতা তার পেশা হলেও নিজের অন্য ধরনের একটি শখ আছে। সময় সুযোগ পেলেই তিনি তার শখ পূরণে লেগে যান। তার শখ হচ্ছে আশেপাশের মানুষদের আচরণ পর্যবেক্ষণ করে সেসব আচরণের পেছনে যেসব চালনা শক্তি রয়েছে সেগুলো উদঘাটন করা।
ক. “Positive Philosophy’ গ্রন্থের লেখক কে?
খ. সামাজিক বিজ্ঞান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের মিসেস শায়লার শখ সামাজিক বিজ্ঞানের যে শাখাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে তা ব্যাখ্যা করো।
ঘ. সমাজের বৃহত্তর কল্যাণে একজন সমাজকর্মীর জন্য উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক বিজ্ঞানের শাখাটির জ্ঞান অর্জন করা জরুরি উদ্ভিটির যথার্থতা নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : তানজিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয় নিয়ে পড়াশোনা করছে যা মৌলিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত এবং মানুষ ও প্রাণীর আচরণ, আবেগ, প্রেষণা, ব্যক্তিত্ব ও বুদ্ধাঙ্ক নিয়ে আলোচনা করে। কিন্তু তার বন্ধু যাকোব একই বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক বিষয় নিয়ে পড়াশোনা করছে যা একই সাথে বিজ্ঞান, কলা ও পেশা হিসেবে পরিচিত।
ক. অর্থনীতির সংজ্ঞা দাও।
খ. নৃবিজ্ঞানের সংক্ষিপ্ত ধারণা দাও।
গ. তানজিনের পঠিত বিষয়টির নাম উল্লেখপূর্বক আলোচনা কর।
ঘ. তানজিন ও যাকোবের পঠিত বিষয় দুটির মধ্যে বৈসাদৃশ্য নিরূপণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : সুমনা ২০১৪ সালে নতুন ভোটার হয়েছে। এখন সে আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে নিজেকে উপযুক্ত বলে মনে করছে। জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে গর্ববোধ করে এবং দায়িত্ব-কর্তব্য পালনে অনেক বেশি সচেতনও হয়েছে। ইয়ুথ হাংগার প্রজেক্ট নামে একটি এনজিও যুব হায়া সংসদ গঠন করেছিল। সেই সংসদের খাদ্য ও কর্মসংস্থান মন্ত্রী হিসেবে সুমনার দেওয়া বক্তব্যে ফুটে উঠেছে প্রতিটি মানুষের খাদ্য ও কর্মের অধিকার, সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতামূলক শাসনব্যবস্থার।
ক. Anthropos শব্দের অর্থ কী?
খ. জনবিজ্ঞান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত বিষয় কোন সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ: সুমনার সংসদে দেওয়া বক্তব্যের মধ্যে কি বিষয়টির কার্যক্রম সীমাবদ্ধ? যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : সমাজকর্মী জামি অপরাধ সংশোধন ও শ্রমকল্যাগের ওপর পিএইচডি অর্জন করার জন্য আবেদন করেছেন। তার তত্ত্বাবধায়ক তাকে পরামর্শ দিয়েছেন এ সম্পর্কিত বিষয়ে সাফল্য অর্জন করতে হলে মানব আচরণ-সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে। আমি জানাল সে মানব বিকাশ ও আচরণ সম্পর্কিত জ্ঞান অর্জন করছে তার কাজের সহায়তার জন্য।
ক. Anthropo শব্দের অর্থ কী?
খ. অর্থনীতির জন্য সমাজকর্মের জ্ঞান অপরিহার্য কেন?
গ. উদ্দীপকটির কোন বিষয়ের জ্ঞান জামিকে তার কাজে সহায়তা করছে? ব্যাখ্যা কর।
ঘ. পেশাগত দায়িত্ব পালনে সাফল্য লাভের জন্য তত্ত্বাবধায়ক জামিকে উক্ত বিষয়ের জ্ঞানের পরামর্শ দেন বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : মকবুল স্যার ক্লাসে শিক্ষার্থীদের তাদের বিভিন্ন অধিকার সম্পর্কে ধারণা দেন। তাছাড়া গণতান্ত্রিক আদর্শ বিকাশ ও নাগরিকের কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলেন। তিনি রাষ্ট্রের ভূমিকা বিশদ আলোচনা সাপেক্ষে সামাজিক নিরাপত্তার কথা বলেন। যা রাষ্ট্র নাগরিককে দিতে সচেষ্ট।
ক. জনবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কী?
খ. সমাজবিজ্ঞানকে কেন সমাজের বিজ্ঞান বলা হয়?
