সমাজকর্ম ২য় পত্র ১ম অধ্যায় সৃজনশীল
সৃজনশীল প্রশ্ন ১ : রফিক সিডরে মারা যাওয়ায় তার পরিবার অতিকষ্টে জীবন যাপন করছে। পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় রফিকের ছেলেমেয়েদের লেখাপড়া চলে না। এমন কি স্বাস্থাহীনতা ও পুষ্টিহীনতারও শিকার হচ্ছে। উপরন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসারের ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না।
ক. Common Human Needs’ গ্রন্থের লেখক কে?
খ. মৌল মানবিক চাহিদা হিসেবে শিক্ষার গুরুত্ব লিখ।
গ. উদ্দীপকে উল্লেখিত রফিকের পরিবারে মৌল মানবিক চাহিদা পুরণে ব্যর্থতা থেকে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যাসমূহ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধর।
সৃজনশীল প্রশ্ন ২ : বিগত বছরে হাওর অঞ্চলে অকাল বন্যায় কৃষকের প্রধান ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ থাকে। জরুরি চিকিৎসা সেবায়ও সংকট দেখা দেয়। আয়-রোজগার না থাকায় অনেকে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি মেরামত করতে পারেনি।
ক. “Common Human Needs’ গ্রন্থটি কে রচনা করেন?
খ. শিক্ষাকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়?
গ. উদ্দীপকে কোন মৌল মানবিক চাহিদার অনুপস্থিতি লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে অনুপস্থিত মানবজীবনের মৌল মানবিক চাহিদার তাৎপর্য বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : পঞ্চগড়ের সফিকুলের নাম দেশবাসীর মুখে মুখে। কারণ সে এবার ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। অথচ কখনও দুবেলা দুমুঠো পেট ভরে খাবার পায়নি। এক কাপড়ে কেটেছে, অসুস্থ মায়ের চিকিৎসা করাতে ব্যর্থ হয়েছে বার বার। পরিবারের ছয় সদস্য নিয়ে গাদাগাদি করে জরাজীর্ণ ঘরে সে রাত কাটাতো। অবশ্য পরিবারটি ‘দশ টাকা কেজি চাল’ কর্মসূচির আওতায় ছিল। আর এর মধ্যেই সফিকুল স্বপ্ন দেখতো সে ডাক্তার হবে, অসুস্থ মাকে সুস্থ করে তুলবে, সাথে সাথে গ্রামবাসীর সেবা করবে।
ক. মৌলিক মানবিক চাহিদা কয়টি?
খ. বস্তুকে কেন মানবিক চাহিদা বলা হয়?
গ. উদ্দীপকে সফিকুল কোন চাহিদা পূরণের স্বপ্ন দেখেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি কি মৌলিক মানবিক চাহিদা পূরণে যথেষ্ট? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : জাহিদ হাসান স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামে বসবাস করতেন। কিন্তু গ্রামে আয়ের ভাল ব্যবস্থা না থাকায় কাজের সন্ধানে তিনি শহরে যান এবং রিকশা চালিয়ে সংসার চালান। তিনি যা আয় করেন তা নিয়ে সংসারের সবার খাবারের ব্যবস্থা করতে পারেন। বাসার পাশেই সরকারি প্রাইমারি স্কুল থাকায় ছেলেমেয়েদের লেখাপড়াও করান। কিন্তু স্বল্প আয়ের কারণে স্ত্রী-সন্তানদের প্রয়োজনমত কাপড়-চোপড় কিনে দিতে পারেন না, অসুস্থ হলে চিকিৎসা করাতে পারেন না এবং অবসর সময় কাটানোর জন্য একটি টিভিও কিনে দিতে পারেন না। তবে বস্তি এলাকায় বাস করলেও ঘরে থাকতে তাদের খুব একটি অসুবিধা হয় না।
ক. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
খ. মৌল মানবিক চাহিদা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে জাহিদ হাসানের পরিবার কী কী মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে জাহিদ হাসান এবং তার পরিবার যে সকল চাহিদা পূরণ করতে পারছে তা যথার্থ কিনা? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : সুমন আট সন্তানের জনক। পরিবারের সবাইকে নিয়ে একটি ছোট ঘরে বাস করে। অর্থাভাবে সে তার সন্তানদের স্কুলে পাঠাতে পারছে না। সেই সাথে পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাকে ডাক্তার দেখানো সম্ভব হয় না। এমনকি তার পরিবারে আনন্দ-উৎসব করার মতো কোনো ব্যবস্থাও নেই।
ক. বাংলাদেশের মৌল মানবিক চাহিদাগুলোর নাম লেখো।
খ. মৌল মানবিক চাহিদার একটি তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. সুমনের পরিবারের অবস্থা মৌল মানবিক চাহিদা পুরণের কোন অবস্থাকে নির্দেশ করে? নিরূপণ করো।
ঘ. সুমনের মতো পরিবারগুলো মৌল মানবিক চাহিদা পূরণ করতে না পেরে কী ধরনের সমস্যার সৃষ্টি করে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : জামান সাহেব বিত্তশালী ব্যক্তি। গাড়ি বাড়ি সব কিছুই আছে। দুই ছেলেমেয়েকে তিনি ভালো স্কুলে পড়ান। তিনি ছেলেমেয়েদের সব চাহিদাই পূরণ করেন, কিন্তু তাদের খেলাধুলা, টিভি দেখা একদম পছন্দ করেন না। জামান সাহেব ছেলেমেয়ে দুটিকে পড়াশোনা নিয়ে এত চাপের মধ্যে রাখেন যে তারা ক্লান্ত অবসাদগ্রস্ত হয়ে এখন অসুস্থ হয়ে পড়েছে।
ক. Common Human Needa গ্রন্থের লেখক কে?
