আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৫ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘Common Human Needs’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Common Human Needs’ গ্রন্থের লেখক হলেন শার্লট টোলে।
২. মানবজীবনের সবচেয়ে প্রয়োজনীয় চাহিদা কী?
উত্তর: মানবজীবনের সবচেয়ে প্রয়োজনীয় চাহিদা হলো খাদ্য।
৩. মৌলিক মানবিক চাহিদা কয়টি?
উত্তর: মৌলিক মানবিক চাহিদা ছয়টি; যেমন– খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদন।
৪. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৯তম।
৫. বাংলাদেশের মৌল মানবিক চাহিদাগুলোর নাম লেখো।
উত্তর: বাংলাদেশের সমাজে মৌল মানবিক চাহিদাগুলো হলো– খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্তবিনোদন।
৬. মৌলিক চাহিদা কী?
উত্তর: মানুষের বেঁচে থাকা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ হওয়া প্রয়োজন তাই মৌলিক চাহিদা।
৭. মানবিক চাহিদা কী?
উত্তর: সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য মানুষের চাহিদা পূরণ প্রয়োজন সেগুলোকে মৌল মানবিক চাহিদা বলে।
৮. কাদেরকে চরম দরিদ্র বলে গণ্য করা হয়?
উত্তর: দৈনিক যারা ১৮০৫ কিলো ক্যালরির নিচে খাদ্য গ্রহণ করে তাদের চরম দরিদ্র বলে।
৯. মানুষের আশ্রয়স্থল কী?
উত্তর: বাসস্থানই হলো মানুষের আশ্রয়স্থল।
১০. দারিদ্র কী?
উত্তর: দারিদ্র হলো সামাজিক মর্যাদার অর্থনৈতিক মাপকাঠি।
উপরে দেওয়া সমাজকর্ম ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post