আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৫ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. এইডস কী?
উত্তর: এইডস এইচআইভি ভাইরাস সৃষ্ট একটি নিরাময় অযোগ্য রোগ যাতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়।
২. CFC এর পূর্ণরূপ কী?
উত্তর: CFC এর পূর্ণরূপ হলো Chlorofluorocarbons.
৩. গ্রিক Problema শব্দের অর্থ কী?
উত্তর: গ্রিক ‘Problema’ শব্দের অর্থ সমস্যা বা অবাঞ্ছিত পরিস্থিতি।
৪. অপুষ্টি কী?
উত্তর: দেহের প্রয়োজনের তুলনায় খাদ্যে পুষ্টি উপাদানের অভাব হলে বা আধিক্য ঘটলে শরীরের যে অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পায় তাকে অপুষ্টি বলা হয়।
৫. গ্রিনহাউস ইফেক্ট কী?
উত্তর: মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বায়ুমণ্ডলে বিশেষভাবে নির্দিষ্ট গ্রিনহাউস গ্যাসমূহের উত্তরোত্তর বৃদ্ধির ফলে তাপমাত্রা বাড়ার প্রক্রিয়াই হলো গ্রিনহাউস প্রতিক্রিয়া।
৬. AIDS এর পূর্ণরূপ লেখো।
উত্তর: AIDS এর পূর্ণরূপ হলো– Acquired Immune deficiency Syndrome।
৭. বাংলাদেশে ছেলে এবং মেয়ের বিবাহের ন্যূনতম বয়স কত?
উত্তর: বাংলাদেশে বিবাহের নূন্যতম বয়স ছেলেদের ক্ষেত্রে ২১ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর।
৮. Problem শব্দটি গ্রিক কোন শব্দ থেকে উদ্ভূত?
উত্তর: Problem শব্দটি গ্রিক Problema থেকে উদ্ভুত। যা সাধারণত অবাঞ্ছিত পরিস্থিতিকে নির্দেশ করে।
৯. পুষ্টিহীনতার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: পুষ্টিহীনতার ইংরেজি প্রতিশব্দ Malnutrition।
১০. সমস্যা কী?
উত্তর: সমস্যা হলো অবাঞ্ছিত, দ্বন্দ্বপূর্ণ, অসম, জটিল ও অপ্রত্যাশিত অবস্থা।
উপরে দেওয়া সমাজকর্ম ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post