খ. মানুষকে পরিপূর্ণ হিসেবে গড়ে তুলতে শিক্ষা” কীভাবে ভূমিকা রাখে?
গ. উদ্দীপকের ছেলেমেয়েদের কোন মানবিক চাহিদার ঘাটতি রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শিশু দুটির সমস্যা সমাধানে কে ভূমিকা রাখতে পারবে? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : কানাইপুর এলাকাটি এখনো অনগ্রসর এলাকাগুলোর মধ্যে অন্যতম কারণ এখানকার রাস্তাঘাট, হাটবাজার, অবকাঠামোগুলো যেমন অনুন্নত তেমনি এলাকার বাসিন্দাদের রয়েছে শিক্ষার প্রতি প্রচণ্ড অনীহা। তারা এখনো অলৌকিকতায় বিশ্বাসী বলে শারীরিক অসুস্থতায় ঝাড়ফুঁক, তন্ত্র মন্ত্রই একমাত্র সম্বল। কালের পরিবর্তে তারা অদৃষ্টের উপরই বেশি নির্ভরশীল থাকে।
ক. কোন সমাজবিজ্ঞানী মৌল মানবিক চাহিদাকে ৬ ভাগে ভাগ করেছেন?
খ. মৌল মানবিক চাহিদা হিসেবে বর্তমানে বাংলাদেশে বাসস্থান পরিস্থিতির ধারণা দাও।
গ. উদ্দীপকের আলোকে মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরায় আলোচনা করো।
ঘ. উক্ত অন্তরায়সমূহ দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : দীর্ঘদিন বিদেশে থাকার পর জনাব ‘ক’ বাংলাদেশে আসেন। ঢাকার কমলাপুর, গাবতলী, বিমানবন্দর প্রভৃতি স্থানে ঘুরে তিনি দেখতে পান, অসংখ্য শিশু স্টেশনে রাত্রিযাপন করে। তাদের পরনে ছেঁড়া, ময়লা কাপড়। মন ভাল করার জন্য T.V. সিনেমা ইত্যাদির কোনো ব্যবস্থা নেই।
ক. শিশু কারা?
খ. সামাজিক সমস্যা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ২টি মৌল মানবিক চাহিদার উল্লেখ আছে, যা থেকে শিশুৱা ৰঞ্চিত— চাহিদা দু’টির বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশে মৌল মানবিক চাহিদার বর্তমান অবস্থা বর্ণনা করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : ভূমিহীন কৃষক রফিক মিয়ার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। অর্থাভাবে তিনি তার পরিবারের ৬ সদস্যের মুখে তিন বেলা খাবার যোগাতে পারে না। পাশাপাশি তিনি তার ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে পারেনি। আবার তিনি তাঁর অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে পারেননি।
ক. মৌলিক চাহিদা কী?
খ. সামাজিক চাহিদা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের রফিক মিয়ার পরিবারে কোন কোন চাহিদা পূরণ হচ্ছে না? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত চাহিদাগুলো পূরণের পথে অন্তরায়/বাধাগুলো আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : নদী ভাঙনের শিকার জহির মিয়া ঢাকায় চলে আসে। খাদ্যের অভাবে জহির মিয়ার ছেলে-মেয়েরা অপুষ্টিতে ভুগতে থাকে। স্বাস্থ্যসেবার প্রাপ্ত সুযোগ-সুবিধা ভোগ করতে ব্যর্থ হয়ে জহির মিয়ার অস্বাস্থ্যকর গৃহ পরিবেশে সংক্রামক ব্যাধি বিস্তারের উর্বর ক্ষেত্র হিসেবে বিরাজ করছিল। পরবর্তীতে সরকার গৃহীত একটি কর্মসূচির অধীনে জহির মিয়ার পরিবারের জীনযাত্রার মানের পরিবর্তন ঘটতে থাকে।
ক. মৌল মানবিক চাহিদার একটি উদাহরণ দাও।
খ. মৌল মানবিক চাহিদা পূরণ সকল নাগরিকের জন্য অপরিহার্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত জহির মিয়ার পারিবারিক অবস্থার আলোকে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রতিবন্ধকতা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে মৌলিক মানবিক চাহিদা পুরণে গৃহীত পদক্ষেপ হিসেবে যে কর্মসূচির ইঙ্গিত রয়েছে তার গুরুত্ব মূল্যায়ন কর।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সমাজকর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post