আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৫ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি?
উত্তর: সমাজকর্মের সহায়ক পদ্ধতি তিনটি, যথা– সমাজকর্ম প্রশাসন, সামাজিক কার্যক্রম ও সমাজকর্ম গবেষণা।
২. সামাজিক কার্যক্রম কী?
উত্তর: সামাজিক কার্যক্রম হলো পরিকল্পিত ও সংগঠিত উপায়ে সমাজে পরিবর্তনের প্রক্রিয়া।
৩. দল সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তর: দল সমাজকর্মের উপাদান ৪টি, যথা– দল; দল সমাজকর্ম প্রতিষ্ঠান; দল সমাজকর্মী ও দল সমাজকর্ম প্রক্রিয়া।
৪. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কয়টি?
উত্তর: সমাজকর্মের মৌলিক পদ্ধতি ৩টি।
৫. সমষ্টি সংগঠন পদ্ধতি কোন ধরনের সমষ্টিতে প্রয়োগ করা হয়?
উত্তর: সমষ্টি সংগঠন পদ্ধতি উন্নত দেশ ও উন্নয়নশীল দেশগুলোর শহরাঞ্চলে প্রয়োগ করা হয়।
৬. Social Diagnosis– গ্রন্থটি কার লেখা?
উত্তর: Social Diagnosis গ্রন্থটির লেখক ম্যারি রিচমন্ড।
৭. সমষ্টি সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: সমষ্টি সমাজকর্মের ইংরেজী প্রতিশব্দ Community Social Work.
৮. মৌলিক পদ্ধতি কী?
উত্তর: ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের যে সকল পদ্ধতি বাস্তবক্ষেত্রে প্রয়োগ করা হয় সেগুলোই মৌলিক পদ্ধতি।
৯. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি।
১০. সমষ্টি সংগঠন কী?
উত্তর: সমষ্টি সংগঠন হলো সামাজিক উন্নতি ও ভারসাম্য রক্ষার জন্য পরিচালিত জনসমষ্টি কেন্দ্রিক সুশৃঙ্খল সেবাকর্ম প্রক্রিয়া।
উপরে দেওয়া সমাজকর্ম ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post