গ. মকবুল সাহেবের বিষয়বস্তু কোন সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত?ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটির উল্লিখিত শেষোক্ত ভূমিকার ক্ষেত্রে সমাজকর্মের কর্মসূচির তাৎপর্য বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : সোহেল ও জনি দুই বন্ধু। সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয় নিয়ে পড়ছে যেটি মানুষের জন্ম পরিচয়, জন্ম ইতিহাস, মানুষের দৈহিক গঠন, আকার, সংস্কৃতি, পরিবার, ধর্ম ইত্যাদির উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে। অন্যদিকে জনিও একই বিশ্ববিদ্যালয়ের এমন একটি বিষয় নিয়ে পড়ছে যেটি ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যাগুলো চিহ্নিত করে তাদের নিজস্ব সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার প্রচেষ্টা চালায়।
ক. Sociology শব্দটি সর্ব প্রথম কে ব্যবহার করেন?
খ. জনবিজ্ঞান বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সোহেল যে বিষয়টি নিয়ে পড়েছে তার স্বরূপ কর।
ঘ. সোহেল ও জনির অধ্যয়নকৃত বিষয় দুইটির মধ্যে সম্পর্ক আলোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : তনয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স পাস করার পর ইউনিসেফের একটি প্রকল্পে চাকরি নেয়। তাকে চাকরি সূত্রে বান্দরবানে পোস্টিং দেয়া হয়। সেখানে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই তার কাজ। এজন্য তাকে পায়ই পাহাড়ী এলাকায় শিশুদের মায়েদের সাথে কথা বলতে হয়। কিন্তু শুরতে ভাষাগত পার্থক্যের জন্য তনয়কে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়। পরবর্তীতে ধীরে ধীরে তনয়ের কাছে সবকিছু স্বাভাবিক হয়ে আসে।
ক. জনবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কী?
খ. সমাজবিজ্ঞান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে তনয়ের কাজের ক্ষেত্রে নৃ-বিজ্ঞানের জ্ঞান সাহায্য করতে পারে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও।
ঘ. উদ্দীপকে তনয়ের পাঠ্যবিষয় সমাজকর্মের সাথে নৃ-বিজ্ঞানের বৈসাদৃশ্যের থেকে সাদৃশ্যের মাত্রা বেশি ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : শফিক স্যার ক্লাসে বললেন এটি এমন একটি বিষয় যা সামাজিক সমস্যার কারণ উদ্ঘাটনের পাশাপাশি সামাজিক সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধান ও পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়াতে মানুষকে সাহায্য করে। অন্যদিকে শাহিন স্যার ক্লাসে বললেন এটি এমন একটি বিষয় যা মানুষকে অভাব, সম্পদ, আয়-ব্যয়ের সামঞ্জস্য বিধান এবং জাতীয় উন্নয়নে সহায়তা করে। সেন্ট হেশের।
ক. কোন ভাষা থেকে পেশা শব্দটিকে বাংলা ভাষায় নেওয়া হয়েছে
খ. আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে শাহিন স্যারের ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে শফিক স্যার ও শাহিন স্যারের বিষয় দুটি পরস্পর নির্ভরশীল হলেও উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান-তুমি কি বক্তব্যটি সমর্থন কর? যুক্তি পাও
সৃজনশীল প্রশ্ন ১০ : রায়হান সাহেব একজন নবীন সমাজকর্মী। পেশাগত প্রয়োজনে তাকে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মিশতে হয়। কিন্তু নবীণ সমাজকর্মী হিসেবে মানুষের আচরণিক বৈচিত্র্যের সাথে তিনি খাপ খাওয়াতে ব্যর্থ হচ্ছেন। তিনি উপলব্ধি করেছেন যে বয়স, অবস্থান, সমাজ, জলবায়ু ও পরিবেশভেদে মানুষের আচার-আচরণ ভিন্ন হয়। এজন্য তিনি মানব আচরণের উপর গভীর অনুশীলন শুরু করেছেন।
ক. নৃ-বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কী?
খ. সমাজকর্ম এবং চিকিৎসা পেশার সম্পর্ক লেখ।
গ. রায়হান সাহেবকে সামাজিক বিজ্ঞানের কোন শাখা’ মানব আচরণের উপর জ্ঞান লাভ করতে সাহায্য করবে? ব্যাখ্যা কর।
ঘ. সামাজিক বিজ্ঞানের উদ্ভ শাখার সাথে সমাজকর্মের সম্পর্ক পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
আরো দেখো: সমাজকর্ম ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সমাজকর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post