আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৫ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ২য় পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ২য় পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘ধর্ম হলো অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস’– এটি কার উক্তি?
উত্তর: “ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস”– উক্তিটি ইংরেজ নৃ– বিজ্ঞানী Sir Edward Burnett Tylor.
২. ‘প্রতিষ্ঠান হল সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়।’— কে বলেছেন?
উত্তর: ‘প্রতিষ্ঠান হলো সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়’, এ সংজ্ঞাটি ব্রিটিশ সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এবং পেজের।
৩. ইংরেজি ‘Family’ শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?
উত্তর: ইংরেজি ‘Family’ শব্দটি ল্যাটিন ‘Famulus’ শব্দ থেকে গৃহীত হয়েছে।
৪. ধর্ম কী?
উত্তর: ধর্ম (Religion) হচ্ছে স্রষ্টার প্রতি বিশ্বাস এবং কিছু বিধিবিধান যা মানুষের আচার–আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে।
৫. পরিবার কী?
উত্তর: পরিবার হলো স্বামী–স্ত্রী এবং সন্তান–সন্ততির সমন্বয়ে গঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান।
৬. Family শব্দের অর্থ কী?
উত্তর: Family শব্দের অর্থ পরিবার।
৭. সমাজের ক্ষুদ্রতম সংগঠনের নাম কী?
উত্তর: সমাজের ক্ষুদ্রতম সংগঠনের নাম পরিবার।
৮. বিবাহ কী?
উত্তর: বিবাহ হলো প্রাপ্তবয়স্ক একজন নারী ও পুরুষের একত্রে বসবাস করার সামাজিক স্বীকৃতি।
৯. সামাজিক প্রতিষ্ঠান কী?
উত্তর: সামাজিক প্রতিষ্ঠান হলো কতগুলো প্রতিষ্ঠিত আচার–আচরণ এবং কার্যপ্রণালী যেগুলো সুসংগঠিতভাবে পরিচালিত হয়।
১০. CIA জঙ্গীবাদ বা সন্ত্রাসের কয়টি উপাদানের উল্লেখ করেছে?
উত্তর: CIA জঙ্গীবাদ বা সন্ত্রাসের ৪টি উপাদানের উল্লেখ করেছে।
উপরে দেওয়া সমাজকর্ম ২য় পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post